নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তি বিলাসঃ কালো গোলাপ !! The Black Rose

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৬


পৃথিবীর সবথেকে পরিচিত ও সমাদৃত ফুলগুলোর অন্যতম গোলাপ। এটা যেমন গোলাপের রুপের কারণে তেমনি এর সুগন্ধ ও গুণের কারণেও। অনেক প্রাচীন যুগ থেকেই পৃথিবীতে গোলাপের অস্তিত্ব ছিল। গোলাপের এমন একটি জীবাশ্মের সন্ধান মিলেছে যেটি ৩৫ মিলিয়ন বছর পূর্বের বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। ভারতীয় উপমহাদেশে মোগলদের হাত ধরে আসা বড় আকারের লাল বসরাই থেকে শুরু করে গোলাপি বা সাদা রঙের গোলাপই বেশি চোখে পড়ে। পুরো পৃথিবীতে এ পর্যন্ত একশরও বেশি শ্রেণীর গোলাপ এবং এর হাজারো প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে আবার বর্ণ , গঠন ও আকারের ভিন্নতা রয়েছে। ভিন্নতা রয়েছে এর সৌন্দর্য ও মহোনীয়তায়। আমরা অনেকেই কালো গোলাপ এর কথা শুনেছি, আবার কেউ কেউ দেখেছিও। তবে আমাদের এই দেখা ও শোনায় রয়েছে ভ্রান্তি বা ভুল। কারণ মজার ব্যাপার হলো গোলাপ কখনও কালো হয় না। এটা আমাদের এক ধরনের ভ্রা্ন্তি বিলাস!! কালো গোলাপ বলে যে গোলাপের কথা আমরা শুনি সেটি তুরস্কের অত্যন্ত বিরল প্রজাতির ”হাফেটি রোজ” (Halfeti Rose), যেটা খালি চোখে দেখতে কুচকুচে কালো মনে হলেও আসলে কালচে গাঢ় লাল রঙের। এই গোলাপের ৩ টি জাত বাস্তবে আছে যথাঃ
১। Black Baccara, ২। Black Zed, ৩। Black Prince যা দেখতে খয়েরী অথবা কালচে খয়েরী।

ব্লাক রোজ বা কালো গোলাপ কিংবদন্তি হয়ে আছে প্রায় শত বছর ধরে। আজও সে আমাদের মনোযোগ আকর্ষণ করছে। একটা সময় কালো গোলাপ নিয়ে মাতামাতির অন্ত ছিল না। উনিশ শতকের গোড়ার দিকে ফ্লাওয়ার্স ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয়। এ সময় কালো গোলাপ মৃত্যু, ঘৃণা, বিদায় এবং ভয়ের প্রতীক হয়ে ওঠে। শুধু তাই নয়, জীবনের লম্বা সময় অতিবাহিত করাকেও কালো গোলাপ দিয়ে বোঝানো হতো। তবে কালো গোলাপ যে শুধু খারাপ অর্থেই ব্যবহার হতো, তা নয়। খুব প্রিয় বন্ধুকে বা যুদ্ধে গমনরত সৈনিককেও কালো গোলাপ দেওয়া হতো আগের দিনে। যুগে যুগে কালো গোলাপ ধ্বংস-রহস্যময়তা ও মোহিনীশক্তির প্রতীক হিসেবেও স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ননাৎসী সৈন্যরা কালো গোলাপকে কল্যাণের প্রতীক হিসেবে গণ্য করত। এছাড়া কালো গোলাপ নিয়ে রচিত হয়েছে রোমান্স ও রহস্যময় গল্প। তৈরি হয়েছে ইন দ্য ফরেস্ট অব দ্য নাইট, ডেমন ইন মাই ভিউ, কার্টারেড মিরর, মিডনাইট প্রিবেটরের মতো সায়েন্স ফিকশন। আমাদের দেশেও তৈরি হয়েছে 'কালো গোলাপ' নামে একটি বাংলা সিনেমা। ভিক্টোরিয়ান যুগে কালো গোলাপের প্রচলন ব্যাপকভাবে বেড়ে যায়। ফ্যাশন সচেতনদের তালিকায় ঠাঁই নেয় কালো গোলাপ। বিশ শতকে শৈল্পিক নিদর্শনের দৃষ্টান্ত হিসেবেও কালো গোলাপ বিশেষ মূল্য পায়। অনেকের মতে কালো গোলাপের অভাবনীয় ও অনৈসর্গিক রং শক্তিসম্পন্ন হওয়ার প্রত্যাশায় মানুষকে উদ্বুদ্ধ করে। কিন্তু সত্য হলো, যে কালো গোলাপ নিয়ে এত মাতামাতি, প্রকৃতপক্ষে প্রকৃতিতে তার কোনো অস্তিত্বই নেই। অনেকটা 'মোল্লার গরু খাতায় আছে, গোয়ালে নেই' অবস্থা। তাই কালো গোলাপকে রূপকথার গোলাপ বলাই বোধ হয় ভালো। বাস্তবে কালো গোলাপ নামে কোনো ফুলই নেই। যুগ যুগ ধরে মানুষ যেটাকে কালো গোলাপ বলে জানে, সেটা আসলে গাঢ় লাল রংয়ের গোলাপ।

দীর্ঘদিন ধরে কালো গোলাপের অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে। অনেক দেশের উদ্ভিদবিজ্ঞানীরাই কালো গোলাপ উৎপাদনের জন্য গবেষণা করেছেন; সফল হতে পারেননি। একমাত্র ব্যতিক্রম তুরস্কের হালফেতি গোলাপ। প্রাকৃতিকভাবেই ওই প্রজাতির রঙ এতটাই গাঢ়, এখন একেই সবাই কালো গোলাপ বলতে শুরু করেছেন। সাধারণত বসন্তে জেলার পুরনো আলফেতি গ্রামে 'কালো' গোলাপ ফুটতে শুরু করে। প্রথমদিকে এর রঙ থাকে গাঢ় লাল। কিন্তু গ্রীষ্ম যত এগিয়ে আসে এর রঙ ততই কালো হতে শুরু করে। একপর্যায়ে এটি গাঢ় কালো রঙ ধারণ করে। কালো গোলাপ আসলে কল্পনাতেই সম্ভব। পৃথিবীর অ্নেক গোলাপ এক্সপার্ট অনেক বছর ধরেই এ নিয়ে বহু গবেষণা করেছেন, এখনো করছেন কিন্তু কালো গোলাপ ফোটাতে কেউই সফল হতে পারেন নি। গবেষণা ও প্রচেষ্টায় তারা কুচকুচে কালো গেপলাপ উদ্ভাবন না করতে পারলেও কালচে খয়েরী (Dark red) গোলাপ উদ্ভাবন করেছেন আর এগুলোকেই কালো গোলাপ (Black rose) হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। আসলে কালো রঙের গোলাপ আমাদের কল্পনাতেই সম্ভব। তবে কিছু প্রতারক কালো গোলাপ নিয়ে গোলাপ প্রেমীদের সাথে প্রতারণা করে আসছেন দীর্ঘ দিন যাবত।

(স্প্রে করে কালো রঙ করা গোলাপ)
বর্তমানে ফ্লাওয়ার ডাই ব্যবহার করে তৈরি করা হচ্ছে কালো গোলাপ। নিজে তৈরি করতে না চাইলে কিনে নিতে পারেন কালো গোলাপ। ঢাকার শাহবাগ এর ফুলের দোকানে খোঁজ করলেই কালো গোলাপের সন্ধান মিলবে! যে কেউ শাহবাগের ফুলের দোকানে গিয়ে কালো গোলাপ নিজ চোখে দেখে আসতে পারেন। যদি নাও পান, ২ মিনিট সময় দিলেই কালো গোলাপ আপনার সামনে হাজির হবে। একটি সাদা গোলাপের উপর কালো রঙ স্প্রে করে কালো গোলাপ বিক্রি হয় বেশী দামে। আমরা বাঙ্গালীরা সব পারি! তাই যবনিকাপাত হোক ভ্রান্তি বিলাসের।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: আমার মধ্যে কোনো ভ্রান্ত বিশ্বাস নেই।
আমি একজন আধুনিক মানুষ।

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব আপনার সর্ম্পকে আমার ভিন্ন মত!!
আপনি্ ব্লগে আমার দেখা সবচেেয়ে বেশী
বিভ্রান্ত মানুষ !! কোন কিছুতেই স্থিরতা না্ই
আপনার। চাকুরী করবেন না কি ব্যবসায়!
আর একটা বিয়ে করবেন কিনা তা স্থির
করতে পারছেন না। সদাই টুকরা টুকরা
মিথ্যা বলে যা্ন বুঝেতে পারছেন না
ঠিক কোনটা !! স্থির হোন, সত্য ও
সঠিক সিদ্ধান্ত নিন। বিভ্রান্ত
হবেন না।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হায় রে, গোলাপের রঙ বদলে দিয়েও প্রতারণা! আমরা বাঙালিরা কী না পারি!

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আশরাফ ভাই সবুজ গোলাপের ছবি দেখেছেন,
নামও শুনেছেন, তাও ডাই করে করা হয়।
আমরা সবই পরি কিন্তু কারো সাহায্য
করিনা। ত্রানের চালও চুরি করি!!

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর পোস্ট। লাইক দিলাম।

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৫

জুন বলেছেন: নুরু ভাই আমিও দেখেছি বাস্তবে সত্যিকারের কালো গোলাপ ঠিক কালো নয় কিন্ত ।
আমিও প্রান্তর মত লাইক দিলাম :)

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ জুন
লাইক দিয়ে কি লাভ!!
হবে কিএকটা কালো
গোলাপ ?

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



কিছু গোলাপের ফল হয়, উহা থেকে *চা বানানো যায়

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন অনেক কিছু থেকেই চা হয়
যেমন্ তুলসি চা, নিম পাতার চা,
রাইস টি, জিনসেং টি আমলকি, হরতকি চা
আরো কত কি!! এর সাথে পাল্লা দিয়ে এখন
নিম পাতার মশার কয়েল, তুলসি পাতার কয়েল,
তৈরী হচ্ছে !!
হায়রে বাঙ্গালী !!!
হাত পা সবই আছে
মা্নুষ না হলি!!

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

নেওয়াজ আলি বলেছেন: নুর ভাই, লাল গোলাপই ভালোবাসার প্রতিক। তাই বাধ দিন অন্য রং ।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবন থেকে যদি আর সব রঙ বাদ দিয়ে দেন
তা হলেতো বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে।
জীবনে চাই রামধনুর সাত রং নিজে
সাজতে এবং অপরকে সাজাতে

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

সাইন বোর্ড বলেছেন: মানুষ ঠকিয়ে কিছু টাকা কামানো আর কি ।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতারণা আর ঠগে ভরে আছে পুরো পৃথিবী।
চলছে আদি থেকে, চলবে অনন্ত কাল!

৮| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: না আরেকটা বিয়ে করবো না। আমি বেশ ভালো আছি। দুই বিয়ে যারা করে তাদের জীবন শেষ। আমি বোকা না। আমার সুখের সংসার নষ্ট করবো না।
চাকরি না ব্যবসা করবো এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমরা একবেলা খাওয়া থেকে বঞ্চিত হলাম!!
চাকুরী আপনাকে দিয়ে হবেনা। ব্যবসায় করেন
ফ্লাক্সে করে চা বিক্রি করবেন পার্কে, ভালো লাভ !!

৯| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

শের শায়রী বলেছেন: পোষ্টে ভালো লাগা, কয়দিন আগেই ব্লগার প্রান্ত হালফেতি গোলাপ নিয়ে লিখছিলো। আপনারটা আরো বিস্তারিত। ভালো লাগা জানাবেন।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ আপনাকে দাদা
আমি ভ্রান্ত ধারণা পরিহার করতে
বলেছি বিধায় সে আমার উপর মনক্ষুন্ন!!

১০| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

ইফতি সৌরভ বলেছেন: কালো গোলাপের এই কাহিনী তবে? কত রহস্য গল্প, উপন্যাসে পড়লাম, সাবধান করার জন্য অথবা মৃত্যুর হুমকি স্বরূপ কালো গোলাপ দিতে আর এখন কি না জানলাম,কালো গোলাপ বলতেই কিছু নেই :( ! স্প্রে করা লাল গোলাপ বেশি টাকা দিয়ে কিনে ব্যর্থ প্রেমিক এইভাবেই ধরা খায়।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রতারণার ফাঁদ পাতা ভূবনে
কখন কে ধরা পরে কে যানে !!
যখন বুঝতে পারে তখন আর
ফেরার পথ থাকেনা।

১১| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: পৃথিবীতে নাকি কালোগোলাপ নেই ছোট বেলা থেকে তাই শুনছি।

একবার গোলাপের মেলাতে অনেক রকমের গোলাপ দেখে অবাক হয়েছিলাম। কিন্তু কালো গোলাপ দেখিনি ।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কালো গোলাপ নাই কথাটা সত্যি নয়।
আছে তবে প্রাকৃতিক নয়, মেকি
কৃত্তিমভাবে বাজারজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.