নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ভোটরঙ্গ (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
বলছে কেউ যেমন করেই ভোটে জেতা চাই,
ভুলে গেছে তারা বুঝি আগের দিন আর নাই।
জেতাটা কী এতই সোজা ভোটা-ভুটির খেলায়,
পিছন কথা স্মরণ করো যা খুয়েছো হেলায়।
মানুষ এখন সবই বোঝে কে আসল কে নকল,
সুজন সে যে পাশে থাকে সয়ে সকল ধকল
লম্বা কথা বলে ভোটে জেতা যাবেনা,
মিষ্টি কথা জনগণ আর কানে নিবেনা।
যদি থাকে জন-সেবার কিছু তোমার ঝোলায়,
তরে যেতে পারো তবে ভোটের রঙ্গ মেলায়।
তা না হলে বড় কথা মুখেই থেকে যাবে,
ভোটের হাটে দাম না পেয়ে জামানত খোয়াবে।
বড়াই করা ভালো নয় শোন পূণ্যবান,
ভালো করো তবেই তোমায় চাইবে জনগণ।
এক মাঘে শীত যাবেনা মনে রেখ সদা,
নীতিকথা শুনে তুমি রাগ করোনা দাদা।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভোট আমার অধিকার
ছাড় দেবো কেন?
আদায় করে নিব আমি
সত্য বলে মানো।
২| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
কোন দলে সঠিক প্রার্থী নেই, দলগুলো গার্বেজ সংগ্রহ করে রেখেছে।
২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকাও একটা বদ
প্রেসিডেন্ট পেয়েছে। গার্বেজ !!
আমরা সুষ্ঠ নির্বাচন চাই।
যেই আসুক জনগনের
প্রত্যাশিত জন হলেই
আমরা খুশি।
৩| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনি লিখেছেন, "আমেরিকাও একটা বদ প্রেসিডেন্ট পেয়েছে। গার্বেজ !! "
-আমেরিকার বাহিরে ট্রাম্পের জনপ্রিয়তা কম, ভেতরে জনপ্রিয়তা বাড়ছে, মনে হয়।
২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশের মানুষ তার বিরোধীতা করেনা
কারণ জলে বাস করে কুমিরের সাথে
লাগতে যাওয়া আত্মঘাতী হয।
তার জনপ্রিয়তা বাড়ে ভয়ের
কারণে শ্রদ্ধাবোধ থেকে নয়।
সত্য হচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছেই।
ট্রাম্পের গ্রহণযোগ্যতা কমতে কমতে ৩৭
শতাংশে পৌঁছেছে। যদিও গার্বেজটা বলে
"কাউকে গুলি করলেও নাকি তার জনপ্রিয়তা কমবে না"।
৪| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো ভোটরঙ্গ (ছড়া) ।
ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ইসিয়াক ভাই
মন্তব্য প্রদানের জন্য।
শুভেচ্ছা জানবেন।
৫| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
এম ডি মুসা বলেছেন: ভোটের রম্য ভালো লাগল
২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মুসা ভাই
ভোটের রঙ্গ ভালো
লাগার জন্য।
৬| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২
একাল-সেকাল বলেছেন:
কাগুজে ভোটের বাক্স বড়,
বহন ভারী কষ্ট,
ইভিএমের বোতাম চাপতে
হয়না সময় নষ্ট।
রাত জেগে আর সিল মারা নাই,
কি আনন্দ মজা রে ভাই,
ভুদাই ভোটার লাইনে দাঁড়ায়,
গরু যেমন হাটে খাঁড়ায়।
বোতাম তলে ভুত ভরে দেই,
লাগাম তাহার পাশ করে যেই।
২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কা্ব্যে মন্তব্য করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ একাল সেকাল।
শুভেচ্ছা জানবেন।
৭| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০০
নেওয়াজ আলি বলেছেন: নতুন নির্বাচনী ধারা এই কমিশন ইতিমধ্যেই চালু করেছে। রাতে ভোট । দিনে নমুনা করা।
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিন রাত সমানরে ভাই
নিয়ন বাতি জ্বলে।
নতুন ধারায় এগিয়ে যাও
পুরান পিছে ফেলে ।।
৮| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৪
অখ্যাত নবাব বলেছেন: ইস!
আমার দাদার আইডি কার্ড টা হারায় ফেলছি!
নইলে তো ওনিও নির্বাচনে এসে ভোট দিয়ে যেতে পারবো।
অন্য সবার দাদারা নিয়মিত এসে ভোট দিয়ে যাচ্ছে
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আফসোস করার কারন নাই
দাদার ভোটও হবে।
সঠিক করে বলেন দেখি
দাদি মরছে কবে?
৯| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, গদা কিনেছেন নাকি?
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গদার যুগ আছে নাকি
পাগল? কি যে বলে।
ছিল ছা্প্পরের যুগ শেষ
ভোট দিব কলে !!!
১০| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আমি ভোট দিতে যাবো না।
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাবছি ওই দিন শ্বশুর বাড়ি যাব
অনেক দিন যাওয়া হয়না।
১১| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন মাঘে শীত হয় না; শেয়ালের দাঁতও কাঁপে না।
রম্য মজার হইছে নুরু ভাই।
২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঘের শীতে বাঘে পালায়
শিয়াল কাপে ডরে,
মানুষগুলো জুবুথুবু
কে যে কখন মরে !!!
আপনাকে ধন্যবাদ দাদা
সাথে থাকার জন্য।
১২| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১২
তারেক_মাহমুদ বলেছেন: মাইকের শব্দে এখন কান পাতা দায়, একটু পর পরই মিছিল, একটা সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন হোক সেটাই প্রত্যাশা।
১৩| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ভাবছি ওই দিন শ্বশুর বাড়ি যাব
অনেক দিন যাওয়া হয়না।
আসলেই আমি অনেকদিন ওদিকে যাই না।
১৪| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: নির্বাচিত হওয়ার পর বিজয়ীরা ভুলে যায় সামনে আরও নির্বাচন আসবে। ওদের কি লজ্জাও করে না ঠিকমতো কাজ না করলে পরের বার আবার কীভাবে ভোট চাইবে।
১৫| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৬
নজসু বলেছেন:
দারুণ।
১৬| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
হাবিব বলেছেন: গতকাল দেখলাম মাইকে বলছে, লাশ মার্কা, লাশ মার্কা......... ভালো করে কাছে গিয়ে দেখি গ্লাস মার্কা
১৭| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০
রুমী ইয়াসমীন বলেছেন: জনগণ সুষ্ঠুভাবে সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোটটা দান করতে পারুক এটাই প্রত্যাশা করি।
ছড়া অনেক ভালো লেগে শ্রদ্ধেয় ভাইয়া। সত্য ও ন্যায়নীতির কথার জয়ধ্বনি হোক!
১৮| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২
অক্পটে বলেছেন: এই ডিজিটাল রিজিমে 'জনগণ' এর কি ভোট দেয়ার কোন জো আছে। জনগণ এখন আর কোন অর্থবোধন শব্দ নয়। আমরা জনগণেই ইচ্ছেয় আর কিছুই হয় না। সংবিধানের যাদুঘরে জনগণ শুধুই একটা রক্ষিত শব্দ এখন। কোন এক সময়ে জনগণ সকল ক্ষমতার উৎস ছিল, ওসব পুরনো দিনের কথা। এখন ভোট হয় রাতে। জনগণের কষ্ট লাঘবের একটা বিষয়ই বটে এই রাতের ভোট।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: আপনি কি ভোট দিবেন?