নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির মেয়াদ বাড়লো ১১ এপ্রিল পর্যন্তঃ অঘোষিত লকডাউনই চলছে দেশে।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৮


করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে চলমান ছুটি আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে করোনার কারণে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে।
মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে বলেন, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ১০ এপ্রিল (শুক্রবার) ও ১১ এপ্রিল (শনিবার) যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। এবার আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার কথাও বলেন শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে আরও ৯ দিন যুক্ত করে মোট ১০ দিনের টানা ছুটি ঘোষণা করে সরকার। এছাড়াও দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে গণপরিবহন, দোকানপাট, শপিংমলসহ অনেক কিছু।

করোনার সর্বশেষ পরিস্থিতিঃ স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মঙ্গলবারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ছয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন। আর এতে মৃত্যু হয়েছে পাঁচজনের।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

তারেক ফাহিম বলেছেন: ১১ এপ্রিল!!!!!

কি আর করার।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনের হাউসে ডুগডুগি বাজাতে পারেন।
এতদিন আয়েশ করে ঘুমাতে পারেন নি
যারা তারা খায়েশ মিটেয়ে নিতে পারেন।

২| ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১

ইসিয়াক বলেছেন: বন্দী জীবন আর ভালো লাগছে না।
কবে যে ছাড়া পাবো :P

৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবন থেকে পালিয়ে বেড়ানোর নাম জীবন নয়।
প্রতিটি অস্থির সমযে লড়ে যেতে হবে বীরের মতো।
আপনার অস্থিরতা নির্বাপিত হোক তাই কামানা করছি।

৩| ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১

ঢাবিয়ান বলেছেন: বাঙ্গালীর লাজ লজ্জা বিবেক বুদ্ধি কিছুই নাই। এমন পরিস্থিতিতে পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না সেইটা আবার পিএম কে বলে দিতে হয়!!! পরিস্থিতি যেমনই হোক এরা ইলিশ পান্তা , লালশাড়ি চুড়ি পড়ে ফেসবুকে হাজির হবেই।

৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তার পরেও বেহুশ বাঙ্গালীদের হুশ ফিরবেনা।
দেখবেন লাল্ টিপ আর লাল শাড়ীতে ললনাদের
পান্তা ইলিশ খাবাব আদিখ্যেতা। পাশে থাকবে তাদের
গোবেচারা স্বামীর মলিন বদনের প্রতিচ্ছবি।

৪| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৩

শের শায়রী বলেছেন: সাবধানে থাকুন প্রিয় ভাই আইইডিসিআর কোনো স্বীকৃত নীতিমালা গ্রহণ করছে না

৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যতদূর সম্ভব মেনে চলছি স্বাস্থ্য বিধি
আর প্রার্থনায় থাকছে সৃষ্টিকর্তার কাছে
মিনতি। আমাদের ক্ষমা করো প্রভু।

৫| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: লকডাউনের সুফল পাচ্ছে স্পেন। গেল এক সপ্তাহে নতুনকরে আক্রান্তের সংখ্যা কম।

৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইতা্লীও সুফল পাওয়া দেশের তালিকায় আছে।
গত কিছুদিন ধরে করোনার মহামারিতে ইতালি লকডাউন করে দেয়া হয়েছে।
এই লকডাউনের ফলেভেনিসের নালার পানিগুলো পরিস্কার হতে শুরু করেছে।
সেখানে মাছের আনাগোনা দেখা যাচ্ছে। হাঁস সাঁতার কাটছে। কোস্টাল
এরিয়াগুলোতে ডলফিনের আনাগোনা দেখা যাচ্ছে। অর্থাৎ, ভাইরাসের
প্রাদুর্ভাবে যেখানে মানুষের আনাগোনা কমেছে, পরিবেশ দূষণও
কমতে শুরু করেছে সেখানে

৬| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সরকার এবং জনগণ অবহেলা করতেছে করোনাকে । সময় হলে টের পাবে।

৩১ শে মার্চ, ২০২০ রাত ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টের শুধু সরকার পাবেনা
আমজনতাও পাবে। কিন্তু
তখন আর সময় থাকবেনা।
তাই সময় থাকতে ঘুম থেকে
জাগুন। করোনা বিরুদ্ধে দূর্বার
আন্দোলন গড়ে তুলুন। ঘবে
থাকুন, স্টে এ্যাট হোম।

৭| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১১:১৮

ঊণকৌটী বলেছেন: সঠিক একদম ঠিক, আপাতত দূরত্ব বজায় রেখে সংগ্রামের জন্য প্রস্তুত হোওযার দরকার । সামনে যে আরো বড় লড়াই। পরিবার নিয়ে সাবধানে থাকবেন বড় ভাই শুভেচ্ছা রইলো ।

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পরামর্শের জন্য ধন্যবাদ ঊণকৌটী
আপনিও সতর্ক থাকবেন,
নিরাপদে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.