![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
-ঃ জানতে চাই, বিচার চাই ঃ-
নূর মোহাম্মদ নূরু
ধর্ষণ কেন বাড়ছে দেশে কেনই বা তার বিচার নাই?
বোনেরা কেন ভয়ে থাকে কোথায় তারা নিবে ঠাই?
বাড়ি, গাড়ি বাস ট্রেনে ধর্ষিতা হয় আমার বোন,
তোমরা শুধু মোম জালিয়ে কর কি দ্বায়িত্ব পালন ?
প্রশ্ন আমার আরো আছে শুনতে কি চাও, সাহস আছে?
তোমার বোনের এমন হলে তুমি কি চাও থাকতে বেঁচে?
মানুষ নামের কুকুর গুলো ছিড়ে খেলে তোমার বোন,
বুঝতে তখন কেমন জ্বলে তোমার ওই পাষাণ মন।
হায়নারা সব হোলি খেলে খুবলে খেয়ে বোন আমার
প্রতিদিনই ঘটে যাচ্ছে কেউ নাই কি থামাবার?
এমন করে আর কতদিন ঝড়ে যাবে তনুরা?
ক্রর হাসি হাসতে হাসতে ধর্ষণ করবে খুনিরা।
সময় এখন রুখে দেবার আর যাবেনা দেয়া ছাড়,
কোন ভাবেই ধর্ষকেরা পথ যেন না পায় পালাবার।
শক্ত হাতে রুখতে হবে নর পিশাচ এই দানবে
আর যেন না বধতে পারে ফুলের মতো মানবে।
মোমবাতি আর ব্যানার ফেস্টুন সবই দূর্বল হাতিয়ার
রুখে দাঁড়ও শক্ত হাতে নিশ্চিত কর অধিকার।
ধর্ষকের নোংরা হাসি দেখতে চাইনা পূনর্বার
এদেশ হবে মানবতার নয় তো কোন হায়েনার।
কাঁদবোনা আর বোনের শোকে এবার নিবো প্রতিশোধ,
বাধা এলে সবাই মিলে করবো তাদের প্রতিরোধ
সোনার বাংলায় সোনার মানুষ নিরাপদে থাকতে
মুজিব বর্ষে অঙ্গিকার হোক হায়েনাদের রুখতে।
উৎসর্গঃ কুর্মিটোলায় সেনা ছাউনির কাছে ধর্ষিতা ঢাবির শিক্ষার্থীকে
রচনা কালঃ ঢাকা, ৭ জানুয়ারি ২০২০ ইং মঙ্গলবার।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারনা সবাই সবার ক্ষেত্রে কম বেশী প্রতিভাবান।
রাস্তার টোকাই থেকে দেশের সর্বোচ্চ পদে যারা আছেন
সবারই কম বেশি কোন না কোন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর
রেখেছেন। আপনিও যথেষ্ঠ প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন
প্রতিদিন।
২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মোমবাতি আর ব্যানার ফেস্টুন সবই দূর্বল হাতিয়ার
রুখে দাঁড়ও শক্ত হাতে নিশ্চিত কর অধিকার।
ধর্ষকের নোংরা হাসি দেখতে চাইনা পূনর্বার
এদেশ হবে মানবতার নয় তো কোন হায়েনার।
কাঁদবোনা আর বোনের শোকে এবার নিবো প্রতিশোধ,
বাধা এলে সবাই মিলে করবো তাদের প্রতিরোধ
সোনার বাংলায় সোনার মানুষ নিরাপদে থাকতে
মুজিব বর্ষে অঙ্গিকার হোক হায়েনাদের রুখতে।
---
অদ্ভুদ অন্ধকারে ডুবছে স্ব-দেশ
নির্বিকার নির্লিপ্ততায় বাড়ছে পাপ!
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ভৃগু'দাদা
আপনার মন্তব্যে
অনুপ্রানিত হলাম।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
কুর্মিটোলার ঘটনায়, ছেলেটা এই মেয়ের পরিচিত কেহ বলে মনে হচ্ছে
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার তা কিন্তু মনে হয়না।
তবে অপ্রতিরোধ্য, দাম্ভিক ও
অনেক শক্তিশালী ছিলো বলে
শুনেছি।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩
নার্গিস জামান বলেছেন: হায়রনারা ধ্বংস হোক
সুন্দর লিখেছেন
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ব্লগে স্বাগতম।
ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য।
৫| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
আরোগ্য বলেছেন: ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন না দেখে নিরাপদ বাংলাদেশ গড়ার ঊদ্যোগ নেয়া হোক।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আরোগ্য ভাই
চারিদিক থেকে কুইনান,
এন্টিবায়োটিক গিলানো
হচ্ছে। আশা করি শিঘ্রই
সুস্থ্য হয়ে যাবে বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: আপনি একজন প্রতিভাবান মানুষ।