নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ব্লগ-ডের মিলন মেলা

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

ব্লগডের মিলন মেলা
নূর মোহাম্মদ নূরু

ব্লগডের এই মিলন মেলায়, হাজির ছিলাম আজি
খানা পিনা খোশ গল্পে, উপস্থিত নাই গাজী।
থাকেন তিনি বিদেশেতে, হয়তো সময় নাই
তাহার অভাব মনে বাজে, কি করে বুঝাই।

আমি তাকে ভালোবাসি, কেউ বা করে ভয়
খোঁচা মারা মন্তব্যে তার, কেউ বা নাখোশ হয়।
জানা আপাও ভয়ে তাহার, আড়ালেতে থাকে
কখন জানি গাজীসাব, কঠিন ভাবে বকে!

ব্লগ ডেতে লেখা দিতে, জানা আপার ভয়
ভুল ধরে গাজী যদি, তারে কিছু কয়!
আমি কিন্তু ডরাইনা তায়, সবার আছে জানা,
কড়া মিঠে মন্তব্যে, বুঝবে হলেও কানা।

বাদ দিলাম গাজীর গীত, এবার অন্য কথা
সাবার মাঝে আসতে পেরে, ভুলে গেলাম ব্যাথা।
সর্ম্পকটা এত দিন ছিলো শুধু মুখে মুখে
আজকে তাদের চিনতে পেরে, গেঁথে নিলাম বুকে।

নীল সাধু আর প্রমানিক ভাই. আরো অনেক শত
জাদিদ ভাই, ভৃগু দাদা নাম বলবো কত?
বিজন দাদা, আশরাফ ভাইকে, সদাই মনে পড়ে
নাতি পুতি, ভাই ভাতিজা আমার ব্লগ ঘরে।

সবার মাঝে আসতে পেরে, আত্মহারা আমি
কি খুশিতে ভাসছি আমি, যানে অন্তর্যামি।
আজকে আমি সবার তরে, বলে যেতে চাই
কারো সাথে আমার কিন্তু, হিংসে বিদ্বেষ নাই।

খানা পিনা ভালোই ছিলো সাথে দেশী পিঠা,
চিতই পিঠা ভর্তার সাথে ভাপা পিঠা মিঠা।
গরম গরম কাচ্চি আর মুরগীর রোস্ট সাথে
একবারে তৃপ্ত নয় আবার নিলাম পাতে।

বয়স আমার বেশি না, পাাঁচ যুগ পাড়ি দিছি,
যানিনা সবার মাঝে আর কতদিন আছি!
ভুল হলে ক্ষমা দিবেন, এটা বড় গুণ,
জ্বলবেন না কেউ কখনো, বেশী হলে চুন।

মজা করি, মজা দেই বলি, কড়া মিঠে কথা
ক্ষমা প্রাথী যদি কেহ, পেয়ে থাকেন ব্যাথা।
এমন দিনে হাসুন সবাই, বুক মিলাবো বুকে।
থাকবো সবাই মিলে মিশে, সবার সুখে দুঃখে।


রচনাকালঃ ঢাকা, ২৫ ডিসেম্বর ২০১৯ইং
সময়ঃ রাত দশটা পয়ত্রিশ

মন্তব্য ৭৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমি আনন্দিত যে, আপনি উপস্হিত থেকে অনুষ্ঠানটাকে উপভোগ করেছেন; আজকে আপনার পদ্যটুকু বেশ ভালো লাগছে; অভিনন্দন

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
‘এ কী কথা শুনি আজ মন্থরার মুখে!’

যদি কোন লোক, কারনে, অকারণে খোঁচা মারা মন্তব্য করেন,
মন্দ কথা বলেন ও সবসময় নে্তিবাচক মন্তব্য করেন,
তিনি যদি হঠাৎ একটা ভালো কথা বলে ফেলেন অর্থাৎ নিজের
স্বভাববিরুদ্ধ চিন্তা-চেতনার প্রকাশ যদি ঘটান, তখন আমরা যারা
অবাক হই তারা ওই কথাটি বলি।

মন্থরার মুখের কথা শুনে রাম কতটা বিস্মিত হয়েছিলেন,
সেটি মহাভারত যাঁরা পাঠ করেছেন, তাঁদের না জানলেও
চলবে, যাঁরা পাঠ করেননি, সময়-সুযোগ পেলে পড়ে নেবেন
এবং গোচরে-অগোচরে পড়ে ফেলবেন। বঙ্কিমচন্দ্রের কপাল
কুন্তলা কিংবা কুন্তলার সেই বিখ্যাত উক্তিটি যদি বিভীষণের
স্বজনরা পাঠ না করে থাকেন, তাদের জ্ঞাতার্থে
স্মরণ করিয়ে দিলাম- 'পথিক, তুমি কি পথ হারাইয়াছ?'

গাজীসাব আপনি কি পথ হারাইয়াছেন?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০

নৃ মাসুদ রানা বলেছেন: দারুণ লিখেছেন। আজকে সবার সাথে দেখা হলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নৃ মাসুদ রানা
সবার সাথে পরিচিত হবার
সৌভাগ্যই বলতে হবে।
ভালো থাকবেন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০

ডঃ এম এ আলী বলেছেন:
খুশী হলাম পদ্যে মাখা ব্লগ দিবসের
মধুর মিলন মালার কথাগুলি শুনে ।

শুভেচ্ছা রইল

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মধুর মিলন প্রত্যাশী আমরা সবাই
অন্তরে বাহিরে তাই পরিস্কার হওয়া চাই।
মুখে মধু অন্তর বিষ মনটা যার কালো
স্বপ্নেও ভাবেনা সে অন্যের হোক ভালো।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

ওমেরা বলেছেন: জল্পনা কল্পনার -- ব্লগ ডে শেষ হয়ে গেল! আপনারা সবাই খত আনন্দ করলেন , এখন পদ, গদ্য ছবি পোষ্ট করেন আমরা যারা যেতে পারিনি এগুলো দেখে পড়ে, দেখে আপনাদের আনন্দের সাথী হই একটু। ধন্যবাদ ব্লগডে নিয়ে প্রথম পোষ্ট দেওয়ার জন্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক প্রত্যাশা ছিলো আপনার
সাথে হবে দেখা।
কি করিবো ভাই কপালে যে
ছিললো না তা লেখা।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৭

শের শায়রী বলেছেন: আরো ছবি দিতেন ভাই। একটা ছবিতে মন ভরল না, এর কে কোন জন একটু চিনিয়ে দিলে আমরাও পরিচিত হতাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসবে ছবি সবুর করেন
অধীর হবার কি,
আর একটি সবুর করেন
রসুন বুনেছি !!

মজা করলাম, ডোণ্ট মাইন্ড !!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি এলেন না বলে মর্মাহত আমি
পেয়েছি অনেক ব্যাথা জানে অন্তর্যামি।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মজা করি, মজা দেই বলি, কড়া মিঠে কথা
ক্ষমা প্রাথী যদি কেহ, পেয়ে থাকেন ব্যাথা।

......................................................................
আপনাকে অনুষ্ঠানে পেয়ে খুবই আনন্দিত,

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও শখ পূরণ হলো আপনাকে দেখে
পেতাম অনেক কষ্ট যদি আসতে যেতেন বেকে।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: নুরু ভাইয়ের ছন্দ ছড়ায়
মজা পেলাম ভাই
গাজী ভাই অনুপস্থিত
তুলে ধরেছেন তাই।

খানা পিনায় খুশি তিনি
আমিও খুশি তাতে
প্লেট ভরে অনেক দিয়েছে
খেয়েছি নিজ হাতে।

ধন্যবাদ নুরু ভাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নবীনদের এই মিলন মেলায়
আসতে ভাগ্য লাগে।
আসিবো আবার ফের
মনেতে স্বাধ জাগে।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: সামনে থেকে সবাইকে দেখার সৌভাগ্য হলো আজ, আয়োজকদের অনেক ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতো অনুভূতি
সবার মনে মনে
সবার কথা স্মরণ হয়
প্রতি ক্ষনে ক্ষনে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২

(লাইলাবানু) বলেছেন: অসাধারন লিখরছেন ভাই,গুনিদের নিয়ে । সবার জন্য শুভেচ্ছা থাকল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
আপনি আসলে আরো
ভালো লাগতো।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


আনুমানিক কতজন ব্লগার উপস্হিত ছিলেন?

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লাখে লাখে লোক আসে
কাতারে কাতার,
সুমার করিয়া দেখি
পঞ্চাশও হাজার!!

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: "আজকে আমি সবার তরে, বলে যেতে চাই
কারো সাথে আমার কিন্তু, হিংসে বিদ্বেষ নাই।
"
মজা করি, মজা দেই বলি, কড়া মিঠে কথা
ক্ষমা প্রাথী যদি কেহ, পেয়ে থাকেন ব্যাথা।
এমন দিনে হাসুন সবাই, বুক মিলাবো বুকে।
থাকবো সবাই মিলে মিশে, সবার সুখে দুঃখে।"

অতীব চমৎকার হয়েছে চাচা। অনেক ইচ্ছে ছিল ব্লগ ডে তে অংশগ্রহণ করি। কিন্তু ঢাকার বাইরে থাকায় সেটা আর সম্ভব হল না।। এখন ফেসবুকে ওনুষ্ঠানের কিছু ভিডিও দেখছি, ছবি দেখছি। ইশ ছিলাম আমি।


২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই ভাতিজা দের তরে আমার এমন মিঠা কথা
তিক্ষ্ণ কোন মন্তব্য করে কাউকে দিওনাকো ব্যাথা!!
সুখে দুঃখে সবার সাথে থাকো জীবন ভরে,
বাংলা ভাষার চর্চা করো সারা জীবন ধরে।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালোবাসা রইলো ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কৃতজ্ঞতা, শুভেচ্ছা আর শুভকামনা
মন টাকে বড় করে মিথ্যা কথা না।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার ছড়িতায় মুগ্ধ হলাম ভাই। আর মন্তব্যঘরে গাজী সাহেবের মন্তব্য দেখে আরো মজা পেলাম। সবাই সুখী হউক সর্বদায়।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব খুব ভালো মানুষ
দুঃক্ষেও ওড়ায় সুখের ফানুস।
আমি তাকে একটু খোঁচাই
বাস্তবতা সদাই বোঝাই।

হয়তো বোঝেন, কিংবা না
জ্ঞা্ন দিতে তাই ছাড়েনা।
আগের চেয়ে অনেক ভালো
দুর হয়েছে মনের কালো।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন্স

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছবি তোলায় ব্যস্ত সময় করে দিলেন পার
আপনার তোলা ছবি গুলো ছবির মতই সুন্দর।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এই যা, চেহারা আর নামে তো মিলাতে পারছি না। ক্যাপশন দিলে ভালো হতো।

শুভেচ্ছা রইলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময় স্বল্পতার কারনে
সবার নাম উল্লেখ করতে
পারলামনা বলে দুঃখিত

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৩৮

সোহানী বলেছেন: চমৎকার ছন্দে ছন্দে ।নুষ্ঠানের বর্ননা ...। এইবার গাজি ভাই এর প্রতি ভালোবাসা দেখে আমিও মুগ্ধ। আপনাদের টক মিস্টি ভালোবাসা অটুট থাকুক....।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু সালাম নিবেন
আপনাকে খুব মিস করেছি।
আমি যানতামনা আপনি দেশের বাইরে।
আরজু পনি আপুর কাছে আপনার কথা
জানতে চাইলে তিনি বললেন আপনি কানাডা।
গাজীসাবের সাথে আমার কোন শুত্রুতা নাই।
এমনকি আমি জানিনা সে কোন জেলার মানুণ।
উপরন্ত আমার বয়জেষ্ঠ, বীর মুক্তিযোদ্ধা। আমি
তাকে শ্রদ্ধা করি তবে তার অপ্রসাঙ্গিক মন্তব্য আমি
মেনে নেইনা বলেই আমাদের মাঝে কড়া মিঠে
বাক্য বিনিময় হয়। আর কিছু নয়।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৮

ইসিয়াক বলেছেন: দারুণ ভালো লাগলো।
শুভকামনা রইলো সবার জন্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ইসিয়াক ভাই
ইংরেজী নববর্ষের অগ্রম শুভেচ্ছা জানবেন।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এতো সুন্দর মিলন মেলায় থাকতে না পারার কষ্টটা থেকেই যাবে।
আপনার লেখা এত সুন্দর ছন্দগুলো আফসোসটা আরও বেড়ে গেলো।
এতো সুন্দর কবিতা লিখে আফসোসটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গতবার এমন কষ্ট আমারো ছিলো
হা-পিত্যেশ করেছিলাম অনেক
তাই এবার আর মিস করি নাই।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এতো সুন্দর মিলন মেলায় থাকতে না পারার কষ্টটা থেকেই যাবে।
আপনার লেখা এত সুন্দর ছন্দগুলো আফসোসটা আরও বেড়ে গেলো।
এতো সুন্দর কবিতা লিখে আফসোসটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার সাথে দেখা না হওয়াতে
আমিও খুব আফসেট।
নিরাশ হবেন না।
আগামীতে অবশ্যই একদিন
দেখা হবে।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

নুরহোসেন নুর বলেছেন: চাঁদগাজী আংকেল আসলে আমিও যেতাম, উনি আসেননি বলে আমারও যাওয়া হলো না।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব মহব্বত বুঝি !!
আমি যানতাম সে আসব্নো
কারণ তিনি দেশের বাইরে আছেন।
তবে কোন দেশে তা জানিনা।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ফাটাফাটি হয়েছে নূর দা-----

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটন ভাই আপনাকে ধন্যবাদ
চমৎকার একটা শব্দ চয়নের জন্য।
ফাটাফাটি(!!) তবে কোন ফাটাফাটি হোক
তা চাইনা। আমরা শান্তি চাই।

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনি এলেন না বলে মর্মাহত আমি
পেয়েছি অনেক ব্যাথা জানে অন্তর্যামি।


আপনার সাথে আমি কোঠাও দেখা করবো। শ্রীঘই।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইনসাআল্লাহ একদিন দেখা হবেই
কারন বিশ্ব নামের এই যগৎটি
ছোট হয়ে আসছে একটু একটু করে
প্রতিদিন।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসা রইলো, দেখা হয়ে ও পরিচিত হয়ে খুব গর্বিত বোধ করছি।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অশেষ ধন্যবাদ ধ্রুবক আলো ভাই
জানতে হলে বুঝতে হলে সাক্ষাতের কোন বিকল্প নাই।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

পদ্মপুকুর বলেছেন: অসাধারণ!
আপনি তো স্বভাবকবি মুকুন্দ দাসকে হারিয়ে দিচ্ছেন...

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ পদ্ম পুকুর ভাই
খুব প্রীত হলাম আপনার মন্তব্যেঅ
তবে যার সাথে তুলনা করলেন
তা শুনে গাজীসাব ধমকাবে আপনাকে।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

পদ্মপুকুর বলেছেন: ঘটনাটা কি? গাজীসাব তো ছড়া এবং মন্তব্যের আগা থেকে মাথা পর্যন্ত দখল করে আছেন...

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব বলে কথা
ঘটনা ঘটুক আর নাই ঘটুক
বোমা তিনি ফাটাবেনই
তাতে শব্দ হোক বা না হোক।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া আপনার সাথে পরিচয়ের মুহূর্তটুকু আনন্দের ছিল।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও দারুন ভাবে আপনাদের
সাহচার্য লাভে আপ্লুত হয়েছি,
ধন্য হয়েছি। এতদিন না দেখে শ্রদ্ধা
করতাম এই শ্রদ্ধা শতগুনে বেড়ে গেছে
আপনাদের সাথে সাক্ষাতের পরে।
সব সময় ভালো থাকবেন।

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

নীল আকাশ বলেছেন: আপ্নার সাথে পরিচয় হওয়াটা ছিল গতকালকে আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা।
আল্লাহ আপনাকে যেন আরও অনেক হায়াত দান করেন যেন আপনি আমাদের মাঝে আর বেশিদিন
থাকতে পারেন। আপ্নি আমাদের ব্লগের ঐতিহ্য।
১৩ নাম্বার মন্তব্যের ছবিতে আমি কিন্তু আপ্নার পাশেই দাড়িয়ে আছি।
শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতো আমার অনুভূতি একই রকম।
খুব্ ভালো লেগেছে প্রিয় অথচ অচেনা স্বজনতের
সান্নিধ্যে আসতে পারার জন্য।
খুব ভালো থাকবেন সুহৃদ।

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

আরজু পনি বলেছেন: বাহ্ গাজী সাহেব না থেকেও মন জয় করে নিয়েছেন! আর আমরা পাশে থেকেও জায়গা পেলাম না! আফসোস!

তবে কবিতা সুন্দর হয়েছে!

শুভকামনা রইলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে থাকে মনে
তাকে চিনাতে হয়না জনে জনে।

গাজীসাব বেচারা এই অনুষ্ঠানে না আসতে পেরে
বিদেশ বিভূয়ে একা দহন জালায় জ্বলছে বলে
তার জন্য এাই সহানুভূতির প্রকাশ!
আপনিতো সর্বদা আমার সাথেই
ছিলেন তাই মিস করিনাই এক পলকও।
ভালো থাকব্নে আপু। অনেক খুশি হয়েছি
আপনেকে দেখতে পেয়ে।

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: পাঞ্জাবীতে আপনাকে খুব সুন্দর মানিয়েছে।
ভালো থাকুন। সুস্থ থাকুন এই দোয়া করি।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখের নজর কম হলে আর
কাজল দিয়ে কি হবে।
রূপ যদি না থাকে সখী
গরব কেন তবে।।

মন যদি না মানিক হলো।
কন্ঠে দিয়ে মনিহার
চোখ ভোলানো যায় গো শুধু
মন ভোলানো যায় আর

নকল সোনা হৃদয়েতে
আগুন দিলে কি রবে।
কাজল দিয়ে কি হবে।

পাঞ্জাবীতে আমাকে খুব মানিয়েছে
এটা পাঞ্জাবীর কৃতিত্ব, আমার না।

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

তারেক_মাহমুদ বলেছেন: গাজী সাব না উপস্থিত না থেকেও আপনার কবিতায় আছেন। অল্প সময়ে সুন্দর একটি পদ্য লিখে ফেলার জন্য আন্তরিক ভালবাসা প্রিয় নুরু ভাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আমার কবিতায় আছেন
আর আপনারা আছেন আমার হৃদয়ে!
আশা করি আমৃত্যু এই ভালোবাসার
বন্ধন ছিন্ন হবে না। ভালো থাকবেন
তারেক মাহমুদ ভাই।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

নয়ন বিন বাহার বলেছেন: আমার আপসোস রয়ে গেল নূরু দা। :(

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি আফসোস,
কিসের জন্য আফসোস।
আফসোস থাকা ভালো।া
একবার জয় করা হয়ে গেলে
তার প্রতি আর আগ্রহ থাকেনা্
আমি আপনার আগ্রহে উজান
দেখতে চাই, ভাটা নয়।

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে আপনার সাথে পরিচিত হতে পারিনি ।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরাতো জনম জনমের পরিচিত।
চর্ম চোখে হয়তো দেখা হয়বি তবে
মনের চোখে আপনি আছেন সর্বদা।
লিটন ভাই কোন এক সুভক্ষনে আবার
আমাদের দেখা হবে ইনসাআল্লাহ।

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ছবি দেখে, গলা হেঁকে
আনন্দেতে হাসি।
ছন্দে মিলে খোলা দিলে,
শুভেচ্ছা রাশি রাশি।




২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু ছবিটাই দেখলেন মনটাকে না,
কি করে বোঝাই আমি তো পর না।
জানা শোন কথা বলা হয়েছে অনেক
হৃদেযের ন্পন্দন কিছুটা শোনেক।

৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: জম্পেস লাগলো আপনার কবিতা নূরুভাই।
শুভকামনা জানবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য দাদা
আশা রাখি আগামীতে আপনার সাথে আমাদের
দেখা হবে। ভালো থাকবেন দাদা।

৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আকাশের যত তারা
ব্লগারে আসর তেমনি ভরা
কারে ধরি কারে ছাড়ি
চলছে খুশি হুল্লরি।।

শেষ বেলাতে আপনারে
পেলাম বিদায় ক্ষনে
জড়িয়ে ধরে বুকের মাঝে
আফসোস বুকে চিনচিনে।।

দুবার মিলিয়েও হাত
বুঝিনি আপনি সেই নুরু
নিত্য ইতিহাসের কথায়
ব্লগে যিনি গুরু।।

বেটার লেট দেন নেভার
সেই খুশিতে মন জারেজার
বাকী পথে কত কথা
ফুরায়না যেন আবেগ হেথা।

থাকুক স্মৃতি অমলিন
ভালবাসা চিরদিন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভৃগু দাদাম আফসোস পিছু ছাড়েনা
কেন আগে আমাদের পরিচয়টা হলো না।
কয়েকজন সুহৃদের নাম লিষ্টে ছিলো লেখা
যাদের সাথে আমার করতে হবে দেখা।

সেই যখন হলো দেখা বুক মিলালাম ভাই
ইহ জনমে যেন কভু ছাড়া ছাড়ি না হ্ই।
নতুন বছর ভালো কাটুক এমন দোয়া চাই।
শিঘ্রই আবার আপনার দেখা যেন পাই।

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)
রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু মিস হয়ে গেল :(

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিরোনাম হীনের কবিকে
শুভেচ্ছা জানাই।
আগামী অনুষ্ঠানে আপনার
উপস্থিতি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.