নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজ কেন কাঁদায় !! এক অসহায় পেঁয়াজ খাদকের নিস্ফল খেদোক্তি

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

পেঁয়াজ কেন কাঁদায় !!এক অসহায় পেঁয়াজ খাদকের নিস্ফল খেদোক্তি
নূর মোহাম্মদ নূরু

মরিচ রসুন সব ছিলো তবুও
আজ ইলিশ মাছ ভাজা হলোনা
শুধু তোমার জন্য হে পেঁয়াজ!!

তোমার বিরহে কাজ ছাড়লো
আমার কাজের বুয়া আজ
শুধু তোমার জন্য হে পেঁয়াজ!!

গৃহিণীর মুখ ঝামটা আর
কাপুরুষের অপবাদ পেতে হলো
শুধু তোমার জন্য হে পেঁয়াজ!!

তোমার জন্য লাইনে দাঁড়িয়ে
শীতের সকালে ঘর্মাক্ত হলাম আজ
শুধু তোমার জন্য হে পেঁয়াজ!!

গৌরী মাসির পুড়লো কপাল
রান্না ভালো হয়নি বলে মেসোর কাছে
শুধু তোমার জন্য হে পেঁয়াজ!!

তোমার জন্য আর কতো ঘর ভাঙ্গবে
চামেলীদের রান্না সুস্বাদু না হবার অপবাদে
শুধু তোমার জন্য হে পেঁয়াজ!!

শুনেছি তুমি এসেছ বিমানে চড়ে
মিশর, মিয়ানমার এর সূদীর্ঘ পত পাড়ি দিয়ে
তবুও তোমার দর্শন পেলামনা হে পেঁয়াজ।

দেশী পেঁয়াজ, তুমি বড় হও,
যৌবনবতী হও তোমাকে পেয়ে জুড়াই জালা,
না পেলে তোমায় মরেই যাবো হে পেঁয়াজ!

রণরঙ্গিনী মুর্তি ছেড়ে শীতল করো ধরা
গরবীনি গরব ছেড়ে অভাগা ভক্তদের
করুনা রসে শিক্ত করো হে পেঁয়াজ!!


নূর মোহাম্মদ নুরু
গণমাধ্যমকর্মী
[email protected]
কৃতজ্ঞতাঃ এম. এ. হোসাইন ভাই

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

বাকপ্রবাস বলেছেন: হা হা হা দারুণ।
বাংলা সাহিত্যে পেঁয়াজ তার স্থানটা পোক্ত করে নিল।

শীতের সকালে ফিংগার মিসটেক আছে , সকারে হয়ে গেছে, ওটা একটু এডিট করে নিন বড় ভাই

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ বাকপ্রবাস
বাংলার পেয়াজ খাদকের গিনিস বুকে পেঁয়াজ
তার স্থানটা পোক্ত করে নিল।

সংশোধন করে নিলাম!!

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: পেঁয়াজের রাগ আছে, তাই পেঁয়াজ আমাদের কাঁদায়!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পেঁয়াজের রাগ কমাতে
আর কত ইলিশকে ঘর
ছাড়তে হবে? পেঁয়াজের
বিরহে কাঁদে আলূ ভর্তার প্রাণ!!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: আহারে পিয়াজ! পিয়াজ অনুভুতি ব্যক্ত করতে পারত তাহলে সে বলতো আমার দাম বাড়তে থাকুক তাহলে একদিন না একদিন আমি বিশ্ব জয় করব।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পেঁয়াজ নিয়ে কাড়াকাড়ি করার কারনে
নির্বোধ পিঁয়াস আজ ধরাক সরা জ্ঞান করছে।
মনে রখোঃ
হে আমাদের দুর্ভাগা পেঁয়াজ,
আজ তুমি যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: এটার কোন সমাধান দেখি না। জোর যার মুল্লুক তার। তারা আামদের উপর জোর খাটায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাধান একটাই
পেঁয়াজের বয়কোট চাই।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: দামি পোশাক পরে কি লাভ
জীবনের সবথেকে আনন্দময় মুহুর্ত তো পোশাক ছাড়াই হয় ।

কি বুঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক বললে কোটালি পাড়া বুঝতে আমার কোন সমস্যা হয়না।
তবে কোন পরিস্থিতি আর প্রেক্ষাপটে বলবেন তা নির্ধারণ করা আবশ্যক।
ধান ভানতে শীবের গীত না গাওয়াই শ্রেয়।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ জুল ভার্ন ভাই
মন্তব্য করার জন্য।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন রম্য ছড়া

আহা, নজরুল, রবি ঠাকুর যদি জানতেন এমন দিন আসবে নিগ্গাত পেয়াজ নিয়ে সাহিত্য করেই যেতেন! ;) :P

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নজরুল রবি প্রেম করেই কাটিয়েছেন সারা জীবন
এসব বিষয় নিয়ে ভাববার তাদের অবকাশ কই!!

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থন্যবাদ আপনাকে
মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.