নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

দম্ভ করা ভালোনাঃ আল্লাহর চাদর নিয়ে টানাটানির পরিণতি কঠোর শাস্তি

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪


হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা বলেন, ‘ইজ্জত-সম্মান হচ্ছে আমারই পোশাক এবং গর্ব-অহঙ্কার হচ্ছে আমারই চাদর। তাই যে ব্যক্তি এ দুয়ের কোনোটি নিয়ে টানাটানি করবে, তাকে আমি কঠোর শাস্তি দেবো।’ (সহিহ মুসলিম)।
মানুষ যখন দম্ভ দেখায় তখন তা আল্লাহর চরম বিরক্তি ও রাগের কারণ হয়। এতটাই রাগ যে, আল্লাহর এসব লোকদের প্রতি তাকাতে বা কথা বলতেও রুচি হবে না। এমনই হবে আল্লাহর মেজাজ, যা দাম্ভিক-অহঙ্কারীর মর্মন্তুদ বিপদ ডেকে আনবে। রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেনঃ আহংকারীদের পিপীলিকার সমান অবয়বে কিয়ামতের দিন উঠানো হবে কিন্তু তাদের আকৃতি হবে মানুষের। অতপর তিনি বলেন, চতুর্দিক থেকে লাঞ্ছনা-গঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে। তিনি আরও বলেন, তাদেরকে জাহান্নামের কারাগারের দিকে এভাবে হাঁটিয়ে নেয়া হবে। এ কারাগারের নাম ‘বেলিস’। তাদের উপর আগুন প্রজ্বলনকারী আগুন চড়িয়ে দেয়া হবে এবং তাদেরকে ‘তীনাতুল খাবাল’ অর্থাৎ জাহান্নামীদের শরীর নিঃসৃত পানীয় পান করানো হবে। (মিশকাত)

১। সময় ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি। তৎকালিন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে এক ব্যতিক্রমী হুমকি দিয়ে বলেছিলেন, "সরকারকে ল্যাংড়া লুলা বানিয়ে ছেড়ে দেব"। দেখি তারা খুঁড়িয়ে কত দূর যেতে পারে।’ চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ তার সেই দম্ভ কোথায়? তার পরিণতি আমরা অবলোকন করছি।

২। ২০১৩ সালের ২৯ ডিসেম্বরঃ গোপাল গঞ্জের নাম মুছে দেবার হুমকি খালেদার। তৎকালিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, "গোপালগঞ্জ বলে কিছু থাকবে না"। পুলিশি বাধায় ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যেতে না পেরে পুলিশ সদস্যদের উদ্দেশে এ হুমকি দেন তিনি। গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। পুলিশের উদ্দেশে তিনি বলেন, বাড়ি কোথায়, গোপালগঞ্জ জেলায়? গোপালগঞ্জের নাম পাল্টে দেবো। গোপালগঞ্জ বলে কিছু থাকবে না। এ সময় এক নারী পুলিশ কর্মকর্তাকেও ওই মহিলা কোথায় বলে কটূক্তি করেন খালেদা। তিনি বলেন, এতোক্ষণ কথা বলছিল, ওই মহিলা কোথায়? দেশ কোথায়? গোপালি? এতোক্ষণ তো অনেক কথা বলেছেন। মুখটা বন্ধ কেন এখন? গোপালগঞ্জের জেলার নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না।

আমরা যেন ইচ্ছাকৃতভাবে এমনকি নিজেদের অজান্তে ভুল করেও আল্লাহর চাদর নিয়ে টানাটানি না করি। এ হাদিসে সুস্পষ্ট যে, তিল পরিমাণ অহঙ্কারী হওয়ারও অনুমতি বা অধিকার আল্লাহ কোনো বান্দাকে দেননি। অথচ আমরা কত প্রকারের কত পরিমাণ অহঙ্কারে যে জড়িয়ে যাই, তা ভেবেও দেখি না। একটু-আধটু সম্মান ও সম্পদের কারণে তো বটেই, এমনকি আল্লাহর ইবাদত, ইলম, আমল নিয়েও অহঙ্কার করি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক কিছু সুন্নতের ওপর আমল করেও আমরা কম-বেশি অহঙ্কারী হয়ে পড়ি। নিজেকে খুব আমলদার, পরহেজগার এবং সুন্নত পালনকারী ভেবে মনে মনে অন্যের ওপর শ্রেষ্ঠত্ববোধ করি। সেই আমিত্বের ভাব ও আচরণ নিয়ে সমাজে চলি। অথচ এই দম্ভ ও অহঙ্কারের ভাবটুকুই আমাদের যতটুকু ইলম, আমল বা সুন্নতের অন্তত বাহ্যিক পাবন্দি ছিল, সেগুলোকেও বেকার ও বরবাদ করে দেয় প্রতিনিয়ত।
হযরত সালামা ইবনে আকওয়া রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মানুষ যখন নিজেকে নিয়েই কেবল ব্যস্ত থাকে, তখন একপর্যায়ে তাকে দাম্ভিকের কাতারে লিপিবদ্ধ করে দেয়া হয়। তারপর দাম্ভিকের প্রাপ্ত সাজা-শাস্তি সেও পেয়ে থাকে।’ (সুনানে তিরমিজি)।
আল্লাহ আমাদের হেফাজত করুন।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুবাহানাল্লাহ।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাজ্জাদ ভাই সুবাহানআল্লাহ কখন পড়বেন ।
সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান। আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন সুবহানাল্লাহ! আগুনে পুরো ঘর পুরে গেলেও ঘরের মানুষ যথাসময়ে বের হতে পেরেছেন ও অক্ষত আছেন।
ভালো থাকুন

২| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: 'নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা,
সকাল বেলা আমির যেজন ফকির সন্ধ্যেবেলা, এই তো নদীর খেলা'।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা।
এই ভাঙ্গা গড়ার খেলায় কত জন কত কিছু হারিয়েছেন
তার ইয়াত্তা নাই। কেউ রাজ্যপাট, কেউ ধনসম্পদ
আবার কেউ মান সম্মান। এ খেলা চলবে
চলছে প্রতি নিয়ত। কিন্তু আমাদের
হুশ নাই বেহুশ হয়ে আছি আমরা
দাম্ভিকতার কারনে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


উনার স্বামী বাংলাদেশ মিলিটারীকে পাকী মিলিটারীর ভুমিকায় নিয়ে গিয়েছেন, এটা ছিলো আগুন নিয়ে খেলো; উনি উহা বুঝার মতো অবস্হানে ছিলেন না; উনি কেক খেয়ে আগুন লাগায়েছেন।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহতায়ালার কাছে আমাদের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে।
কেননা আমাদের প্রতিটি কর্ম আল্লাহপাকের কাছে লিপিবদ্ধ অবস্থায়
সংরক্ষিত থাকে। পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন, ‘
আকাশসমূহ ও পৃথিবীতে যা আছে সবই আল্লাহর।
আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা
প্রকাশ করো বা তা গোপন করো আল্লাহ
তোমাদের কাছ থেকে এর হিসাব নেবেন।
অতএব তিনি যাকে চাইবেন ক্ষমা করবেন
এবং যাকে চাইবেন আজাব দেবেন। আর
আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান’ (সুরা বাকারা, আয়াত : ২৮৪)।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫১

নুরহোসেন নুর বলেছেন: বেগম জিয়ার উওম ফায়সালা প্রভু করে দিয়েছেন,
উনি যথাযোগ্য মর্যাদা পেয়েছেন।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পবিত্র কোরআনে যথার্থই বলা হয়েছে,
‘যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের
জন্যই তা করে এবং কেউ মন্দকর্ম
করলে তার প্রতিফল সে-ই ভোগ করবে।
তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি
কোনো জুলুম করেন না’ (সুরা হা-মিম সিজদা, আয়াত : ৪৬)।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:২৫

নিভৃতা বলেছেন: অহংকারীর পতন অনিবার্য

৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৭

শাহিন বিন রফিক বলেছেন:


আমি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দিব না, ভোটের অধিকার কেড়ে নিতে দিব না- শেখ হাসিনা।

এখন রাতে ভোট হয় এ দেশে সেই মহান বানী প্রচারকের শাসন আমলে।

এই বিষয়ে আল-কোরআন আর সহীহ হাদিসে কি কোন ব্যাখা আছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজকে দেখলাম দিনে ভোট হচ্ছে !
ভোটের কল্যানে একদিন ছুটিও পেলাম!
তা হলে কি করে বলি রাতে ভোট হয়?

৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: খালেদা জিয়ার জন্য আমার মায়া হয়। এই বুড়ো বয়সে এসে সীমাহীন কষ্ট ভোগ করছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা কি তার পাপের ফল ভোগ
নাকি পাপ মোচন হচ্ছে ?

৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সারা জীবন যেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি লেখা থাকে নসিবে
হা হলে আপনা আপনি আসিবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.