![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আমাদের চাঁদগাজী (রম্য ছড়া)
নূর মোহাম্মদ নুরু
আমাদের চাঁদগাজী খুবই এক ত্যাড়া মাল
বুঝুক আর না বুঝুক উলুবনে মারে ফাল।
কাউকে সে ঝাড়ি মারে কাউকে ফুটায় হুল,
ভজঘট বাধিয়ে দিয়ে ব্লগ করে ভন্ডুল।
গাজীসাব হুট হাট ধরে বসে নামতা
প্রশ্ন শুনে কেউ কারে আমতা আমতা।
দাড়ি কমা ঠিক নাই বানানেতে আছে ভুল
ভুলের জোয়ারেতে ভেসে যায় দুই কুল।
ইদানিং তাকে নিয়ে ব্লগেতে লেখা হয়.
চারিদিকে গাজী গাজী গুঞ্জন শোনা যায়।
ভাব তার বেড়ে গেছে বুঝি তার লেখাতে,
তাইতো সে আসে আজ ব্যকরণ শেখাতে।
কেউ তাকে তাল দেয় দুধ কিন্ত দেয়না,
তোষামদী চাটুকারী কে বলে সে চায়না।
কেউ তারে ভয় পায় কেউ করে মান্য
আমি তারে ডরাইনা হোক যত বন্য।
শত অভিযোগ নিয়ে ব্লগেতে গাজীসাব
টিকে আছে বহু কাল করে শত কলরব।
সব কিছু সয়ে যায় এটা তার বড় গুন,
রাগেনা সে কভু যদি পান থেকে খসে চুন।
আমি তাকে ভালোবাসি কথা বড় সত্য
অসুখেতে আমি দিব যত লাগে পথ্য।
আসো মিলি সাম্যে নহে কভু দ্বন্দ্বে,
পৃথিবীটা ভরে আছে ভালো আর মন্দে।
প্রকাশ কালঃ ঢাকা, ১১ জানুয়ারি টি-২০ইং
উৎসর্গঃ সবজান্তা চাঁদগাজী
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব ,
ব্লগে ইদানিং শৈত্যপ্রবাহ বয়ে চলছে
কেমন যেন চাদড়ে মুড়ি দিয়ে আছে ব্লগ
তাই একটু উষ্ণতা দেওয়ার জন্য আমার এ
প্রচেষ্টা। আশা করি ভুলবুঝবেন না। কেউ
ভাসাতে চাইলেও আমি আপনাকে ডুবতে দিবোনা।
শাতায়ূ হোন জীবনে ও ব্লগে।
২| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬
শাহিন-৯৯ বলেছেন:
চারিদিকে আজ চাঁদগাজী রব! অবশেষে শ্রদ্ধেয় নুরু ভাইও চাঁদগাজী বন্ধনায় সামিল!!
তবে ছন্দ দারুণ ফুটেছে একদম খৈ ফুটার মত।
ছন্দ কবিতায়, +++
লিখতে থাকুন, সাথে আছি
শুভকামনা।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব হলো ঝুনা নারকেল
উপরে কাঠখোট্টা হলেও ভিতরে কোমল।
৩| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী আপন আলোয় প্রতীয়মান।
তাকে কেউ ডুবাতে পারবে না। হারাতেও পারবে না।
উনি কারো কাঁধে হাত রাখেন নি। নিজের শক্তিতেই এগিয়ে যাচ্ছেন।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতো সাগরেদ যার
তার আবার কিসের ভয়।
শত ঝড় ঝঞ্ছায়ও
সে নিরাপদে রয়ে যায়।
৪| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬
রাশিয়া বলেছেন: আগেকার দিনে চাঁদগাজী বলতে একটা লাল ট্রাক্টর বুঝাত। এখনকার চাঁদগাজী বলতে আসলে কি বুঝায়?
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনি মাঝে মাঝে তার ভোল পাল্টায়
কখোনা ট্রাকটর, কখনো পেঁচা,
কখোনে গাধার পিঠে সওয়ার হযে
কখোনা বা ফিডার হাতে। এতে
বিভ্রান্ত হবার কিছু নাই। নতুন খোলশ
হলেও ভিতরে মাল একই।
৫| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: চাঁদগাজী ভাইয়ের লেখা গুলো অন্যদের চেয়ে ভিন্ন, আক্রমণাত্নক, সত্যটাই সরাসরি বলে দেন। সত্য কথা সব সময় তিতা হয়। অন্য আরো ভাল ভাল ব্লগারদের লিখা ও অনেক ভাল লাগে,ওনাদের লিখা প্রতিদিন পাচ্ছি, পড়ছি একেক জনের স্টাইল একেক রকমের। চাঁদগাজী ভাইয়ের লিখা গুলো ডং টং দিয়ে রস কস দিয়ে পোস্ট করে থাকেন। কঠোর ভাষার কথা গুলো পড়ার সময় হাঁসতে হয়, একটু আলাদা রকমের মজা তৈরি হয়।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মোঃ ইকবাল ২৭ আপনার মন্তব্যের জন্য।
চাঁদগাজী সামু ব্লগের একজন নন্দিত, নিন্দিত ব্লগার।
কারো কাছে তিনি বুজর্গ, কারো কাছে রাগী হেডমাস্টার।
তবে ব্লগারদের মাঝে কারো কারো কাছে তিনি গ্রহনীয় আবার
কেউ কেই তাকে অপাংক্তেও ভাবেন। কেউই সমালোচনা শুনতে
অভ্যস্ত নন। মাদার তেরেসা বলেছেনঃ তুমি যাকে ভালোবাসো তার
সমালোচনা করোনা। কিন্তু গাঁজীসাব বেশীই সমালোচনা করেন
অযাচিত ভাবে। তাই এত শোরগোল। তবে আমারা সবাই ব্লগার,
মিলে মিশে থাকতে চাই একে অপরের সুখে দুঃখে।
৬| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
ইব্রাহীম আই কে বলেছেন: "আমাদের চাঁদগাজী খুবই এক ত্যাড়া মাল"
আপনার বাসায় কি বাপ ভাই নাই? পুরুষকে মাল বলেন কেন?
~ছন্দে ছন্দে চাঁদগাজী। অনেক অনেক ভালোবাসা আপনাদের দু'জনের জন্যই।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আইকে গাঁজীসাবের জন্য
দরদ প্রকাশ করার জন্য। তবে আপনাকে
নিতান্তই মোখলেস বলা যায়। পৃথিবীতে
কত প্রকার মাল আছে তার হিসাবই আপনার
জানা নাই। টাকাকেও যে মাল বলে তাকি জানেন।
ছোট বেলায় আপনার মগজে ঢুকানো হয়েছে একমাত্র
মেয়েরাই মাল !! তাই পুরুষ বলে তাকে মাল বলা যাবেনা !!
গনিমতের মাল, বাইতুল মাল আরো অনেক মাল আছে যার
ব্বিরণ দেয়া এখানে সমীচিন হবে না।
যা হোক আমাদের দুজনার জন্য ভালোবাসা প্রকাশের জন্য
আপনাকে ধন্যবাদ।
৭| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
নুরহোসেন নুর বলেছেন: চাঁদগাজী ছাড়া ব্লগ শুকনো পাতার মত,
উনি ফিরলেই ব্লগে বসন্ত আসে।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাছি যেমন খোঁচা মেরে বের করে রস
তেমনি আমি খোঁচা মেরে গাজীকে করি বস।
৮| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১
ঢাবিয়ান বলেছেন: বন্ধুত্ব পাতানোর দরকার নাই। আপনাদেরটক মিষ্টি ঝগড়া ব্লগের পানসে ভাব দূর করে
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আামিওতো তাই বলি
উল্টা পথে আমরা চলি।
এতে ব্লগ গরম হয়
শীতের দিনে মন্দ নয়।
৯| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২
তারেক ফাহিম বলেছেন: গাজী ভাই ফিরে আসুক।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আছেতো
যায় নাই হারিয়ে।
আমি শুধু একটু
দিলাম নাড়িয়ে।
১০| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
নয়ন বিন বাহার বলেছেন: যুগ যুগ জিইয়ো গাজী সাব।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শতায়ু হোক গাজীসাব
সবার সাথে হবে ভাব।
কিনে দিবো কচি ডাব
আরো আছে দেশী গাব।
১১| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৭
ইব্রাহীম আই কে বলেছেন: আমি সে অর্থে বলিনি
মাল শব্দটা বৈচিত্র্যময়। অনেক পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশের জন্য ও এটা ব্যবহৃত হয়। মেয়ে ছেলে বলে কথা নয়, ব্যক্তির বৈশিষ্ট্যের সাথে এটা যায়। কিন্তু আম মানুষের উক্তিটা রিপিট করলাম, ব্যাঙ্গাত্মক অর্থে । ইমোজি দিয়েছিলাম, বুঝাতে না পারার জন্য দুঃখিত।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও সে অর্থে ভাবি নাই।
আপনি মজা করেছেন, আমিও
কাটা কাটি !! তবে বাপ ভাই তুলে কথা !! একটু তো.........(!)
১২| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩৫
আকতার আর হোসাইন বলেছেন: আসো মিলি সাম্যে নহে কভু দ্বন্দ্বে,
পৃথিবীটা ভরে আছে ভালো আর মন্দে
বাহ, চমৎকার
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আকতার ভাই
আপনার মন্তব্যে প্রীত হলাম।
সাথে থাকার জন্য ধন্যবাদঅ
১৩| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১
নূর আলম হিরণ বলেছেন: ব্লগে ঢুকে আলোচিত পাতায় উনার লেখা খুঁজি। সমসাময়িক বিষয়কে উনি চমৎকার ভাবে বিশ্লেষণ করেন।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি হিরণ ভাই
তার লেখায় সমসাময়িক
বিষয়গুলো উঠে আসে চমৎকার ভাবে।
আপনাকে ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য।
১৪| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
তিনি মাঝে মাঝে তার ভোল পাল্টায়
কখোনা ট্রাকটর, কখনো পেঁচা,
কখোনে গাধার পিঠে সওয়ার হযে
কখোনা বা ফিডার হাতে। এতে
বিভ্রান্ত হবার কিছু নাই। নতুন খোলশ
হলেও ভিতরে মাল একই।
.............................................................
কবিতার পাশে দারুন সব গবেষনা , হা হা হা
লিলি পুটিয়ান ভাবনা আর ডেডো পাখির ডিম্ব
কোনটাই উনাকে প্রভাবিত করতে পারবে না ।
..............................................................
তবে কবিতা অত্যন্ত আকর্ষনীয়, তাই +++
তাই ধেয়ে আসা শঙ্খচিল ভালবাসা থাকল .... .. ...
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল ।
ব্লগ কোন ওয়াজ মাহফিল না তাই
একে গুরুগম্ভীর না করে মাঝে মাঝে
একটু হাসি তামাসা করাই যায় তাইনা।
তবে রম্যকে রম্য হিসেবেই বিবেচনা
করা উচিৎ, সিরিয়াসলি না নেবার
আহ্বান থাকলো।
১৫| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮
কূকরা বলেছেন: পাঁদগাজী তো দেখি সামু ব্লগের প্রফেশনাল জোকার হইয়া গেছে। খ্যাঁক খ্যাঁক।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকরা আপনাকে ধন্যবাদ আর
স্বাগতম আমার ব্লগে।
চাঁদগাজী ব্লগে কয়েক
জনের কাছে অতি
শ্রদ্ধেয়। তিনি
উচ্চ মার্গের
লেখা
লেখেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
অন্যেরা আমাকে ডুবাতে চাইলে, আমি ভেসে থাকার চেষ্টা করি; আপনি ডুবাতে চাইলে সমস্যা হয়ে যাবে আমার জন্য।