নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সমান অধিকার ! (ছড়া)

৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১


সমান অধিকার ! (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

নারী পুরুষ বাড়ছে বিভেদ,
চাইছে সমান অধিকার।
ধর্মে আছে সঠিক নিয়ম,
অভাব শুধু বুঝিবার।

এক পুরুষের স্বাক্ষী সমান
নারীর স্বাক্ষী দুই জনার।
দুই নারীর মর্যাদা পায়,
পুরুষ স্বাক্ষী একজনের।

সৃষ্টি কর্তার বিধান এটি
কেন মিছে বিভেদ ভাই।
সৃষ্টি যাহার বিধান তাহার
এ সত্যটি মানা চাই।

অজ্ঞতায় না বুঝিলে
সত্য কী আর মিথ্যা হয়,
থাকবে নিজের অবস্থানে
কারো সাথে বিরোধ নয়।

থাকলে নিজের অবস্থানে
দৃঢ় হয় অধিকার,
বেশী কিছু পেতে গেলে
বেড়ে যাবে অত্যাচার।

নারী মাতা, নারী প্রিয়া
সকলেরই জানা তা,
তসলিমারা বিবাদ করে
নষ্ট করে সমতা।

নারী পুরুষ বন্ধু সবার
শত্রু কেন ভাবতে হবে?
ভালোবাসায় সংসারটা
স্বর্গ সুখে ভরে রবে।


উৎসর্গঃ সেই সব আধুনিকাদের, যারা না বুঝে
সমান অধিকারের দাবীতে গরম করেন রাজ পথ!
প্রকাশ কালঃ
ঢাকাঃ শনিবার, ৩০জুন'২০১৮ইং

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


ইসলাম নারীর মুল্য বুঝে, সেজন্য আবর দেশে বাংলাদেশ থেকে চাকরাণী নেয়; আপনার বাসায় চাকরাণী আছে?

২| ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:১৮

রসায়ন বলেছেন: সমান অধিকারের বিষয়ে কি বললেন কিছুই বুঝলাম না । অনুগ্রহ করে ব্যাখ্যা করুন

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবার পড়ুন
মনোযোগ সহকারে
বুঝবেন আশা করি।

৩| ৩০ শে জুন, ২০১৮ রাত ৯:২১

কথার ফুলঝুরি! বলেছেন: আসলে ভাইয়া, অধিকার সবার জন্যই সমান হওয়া উচিত। নারী পুরুষ তো আর একে অপরের শত্রু না বরং একে অপরের পরিপূরক। আমরা অযথাই না বুঝে রাজপথে লাগালাগি করি এই সম অধিকারের দাবীতে, কিন্তু পরিবার ও সমাজে নারী পুরুষ দুইজনের ই যেমন সমান প্রয়োজনীয়তা তেমনি অধিকার ও সমান হওয়া উচিত।
কাজী নজরুল ইসলাম যথার্থ বলেছেন
"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর"

৪| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:২২

নীল মনি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।কবিতার প্রতিটা লাইনের সাথে সহমত।

৫| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৩৬

শামচুল হক বলেছেন: চমৎকার

৬| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: নারী আজও সস্তা। আজও পণ্য।

৭| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

ব্লু হোয়েল বলেছেন: সম অধিকারের নামে ধান্ধাবাজরা গাছেরটাও খায় তলারটাও কুড়ায় ।

৮| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:০৮

সাইন বোর্ড বলেছেন: সবার অাগে মানসিকতার পরিবর্তন দরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.