নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সত্য চিরন্তন এবং সত্য মানুষকে মুক্তি প্রদান করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৬


সত্য সুন্দর। সত্য কল্যাণকর। 'সত্য মানুষকে মুক্তি প্রদান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে'। চিরন্তন এই বাণীটি জানেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এই বাণীটিকে জীবন যাপনের ক্ষেত্রে অনুসরণ করেন এমন মানুষের সংখ্যা খবুই কম। সত্য কথা বলা, সত্যের সঙ্গে থাকা এবং মিথ্যার পরিবর্তে সত্যকে গ্রহণ করাই সত্যবাদিতা। সত্য মানুষকে মুক্তি প্রদান করে, পক্ষান্তরে মিথ্যা বিভ্রান্তিসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। সত্যবাদিতা কেবল একজন মানুষের ধর্মীয় জীবনের ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক পরিমণ্ডল, সামাজিক পরিণ্ডল; এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি অর্জন করার ক্ষেত্রে সহায়তা করে।সত্যবাদিতা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, জাগতিক যেকোনো মানদণ্ডের বিচারে এটি একটি ভালো গুণ। সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে, চাই তিনি মুসলমান হোন কিংবা অন্য ধর্মাবলম্বী। কালো হোন কিংবা সাদা। হোন তিনি উঁচু বংশীয় কিংবা সাধারণ কোনো বংশের সদস্য। আলোকিত একজন মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সত্যবাদিতা প্রথম ও প্রধান গুণ হিসেবে বিবেচিত। পবিত্র কোরআন ও হাদিসে সত্য কথা বলা, সত্যের পক্ষে অবস্থান করা এবং সত্যবাদীদের সঙ্গী হওয়ার ব্যাপারে অসংখ্য নির্দেশ এসেছে। আল্লাহ মহান পবিত্র কোরআনের মাধ্যমে ও নবীজি (সা.) বাণীর মাধ্যমে যেসব ভালো গুণাবলিকে আয়ত্ত করতে জোর নির্দেশ প্রদান করেছেন, তার মধ্যে প্রথম সারির গুণ হলো 'সত্যবাদিতা'।

সত্যবাদিতাকে তুচ্ছ করে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন- এমন ইতিহাস পৃথিবীতে আগে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও সৃষ্টি হবে না; হতে পারে না। কারণ সত্য সব ভালো স্বভাব বা সব শুভ্রতার 'মা'। মদিনার কাফিররা মুহাম্মাদ (সা.) আনীত ধর্মকে মানতো না ঠিকই; কিন্তু সত্যবাদী একজন মানুষ হিসেবে তাঁর স্থান ছিল তাদের সবার হৃদয়ের গভীরে। সত্যবাদী মানুষ হিসেবে সবাই ভালোবাসত তাঁকে। নবীজির (সা.) সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের মুসলিম-কাফির নির্বিশেষে 'আল-আমিন' উপাধিতে ভূষিত করেছিল তাঁকে। তিনি ছিলেন সত্যবাদী একজন আদর্শ মানুষ। নবীজির (সা.) সত্যবাদিতাকে তৎকালীন কাফির-মুশরিকরাও স্বীকৃতি প্রদান করেছিল। নবীজির (সা.) জীবনাদর্শ গ্রহণ করে আমাদের সত্যবাদী হওয়া উচিত। সত্যবাদী মানুষকে সঙ্গী বানানো প্রয়োজন। সত্য একজন মানুষকে কেবল ধর্মীয় 'অর্জনে'র ক্ষেত্রে এগিয়ে রাখে, ব্যাপারটা কখনোই এমন একপক্ষীয় নয়। সত্যবাদিতা প্রতিটি মানুষকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তিপূর্ণ এবং ঝামেলামুক্তভাবে বসবাস করতে সহযোগিতা করে।

একজন সত্যবাদী মানুষের সংস্পর্শ ধীরে ধীরে সত্যের পথে ধাবিত করবে, পক্ষান্তরে মিথ্যাবাদী একজন মানুষের সংস্পর্শ মিথ্যার দিকেই পরিচালিত করে। এই মর্মে আল্লাহ মহান ইরশাদ করেন, 'হে ইমানদাররা. আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথী হও। [সুরা আত্-তাওবা, আয়াত : ১১৯]
সত্যকে গ্রহণ করা এবং সত্য কথার বিজয়ী অবস্থানের কথা উল্লেখ করে আল্লাহ মহান ইরশাদ করেন, '(হে নবী) বলো, সত্য এসেছে আর মিথ্যা অন্তর্ধান করেছে। মিথ্যাকে অন্তর্ধান করতেই হবে। [সুরা বনি ইসরাইল, আয়াত : ৮১]
রাসুল (সা.) বলেছেন, 'সত্যবাদিতাকে গ্রহণ করো তোমরা, কেননা সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে, একজন লোক সর্বদা সত্য বলতে থাকে এবং সত্যবাদিতার প্রতি অনুরাগী হয়, ফলে আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে নিবন্ধিত হয়ে যায়'। [মুসলিম]
একই বাণীটি হাদিসের অন্য গ্রন্থে একটু আলাদাভাবে বর্ণিত হয়েছে। সেখানে মহানবী (সা.) বলেছেন, 'তোমাদের সত্য কথা বলা উচিত, কেননা সত্যবাদিতা অবশ্যই পুণ্যের দিকে পরিচালিত করে, আর নিশ্চয়ই পুণ্য জান্নাতের দিকে পরিচালিত করে।' এ ব্যাপারে তিনি আরো বলেছেন, 'সত্য হলো প্রশান্তির মাধ্যম এবং মিথ্যা হলো দুশ্চিন্তা বা ভয়ের উৎস।

সত্যবাদিতা বিদায় নিচ্ছে আমাদের জীবন থেকে। সত্যবাদী মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। সামান্য থেকে সামান্য কারণেও সত্য কথাকে ত্যাগ করছি আমরা। গ্রহণ করছি মিথ্যাকে এবং নিজের অজান্তেই জাহান্নামী মানুষের তালিকাভুক্ত করছি নিজেকে। শেষ নবী হজরত মুহাম্মাদের (সা.) উম্মত হিসেবে যা কখনোই কাম্য নয়। মিথ্যা কেবল দুশ্চিন্তার সৃষ্টিই করে না, মিথ্যাবাদীরা দুর্বল চিত্তের অধিকারী হয়। তাই আমাদের সবাইকে মিথ্যা বলা ত্যাগ করে সত্যবাদী হতে হবে।

উৎগর্সঃ আামার যে ৩/৪জন সহ ব্লগার ঈর্ষা কিংবা রাগ কিংবা সন্ধেহের বশে আমার নামে কুৎসা রটনা করেছেন তাদের
উদ্দেশ্যে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাসে আপনাদের সঠিক বুঝ ও সত্যের পথে পরিচালিত করুন।
আমিন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



মহা নবী (স: ) যা বলেছিলেন, ব্লগারেরা উহার সাথে নিজেদের কথা যোগ করে দেন; ইহা একটি বড় সমস্যা।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব,
মহানবী (সঃ) এর বাণীকে উদ্ধুতি দিয়ে যদি কোন কথা কেউ যোগ করেন তাতে দোষের কি আছে?
আল্লাহর বানীকে উদ্ধুতি দিয়েইতো ওয়াজ নসিহত করা হয়।
তবে কোন ভাবেই তা মিথ্যার সাথে মিশেল করা যাবেনা। পবিত্র কোরআনে আল্লাহ বলেনঃ
তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ কর না এবং
জেনে শুনে সত্য গোপন কর না।
(সূরা বাক্বারাহঃ→ ৪২)
উপরোক্ত আয়াতে ইহুদীদেরকে তাদের বদ অভ্যাসের জন্য তিরস্কার করা হয়েছে।
কারণ তারা জানা সত্ত্বেও কখনো সত্য ও মিথ্যাকে গোপন করতো, আবার কখনো
সত্যকে গোপন করতো এবং মিথ্যাকে প্রকাশ করতো। তাই তাদেরকে এ কুঅভ্যাস
ত্যাগ করতে বলা হচ্ছে এবং উপদেশ দেয়া হচ্ছে যে, তারা যেন সত্যকে প্রকাশ
করে ও স্পষ্টভাবে বর্ণনা করে।

২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:



যেসব ব্লগার ধর্ম নিয়ে লেখেন, তাদের যেকোন লেখাই দুর্বল; ফলে, উনারা নিজেই জানেন না, কি লিখছেন!

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আর সবার কথা জানিনা, তবে আমি ধর্ম বিশারদ নই।
যে টুকু শুনেছি যে টুকু যেনেছি বা যে টুকু সত্য বলে মেনেছি
তাই প্রকাশ করি যদি কারো উপকার হয়। হাদীসে রাসূলে কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে অবলম্বন করার এবং মিথ্যা
থেকে দূরে থাকার তাকীদ করেছেন। এজন্য সত্য বলা ফরয।
মিথ্যা বলা হারাম।

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: চোর, ছিনতাইকারী, ত্রান চোর, দূর্নীতিবাজ, দালাল, চাটুকাররা তো বেশ ভালোই আছে। কেউই তাদের ধ্বংস করতে পারছে না।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোর, ছিনতাইকারী, ত্রান চোর, দূর্নীতিবাজ, দালাল, চাটুকাররা
তাদের জীবনে হয়তো কো্ন দিন বা কখনো কোন ভাল কাজ
করেছে যার পুরস্কার আ্ল্লাহতায়ালা এ দুনিয়াতেই তাদের দিচ্ছেন।
আর নেককার বান্দাদের কিছু গুনার সাজা এ দুনিয়াতেই দিচ্ছেন।
তাই আমরা ভাবি খারাপ লোক কেন ভালো থাকে আর ভালোলোক
কেন কষ্ট পায় !! আসলে পরকালে খারাপ লোক সাজা পাবে আর
ভালো লোক শা্ন্তিতে থাকবে। আমরা ধৈর্য্য হারাই তাই বুঝিনা
আল্লাহর কারিশমা। তিনি কারো প্রতিই অবিচার করেন না।

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: প্রতিদিন এত এত পোষ্ট দেন কেন??
বেশি পোষ্ট দিলে, পোষ্ট ভালো হলেও গ্রহন যোগ্যতা কমে যায়।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গ্রহনযোগ্যতা পেলে কি আমার কোন আর্থিক লাভ হবে?
আমি সামুর প্রতি পাতায় বিরাজ করতে চাই। যে কয়জনে
তা দেখার সুযোগ পাবে তাতেই আমি খুশী। আমার কোয়ানটিটি
দরকার নাভ। চাই কোয়ালিটি।

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: এক্সজাবিয়ান প্রমাণ না দিয়ে অভিযোগ করেছেন। ব্যাপারটি দু:খজনক।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কারো নাম উল্লেখ করতে চাইনা তবে যে বা যারাই মিথ্যা বা সন্ধেহের
বশঃবর্তী হয়ে অপরের নামে মিথ্যা কুৎসা রটায় তাদের একদিন বিচারের
সম্মুখীন হতে হবে । মানসিক শাস্তিতো পিছনে তাড়া করবে সব সময়।
আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ‘তুমি বলো: সত্য এসেছে,
মিথ্যা অপসৃত হয়েছে; নিশ্চয় মিথ্যা দূরীভূত হবেই’ (১৭: ৮১)।

৬| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

পলাতক মুর্গ বলেছেন: এই আয়াতের একটা সুন্দর ব্যখ্যা আছে। ব্যখ্যাটা হল সত্যবাদিদের সাথে থাকার দ্বারা অন্তরে আল্লাহ তায়ালার ভয় পয়দা হয়। এইজন্য আল্লাহ তায়ালা প্রথমে বলেছেন আল্লাহকে ভয় কর, এর পরে ভয় পয়দা হওয়ার উপায় বলে দিয়েছেন। এখন আপনি বলতে পারেন সত্যবাদি কারা? সত্যবাদির একটা সংজ্ঞা হল "যেই ব্যক্তির মুখে যা মনেও তা" সে সত্যবাদি, অর্থাৎ জবান এবং অন্তর বরাবর।

তাসাউফের পরিভাষায় সত্যবাদি বলতে সুফি সাধকদের বুঝানো হয়।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ পলাতক মুর্গ সুন্দর ব্যাখ্যার জন্য।
ইসলাম মানুষকে যেসব খারাপ গুণ থেকে পরিশুদ্ধ থাকার কঠোর
নির্দেশ প্রদান করেছে মিথ্যা তার মধ্যে প্রথম এবং প্রধান। কারণ
মিথ্যা বলা এমন একটি খারাপ গুণ, যার মাধ্যমেই সব ধরনের
পাপাচার সংঘটিত হয়। আর এ জন্যই মিথ্যাকে সব পাপের
উৎস বলা হয়েছে। সব পাপের সূচনা হয় মিথ্যা দিয়ে।

৭| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



একজন বাংগালী, একজন জাপানী, একজন জার্মান; এদের মাঝে কে বেশী মিথ্যাবদী?

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোন জাতি থেকে সত্যবাদী বা মিথ্যাবাদী
খুঁজে বের করা সম্ভব নয়। কোন কোন বাঙ্গালী
কোন কোন জাপানী থেকে সত্যবাদী। আবার
কোন জার্মান থেকে কোন জাপানী বেশী মিথ্যাবাদী
হতে পারে। সৌদি আরবেও মিথ্যাবাদী মানুষ থাকতে পারে।
তবে গড়ে বাঙ্গালীরা জাপানী বা জার্মন থেকে বেশী মিথ্যা
বলে থাকে বলে আমার ধারণা।

৮| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান পুলিশের মতে, জালিয়াতী ও মিথ্যায় ৩ জাতির রেকর্ড আছে:

১) নাইজেরিয়ান
২) পাকিস্তানী
৩) বাংগালী

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নাইজেরিয়ান এক প্রতারকের ক্ষপ্পরে আমি একবার পরেছিলাম
তবে চুড়ান্ত ভরাডুবির আগেই সামাল দিতে পেরেছিলাম দক্ষতার সাথে।
তবে এ থেকে প্রমাণিত হয়না যে সব নাইজেরিয়ানরা খারাপ।
বাঙ্গালীরা মিথ্যাবাদী মানলাম তবে জালিয়াতিতে দক্ষ না।

৯| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩৩

রাজীব নুর বলেছেন: কোয়ালিটি নিয়ে আপনার কোনো মাথা ্ব্যথা আছে বলে মনে হয় না।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোয়ালিটি পাঠক চাই
কোয়ান্টিটি পাঠক নয়!!

১০| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: মুরুব্বী যাই ইফতারী করি। সময় তো হয়ে এলো। আজ অনেক খাবো।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইফতারী রোাজাদারদের জন্য।
যাারা রোজা রাখেনা তাদের জন্য
সান্ধ্যকালীন নাস্তা।

১১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: জ্বী না। ভুল বললেন।
ইফতারী খাওয়াতে সোয়াব আছে।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রমযান মাসে মুসলিমগণ সারাদিন রোযা রাখার পর,
সূর্যাস্তের সময় যে খাবার গ্রহণ করেন তাই ইফতার।
রোজাদারদের জন্য ইফতারীতে সোয়া আছে। যারা
রোজা রখেনা তাদেরজন্য নয়। যারা রোজা রাখেনা
তাদের জন্য তা ইফতারী নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.