নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৬তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৭


সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়, ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক। যিনি সৌরভ গাঙ্গুলী নামে সমাধিক পরিচিত। বাঁহাতি এই ক্রিকেটার অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন; তাঁর অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র একজন আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না, তাঁর অধীনে যে সকল তরুণ ক্রিকেটারেরা খেলতেন, তাঁদের কেরিয়ারের উন্নতিকল্পেও তিনি প্রভূত সহায়তা করতেন। ২০০৮ সালের ৭ অক্টোবর সৌরভ ঘোষণা করেন যে সেই মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজটিই হবে তাঁর জীবনের সর্বশেষ টেস্ট সিরিজ। ১৯৭২ অনূর্দ্ধ ১৫ বাংলার হয়ে ওড়িশার বিরুদ্ধে শতরান, ১৯৯১ সালে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে ১২১ রান তাঁকে ভারতীয় দলে যায়গা করে দিয়েছিল। ১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালাতে জন্মগ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ তার ৪৬তম জন্মবার্ষিকী। ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে আমাদের শুভেচ্ছা।

ভারতীয় ক্রিকেট দলের বিখ্যাত ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৭২ সালের ৮ই জুলাই কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন। সৌরভের পারিবারিক নাম সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। তাঁর বাবার নাম চন্ডিদাস গঙ্গোপাধ্যায় ও মাতার নাম নিরুপা গঙ্গোপাধ্যায়। সৌরভ মূলত তাঁর দাদার সাহায্যে ক্রিকেট জীবনে প্রতিষ্ঠিত হন। তিনি প্রথম জীবনে স্কুল ও রাজ্যের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন ক্রিকেট জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেতে থাকেন তিনি। তিনি তাঁর জীবনের প্রথম একদিনের আন্তজার্তিক ম্যাচ খেলেন ১১ই জানুয়ারি, ১৯৯২ সালে। কিন্তু তিনি সেই অভিষেক ম্যাচে মাত্র তিন (৩) রান করেন, যার ফলে তিনি সঙ্গে সঙ্গে দল থেকে বাদ পড়েন। তার পরে ১৯৯৩-১৯৯৪ এবং ১৯৯৪-১৯৯৫ সালের রঞ্জি ট্রফিতে চমৎকার সাফল্য লাভ করেন যার ফলে তিনি আবার ১৯৯৬-এর ইংল্যান্ড সফরের জন্য খেলার সুযোগ পান। এরপরে সেই সফরেই তিনি তাঁর জীবনের প্রথম টেষ্ট খেলেন ২০ই জুন, ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি সেই সফরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন।

(নৃত্যশিল্পী স্ত্রী ডোনা এবং কন্যা সানা গাঙ্গুলীর সাথে সৌরভ গাঙ্গুলী)
প্রসঙ্গত সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী ওড়িশি নৃত্যের একজন প্রথিতযশা শিল্পী ও প্রশিক্ষক। ২০০৮ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ গাঙ্গুলী। ২০০৮ সালের ২১ অক্টোবর সৌরভ তাঁর সর্বশেষ ম্যাচটি খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরে ২০০৮, ২০০৯ ও ২০১০-এ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং ২০০৮ ও ২০১০-এ এই দলকে নেতৃত্ব দেন। ২০১১ সালে অনুষ্ঠিত আইপিএলের চতুর্থ সিজনে নিলামে তিনি অবিক্রীত থেকে গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়্যারিআর্সের দলের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি পুনে ওয়্যারিআর্সের মেন্টর ও অধিনায়ক। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি সৌরভ গাঙ্গুলিকে ডি-লিট সম্মাননা প্রদান করে। কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে এই প্রথম ডি.লিট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যপাল এম কে নারায়ণন। এ ছাড়াও ২০১৪সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লাইভ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডস বা আজীবন সম্মাননা পুরস্কার দেয় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজকে।
আজ সৌরভের ৪৬তম জন্মবার্ষিকী। ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক বাঙ্গালী দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: শুভেচ্ছা সৌরভকে।

আর আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ উম্মু আবদুল্লাহ
সৌরভের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য।
ভালো থাকবেন।

২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: আজ আর এক বিখ্যাত বাঙ্গালির জন্ম দিন নাম- জ্যোতি বসু

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মোহাম্মদ জন চক্রবর্ত্তী মন্তব্য প্রদানের জন্য।
কমরেড জ্যোতি বসুর সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


বেঁচে আছেন তো?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খাইচলত যায়না মরলে
ইজ্জত যায়না ধুইলে।

চুলকানি যাবেনা চোতরা পাতার ঘসা না খেলে

৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০

সনেট কবি বলেছেন: দাদাগিরির দাদা, তাঁর অনুষ্ঠান খুব উপভোগ করি। জনাব চাঁদগাজীর একখান খোঁচা দেখলাম। এবার আপনার ক্রোধ ঝরে পড়ার অপেক্ষায় থাকলাম!

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই
খেঁচা খুঁচি উপভোগ করার জন্য ধন্যবাদ।
তবে আপনি ৮:৪০ মিনিটে যা প্রত্যাশা করেছেন
তা আমি ৮:৩৮ মি্নিটেই পূরণ করেছি। আশা করি
তৃপ্ত হয়েছেন।

৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১১

করুণাধারা বলেছেন: গতবছর দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলী জন্মদিন পালন করেছিলেন। আপনার পোস্ট দেখে সেই জন্মদিনের কথা মনে পড়ল।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে করুণাধারা
দাদার জন্মদিন উপভোগ করার জন্য ধন্যবাদ

৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫

তারেক_মাহমুদ বলেছেন: সৌরভ দাদা আমার প্রিয় খেলোয়াড়, খুব ভাল লাগলো উনার সম্পর্কে পড়ে। আপনাকে ধন্যবাদ নুরু ভাই।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তারেক ভাই
আপনার প্রিয় খেলোয়ার সম্পর্কে
লিখতে পেরে আমি অত্যান্ত আনন্দিত।

৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭

তারেক_মাহমুদ বলেছেন: লেখক বলেছেন:
খাইচলত যায়না মরলে
ইজ্জত যায়না ধুইলে।

চুলকানি যাবেনা চোতরা পাতার ঘসা না খেলে


গাজী ভাইকে খুব ভাল দিয়েছেন। হা হা হা

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু উনিতো টের পাবেন ৭ দিন পরে!!
কাদের যেন কাতু কুতু দিলে ৭ দিন পরে হাসে ?

৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: নূর ভাই একদিন আমিও বিখ্যাত হবো তখন আপনি আমার জন্মদিনে এমন করে লিখবেন তো?

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিতো এখনই বিখ্যাত !!
অনেকেই আপনাকে পছন্দ করে
যদিও গুটিগতক ইদানিং আপনাকে
কটু বাক্য শুনাচ্ছে !! ব্যাপার না।
আপনাকে নিয়ে অবশ্যই লিখব
যে কোন দিন।

৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


আগে আমি সিওর হলাম।
যাগকে, আমি ডাংগুলির কেহ নই, উনি ডাংগুলি খেলার লোক!

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি আপনি ডাংগুলি খেলার লোক নন,
আপনি কাতু-কুতু খেলার লোক।
খেলতে থাকুন মনের হরষে !

১০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ জন্মদিন।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই
দাদার জন্মদিনে শুভেচ্ছা
জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.