নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
(হেনার স্মরণে)
নূর মোহাম্মদ নূরু
হে বন্ধু, প্রিয় ভগ্নি তোমার অকাল প্রস্থান
তোমার এই চলে যাওয়া
লজ্জা দুঃখ কষ্ট ও ক্ষোভ আমার ।
আমি লজ্জা পাই তোমার চলে যাওয়ায়
তোমার ধর্যণকারী নরপিশাচরা এখনও
ভোগ করছে পৃথিবীর আলো বাতাস।
দুঃখ তোমাকে আর ফিরে না পাবার বেদনায়
নীরবে অভিমানে তোমার চলে যাওয়ার
অব্যক্ত কষ্ট আমাকে প্রতি নিয়ত বিদ্রুপ করে।
হিংস্র নর পিশাচেরা দন্ত বিকশিত করে
হাসে ক্রুর হাসি, ক্ষোভে মুষ্টিবদ্ধ হাত ছুড়ি অদৃশ্যে
আর অভিসম্পাত করি হায়েনাদের।
উল্লেখ্যঃ ২০১১ সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে ফতোয়াবাজদের দোররার আঘাতে কিশোরী হেনা আক্তারের মৃত্যুর ঘটনা সারাদেশে আলোচনার সৃষ্টি করে। চাচাতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে চামটা ইউনিয়ন পরিষদের তৎকালীন সদস্য ও স্থানীয় দুই মসজিদের ইমাম ১৪ বছর বয়সী এ কিশোরীকে ১০০ দোররা মারার রায় দেন। ২০১১ সালের ২৪ জানুয়ারি এক সালিশ বৈঠকে মাতবররা এ রায় ঘোষণা ও বাস্তবায়ন করেন। দোররার আঘাতে মেয়েটি অসুস্থ হলে তার বাবা তাকে হাসপাতালে ভর্তি করেন। প্রভাবশালী মাতবরদের চাপে চিকিৎসা ছাড়াই মেয়েটিকে বাড়িতে নিয়ে গেলে ৩১ জানুয়ারি সে মারা যায়।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাজিক অবক্ষয়ের শিকার হেনা।
তার রুহের মাগফেরাত কামনা করছি।
২| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মর্মান্তিক, হৃদয় বিদারক ও
অমানবিক
৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪
এম ডি মুসা বলেছেন: ধর্ষণ আর কমল না- শকুনির চোখ নিভলনা
৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
'দোররা' মারার নিয়ম কোন সংস্কৃতি থেকে বাংলায় এলো?
৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫
ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃখজনক।
ঐ শয়তান গুলোকে রিমান্ডে নিয়ে চাবকানো উচিত ছিলো।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দোররা মারার নির্দেশ দানকারীদেরকে দোররা মারলে কেমন হয় ?
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮
কালো যাদুকর বলেছেন: এরকম একটা সচেতনামুলক লিখার জন্য ধন্যবাদ। এদের কি কোন সাজা হয়নি।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
একাল-সেকাল বলেছেন:
বাংলাদেশে ধর্ষণের মুল কারন (১) বিচারহীনতা (২) সামাজিক প্রভাব