নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার তারেক মাসুদের ৬৩তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮


আবু তারেক মাসুদ। যিনি তারেক মাসুদ নামেই সবার কাছে পরিচিত ছিলেন। বিকল্পধারার চলচ্চিত্রের পথিকৃৎ নির্মাতা তারেক মাসুদ।তারেক মাসুদ একাধারে ছিলেন একজন স্বাধীন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। কিংবদন্তী মেধাবী সিনেমা নির্মাতা আলমগির কবির ছিলেন তাঁর সিনেমাগুরু। আহমদ ছফার বিশেষ ভক্ত ছিলেন তিনি। চলচ্চিত্রে আধুনিক ভাষা ও সমকালীন বিষয়াবলী জোরালোভাবে উপস্থাপনের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিকল্পধারার প্রবাদপুরুষ। নিজের নির্মিত ছবিকে তিনি দর্শকের কাছে পৌঁছে দিতে হেঁটে গেছেন বহুদূর। বিভিন্ন অঞ্চল, বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর কৌশল তিনিই প্রতিষ্ঠিত করে গেছেন। আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ের মতো ছবি দিয়ে এই নির্মাতা বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন। তার চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল। তারেক মাসুদের প্রথম কাজ ‘আদম সুরত’ (দ্য ইনার স্ট্রেংথ)। এটি মুক্তি পায় ১৯৮৯ সালে। এসএম সুলতানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এটি। আদম সুরতের কাজ শুরু হয়েছিল ১৯৮২ সালে। ধারণ কাজ সম্পন্ন হয় চিত্রাপাড়ে। তারেক মাসুদ বলেছিলেন, ‘চিত্রা নদীর পারে থাকেন চিত্রশিল্পী সুলতান। আমরা যখন সুলতান ভাইয়ের ওপর ছবি বানাতে এলাম, তখন চিত্রাই হয়ে গেল সবকিছুর কেন্দ্রবিন্দু।’ বাংলাদেশের ২০০৫-০৬ সালে চলমান মৌলবাদ ইস্যু নিয়ে নির্মিত হয় রানওয়ে চলচ্চিত্রটি। ধর্মভিত্তিক জঙ্গিবাদ ছাড়াও তৈরি পোশাকশিল্পের নারীশ্রমিক, ক্ষুদ্রঋণনির্ভর এনজিও কার্যক্রম এবং বিদেশে অভিবাসী শ্রমিকদের বঞ্চনার মতো বিষয় নিয়েও তার বক্তব্য তুলে ধরেন তারেক মাসুদ। ২০১০ সালে যে কথা তারেক মাসুদ বলতে চেয়েছিলেন, এ মুহূর্তে সেটাই সত্য হিসেবে দেখা দিয়েছে গুলশান হামলার বাস্তবতায়। সেদিক থেকে এ চলচ্চিত্রের মাধ্যমে যে দূরদর্শিতার পরিচয় নির্মাতা দেখিয়েছিলেন, তা আজও অসামান্য বলেই মনে করেন অনেকে। সাত বছর আগে ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান। চলচ্চিত্রের জনপ্রিয় এই নির্মাতার আজ ৬৩তম জন্মবার্ষিকী। ১৯৫৬সালের আজকের দিনে তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তদানীন্তন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর মায়ের নাম নুরুন নাহার মাসুদ ও বাবার নাম মশিউর রহমান মাসুদ। ভাঙ্গা ঈদগা মাদ্রাসায় প্রথম পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মৌলানা পাস করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার মাদ্রাসা শিক্ষার সমাপ্তি ঘটে। যুদ্ধের পর তিনি সাধারণ শিক্ষার জগতে প্রবেশ করেন। ফরিদপুরের ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার মাধ্যমে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ছয় মাস পড়াশোনার পর বদলি হয়ে নটর ডেম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কিন্তু এসময়ে তাকে বেশিরভাগই তৎকালীন ঢাকা আর্ট কলেজে (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) কাটাতে দেখা যেত। এছাড়া বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখক শিবির, বাম আন্দোলন এবং বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। চলচ্চিত্র আন্দোলনের মাধ্যমে পরিচয় হয় মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, শামীম আখতারের সাথে। দেশে-বিদেশে চলচ্চিত্র বিষয়ক অসংখ্য কর্মশালা এবং কোর্সে অংশ নিয়েছিলেন। দেশে তিনিই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের সূচনা করেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’র জন্য ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। ২০০২ সালে নির্মিত হয় ‘মাটির ময়না’। এটি নিঃসন্দেহে তারেক মাসুদের তৈরি অন্যতম সেরা কাজ। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এটি জিতে নেয় ‘ফিপরেস্কি ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ’। এ ছাড়া অস্কারে ‘সেরা বিদেশি ভাষার ছবি’ ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ‘মাটির ময়না’-কে মনোনয়ন দেয়া হয়। ছবির গল্প গড়ে উঠেছে ষাটের দশকের বাংলাদেশ, মানুষের জীবন এবং মুক্তিযুদ্ধে ইসলামের প্রভাবের সংমিশ্রণে। আনু গ্রামের এক রক্ষণশীল মুসলিম ঘরের ছেলে। তার বাবা কাজী সাহেব। কাজী সাহেব ছেলেকে ধর্মীয় শিক্ষার উদ্দেশে ভর্তি করে দেন মাদ্রাসায়। যুদ্ধ শুরু হয়। চলচ্চিত্রের একটি অংশে দেখা যায় বাউল গান। তার অন্য ছবিগুলোও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তারেক মাসুদ মানুষের জন্য সিনেমা বানাতেন। চারপাশে ছড়িয়ে থাকা সকল ক্ষুদ্র জিনিস থেকে তিনি তাঁর অফুরন্ত ভালোবাসার উৎস খুঁজে নিতে পারতেন। দেশের প্রতিটি মানুষ তাদের জীবনের স্বরূপ খুঁজে পাবে এমন এক স্বপ্ন নিয়েই সিনেমা বানিয়েছেন তারেক মাসুদ।

ব্যক্তিগত জীবনে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ একজন মার্কিন নাগরিক। ক্যাথরিন এবং তারেক মিলে ঢাকায় একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার নাম অডিওভিশন। চলচ্চিত্র নির্মাণ ছাড়া তারেক মাসুদের আগ্রহের বিষয় ছিল লোকসঙ্গীত এবং লোকজ ধারা। এই দম্পতির 'বিংহাম পুত্রা মাসুদ নিশাদ' নামে এক ছেলে আছে। তারেক মাসুদের ভাগিনেয় ভাই নজরুলগীতি শিল্পী খায়রুল আনাম শাকিল। তারেক মাসুদের চাচাত বোন তাহমিনা রাব্বানি শাম্মি ও ছোটো ভাই হচ্ছেন নাহিদ মাসুদ।বিকল্প ধারার এই চলচ্চিত্রের পথিকৃৎ ২০১১ সালে ১৩ আগস্ট তার নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর দৃশ্যধারণের স্থান নির্বাচন করে মানিকগঞ্জ থেকে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান। দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে ২০১২ সালে (মরণোত্তর) একুশে পদক প্রদান করা হয়। ‘মাটির ময়না’ এর স্রষ্টা খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের আজ ৬২তম জন্মদিন। তারেক মাসুদের মৃত্যুর পর ২০১২ সালে বিভিন্ন সময়ে লেখা তার চলচ্চিত্র সম্পর্কিত প্রবন্ধগুলোকে একত্র করে একটি বই প্রকাশিত হয় "চলচ্চিত্রযাত্রা" নামে। বইটিতে ভূমিকা লিখেছেন তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। লেখক হবার একটা টান সবসময়ই তার মাঝে ছিল। তিনি বলেছিলেন চলচ্চিত্রকার না হলে লেখক হওয়ার চেষ্টা করতামচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার তারেক মাসুদের ৬৩তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চলচ্চিত্রের জনপ্রিয় এই নির্মাতার আজ ৬৩তম জন্মবার্ষিকী।
১৯৫৬সালের আজকের দিনে তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন।
প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

......................................................................................................
তার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ শঙ্খচিল,
প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের
জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা মানুষটার প্রতি।
খুব বড়মাপের মানুষ ছিলেন তিনি।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চলচ্চিত্রকার তারেক মাসুদের
জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
জানানোর জন্য আাপনাকে
ধন্যবাদ হক ভাই।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ট্যালেন্ট লোক ছিলেন। কিন্তু ঝড়ে পড়লেন। সড়ক দূর্ঘটনা মানুষের সব কেড়ে নেয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিরাপদ সড়ক চাই,
স্বাভাবিক মৃ্ত্যুর গ্যারান্টি চাই।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: এত কিছু জানতাম না। পড়ে এখন জানলাম। তথ্যবহুল পোষ্টটির জন্য ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দারুন খুশী হলাম লেখাটি
মনোযোগ দিয়ে পাঠ করার জন্য।
শুভ কামনা আপনার জন্য।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

গণকবি বলেছেন: জহির রায়হানের পরে একজন প্রতিভাবান চলচ্চিত্রকার ছিলেন।
শ্রদ্ধা তাঁকে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ গণকবি
অকৃত্তিম শ্রদ্ধা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.