নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মুজিববর্ষে ফিরে দেখা বিবিসি বাংলার জরিপঃ শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান

০৩ রা মে, ২০২০ বিকাল ৪:৫০


বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৯ সালের ১২-২৭ নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে ২৫ নভেম্বরে ইউনেস্কোর সকল সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তৃণমূল পর্যায়ে প্রচারের পাশাপাশি প্রতি বছরের মতই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় শোক দিবস এবং জেল হত্যা দিবসও পালিত হবে। এছাড়াও বাংলাদেশ সরকার জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা আছে। এ জন্য মুজিববর্ষ পালনে সরকারি বরাদ্দ ১০০ কোটি টাকা। তবে বিশ্বব্যাপী ‘করোনা পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। মুজিববর্ষে বড় পরিসরে জনসমাগম করা হবে না।’করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে জাতির জনন বঙ্গবন্ধুকে স্মরণ রাখার মানসে বিগত ১৬ বছর আগেরে একটি ঘটনার কথা পাঠকদের গোচরে আনার অনুপ্রেরণা পেলাম।

পাঠকের এ কথা স্মরণতব্য যে দু'হাজার চার সালে বিবিসি বাংলা একটি 'শ্রোতা জরিপ'-এর আয়োজন করে। বিষয়টি ছিলো - সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে? তিরিশ দিনের ওপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ ২০জনের জীবন নিয়ে বিবিসি বাংলায় বেতার অনুষ্ঠান পরিবেশিত হয় ২০০৪-এর ২৬শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত। বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনয়নে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ২- রবীন্দ্রনাথ ঠাকুর
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৩- কাজী নজরুল ইসলাম
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৪- এ কে ফজলুল হক
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৫- সুভাষ চন্দ্র বসু
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৬- বেগম রোকেয়া
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৭- জগদীশ চন্দ্র বসু
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৮- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৯- মওলানা ভাসানী
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১০- রামমোহন রায়
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১১- তিতুমীর
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১২- লালন ফকির
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১৩- সত্যজিৎ রায়
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১৪- অমর্ত্য সেন
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১৫-ভাষা শহীদ
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১৬-মুহম্মদ শহীদুল্লাহ
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১৭ নম্বরে বিবেকানন্দ
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১৮নম্বরে অতীশ দীপঙ্কর
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ১৯ নম্বরে জিয়াউর রহমান
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ২০তম স্থানে সোহরাওয়ার্দী


ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ধৈর্য্য সহকারে লেখাটি পাঠ করলেন ও মন্তব্য প্রদানে বঙ্গবন্ধুর অবদানকে শ্র্রদ্ধা জানালেন। পবিত্র রমজান মাসে সবাই ধৈর্য্যশীল ও শালী্ন আচরণ করুন। করোনা বিপর্যয়ের এই সময়কে আনন্দময় করতে পরচর্চা, পরনিন্দা, মিথ্যা অপবাদ ও হিংসাত্মকমূলক আচরণ পরিহার ব্লগের পরিবেশ সান্ত রাখুন এবং পবিত্র রমজান মাসের বিশুদ্ধাতা নিশ্চিত করুন। আমিন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহবে কোন যুগের শ্রেষ্ঠ বাংগালী নন, উনি অনেকগুলো খারাপ কাজ করে গেছেন, তার মাঝে সবচেয়ে বড় খারাপ কাজ হলো ছাত্রদের পড়ালেখার ক্ষতি করে "ছাত্রলীগ" গঠন করা; ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করে উনি বাংগালী জাতির পড়ালেখার বারোটা বাজায়ে গেছেন, মাফিয়া সৃষ্টি করে গেছে, যেটার মাশুল জাতি দিয়েই যাচ্ছেন। কমপক্ষে ১৯৭২ সালে, ছাত্রলীগ বন্ধ করলে উনার পাপের বোঝা কমতো, সেটাও করেননি। উনি আওয়ামী লীগের শ্রেষ্ট সময়ের সভাপতি, হয়তো।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব এটা আপনার মত।
সবাইতো আর আপনার মতো
উর্ব্ব মস্তিস্কের নয় !! তাই যারা
জরিপে অংশ গ্রহণ করেছিলো
তারা বঙ্গবন্ধুর পক্ষে তাদের
সুচিন্তিত রায় দিয়ে তাকে সর্ব
কালের শ্রেষ্ঠ বাঙ্গালীর আসনে
বসিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশ
স্বাধীন হয়েছে, এখন আপনিও
তার সুফল ভোগ করছেন। দেশ
স্বাধীন না হলে আজো পাকিস্তানীদের
প্যাদানী খেতে হতো।

২| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: একদিন হয়ুতো এই তালিকায় আমার নামও উঠবে।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আশা করতেই পারেন
যেদিন প্যান্ডোর বাক্স খোলা হয়
সেদিন আশা পালিয়ে যায়। আজো
মানুষ তার নাগাল পায়নি। চেষ্টা করুন
হয়তো আপনিই পারবেন তাকে ধরতে।
ধরতে পারলেই আপনার নাম ওই তালিকায়
থাকবেই। ঠেকায় কে !!

৩| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোহরাওয়ার্দী সাহেব কি বাংলা বলতে পারতেন?

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাড়ে চুয়াত্তর ভাই মাঝে এমন প্রশ্ন করেন ঘাবড়ে যাই।
কথা বলছি বঙ্গবন্ধুকে নিয়ে আপনে হাজির করালেন সোহরাওয়ার্দী সাহেবকে।
হা তিনি বাংলা বলতে পারতেন। তৎকালীন ভারতবর্ষের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের
প্রথা অনুসারে উর্দু ভাষা ব্যবহার করতেন। কিন্তু সোহরাওয়ার্দি নিজ উদ্যোগে বাংলা
ভাষা শিখেন এবং বাংলার চর্চা করেন। যেহেতু তিনি মেদিনিপুরের লোক, তাই তিনি
মেদিনিপুরের টানে বাংলা বলতেন।
ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য।

৪| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগেকার সময়ের হিন্দুরা নাকি মুসলমানদের বাঙালি মনে করতেন না। শরৎচন্দ্রের উপন্যাসে আছে।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু মুসলমান কেন, আগেকার সময়ের উচ্চ বর্ণের হিন্দুরা
নিম্ন বর্ণের হিন্দুদেরও মানুষ মনে করতো না। কুলিন ব্রাহ্মণরা
নিম্ন বর্নের হিন্দুদের বিভিন্নভাবে নিপীড়ন করতো। হিন্দুরাই যখন
নিগ্রেহর শিকার তখন মুসলমাদের সাথে তারা কি ব্যবহার করতো
তা সহজেই অনুমেয়। আপনাকে আবারো ধন্যবাদ যদিও মন্তব্যগুলো
অপ্রসাঙ্গিক !!

৫| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

বনসাই বলেছেন: আহমদ ছফা'র 'যদ্যপি আমার গুরু' বইটি আবার পড়তে হবে।

০৩ রা মে, ২০২০ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বনসাই আপনার মন্তব্যের জন্য।
যদ্যপি আমার গুরু আহমদ ছফার লেখা একটি আত্মজীবনী উপন্যাস।
আহমদ ছফার এই বইটি তার গুরু রাজ্জাক স্যারকে নিয়ে লিখলেও
রাজ্জাক স্যারের প্রতিটি কথা ছিল মূল্যবান। ১৯৭০ সালে বিখ্যাত লেখক আহমদ ছফা
ঠিক করলেন পি,এইচ,ডি করবেন। পেয়ে গেলেন ঢাকা ভার্সিটির ফেলোশিপ।
এখন দরকার একজন অফিসিয়াল থিসিস সুপারভাইজার। বন্ধুদের পরামর্শে
জাতীয় অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বাড়িতে আহমদ ছফা। সেখান থেকে সখ্যতা
আস্তে আস্তে সম্পর্ক বৃদ্ধি। ১৯৭২ থেকে পরবর্তী এক যুগে প্রতি সপ্তাহে দেখা
হত গুরু শিষ্যের। এই দীর্ঘদিনের পরিচত, আব্দুর রাজ্জাক স্যারকে নিয়েই
আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’। এখানে ব্যক্তি আব্দুর রাজ্জাক, তাঁর
ৎবিভিন্ন ঘটনা ও দর্শন ভঙ্গি তুলে ধরেছেন আহমেদ ছফা।
বইটি আপনার সংগ্রে না থাকলে এখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন

৬| ০৩ রা মে, ২০২০ রাত ৮:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কয়েক জন মুসলমানের নাম আপনার লিস্টে এসেছে। তাই তাদেরকে বাঙালি বলা যায় কিনা এটা আমার প্রশ্ন ছিল। কারণ সেই যুগে অভিজাত হিন্দুরা মুসলমানদের বাঙালি মনে করতেন না। সোহরাওয়ার্দী সাহেবের নামও আপনার তালিকার ২০ নম্বরে আছে। উনি বাংলা মায়ের কাছ থেকে না শিখে অন্নের কাছ থেকে শিখেছেন। তাই ওনার মাতৃভাষা বাংলা বলা যাবে না। মাতৃভাষা বাংলা না হলে সে কিভাবে বাঙালি হয়। তাই আমি অপ্রাসঙ্গিক কোনও প্রশ্ন করেছি বলে মনে হয় না। মানুষ যখন মন্তব্য করে পোস্টের যেকোনো খুঁটিনাটি নিয়েই মন্তব্য করতে পারে যদিও পোস্টের মূল বিষয় নিয়ে আমার কোনও ভিন্ন মত নেই।

০৩ রা মে, ২০২০ রাত ৮:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাড়ে চুয়াত্তর ভাই
আমরা নিজদেরকে বাঙ্গালী বলে গৌরব বোধ করি।
কিন্তু অনেকেই বাঙ্গালী জাতির ইতিহাস জানতে চেষ্টা করি না
বাঙ্গালি জাতি একটি সংকর জাতি ও তারা দক্ষিণ এশিয়ায় বসবাসকারী
আদিতম মানবগোষ্ঠীসমূহের মধ্যে একটি। ইংরেজ শাসনামলে ‘ বেঙ্গল প্রেসিডেন্সী ’
বলতে বর্তমান বাংলাদেশ , পশ্চিম বাংলা বিহার ও উড়িষ্যাকে বুঝাতো ।
পরে শুধু বাংলাভাষীদের সমন্বয়ে বাংলা প্রদেশ গঠিত হয়েছিল।
একদা যে দেশ গৌড়ভূমি বলে পরিচিত ছিল তা মুসলমান শাসনামলেই
বাঙ্গালা নামে চিহ্নিত হল। রাঢ় -বরেন্দ্র -বঙ্গ - সবই বঙ্গ- বাংলা নামের মধ্যে
আশ্রয় পেল।

৭| ০৩ রা মে, ২০২০ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "তাঁর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এখন আপনিও তার সুফল ভোগ করছেন। দেশ স্বাধীন না হলে আজো পাকিস্তানীদের প্যাদানী খেতে হতো। "

উনার দল ভোট পাবার পর স্বাধীনতার যুদ্ধ হওয়াতে বেশী মানুষের মৃত্যু হয়েছে; কারণ, উনি জানতেন না যে, কি হতে যাচ্ছে। মানুষ নিজের বুদ্ধিবলে, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যারা জরিপে অংশ নিয়েছে, তারা বাংগালীদের ইতিহাস জানে বলে মনে হয় না।

০৩ রা মে, ২০২০ রাত ৮:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা্ আপনার কাছে মাফ চাই দোয়াও চাই।
ব্লগের অবস্থা এমনিতেই অগ্নিগর্ভা। কখন লাভা
উৎক্ষেপন হবে কে জানে। তাই এই মূহুর্তে ক্যাচাল
না করাই উত্তম। আমার মনে হয় যারা ওই জরিপে
অংশ নিয়েছিলো তারা আমার চেয়ে অনেক জ্ঞানী ।
আপনি যদি তাদের চেয়ে বেশী বুঝেন আপনি কেন
জরিপে অংশ নিলেন না!! যারা জরিপের আয়োজন
করেছিলেন তারা আপনার আমার থেকে কম বুঝে
বলে মনে হয়না। সুতরাং জরিপের ফলাফলে আপনার
সন্ধেহ থাকলেও থাকতে পারে, আমার নাই।

৮| ০৩ রা মে, ২০২০ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "আমার মনে হয় যারা ওই জরিপে
অংশ নিয়েছিলো তারা আমার চেয়ে অনেক জ্ঞানী ।
আপনি যদি তাদের চেয়ে বেশী বুঝেন আপনি কেন
জরিপে অংশ নিলেন না!! যারা জরিপের আয়োজন
করেছিলেন তারা আপনার আমার থেকে কম বুঝে
বলে মনে হয়না। "

-এই সব হাউকাউ জরীপ করায়েছে পয়সা দিয়ে; শেখ সাহেব বলেছিলেন যে, যুদ্ধে ৩০ লাখ মানুষের প্রাণ গেছে; ৩০ লাখ মানুষের প্রাণ গেলে, "কি পরিমাণ বাচ্চা যুদ্ধে এতিম হয়েছিলো?"। উনি "যুদ্ধের এতিমদের জন্য কিছু করেছিলেন?" উনি আসলে নিকৃষ্ট প্রশাসক ছিলেন।

০৩ রা মে, ২০২০ রাত ৯:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজে যাকে বড় বলে বড় সেই নয়
লোকো যাকে বড় বলে বড় সেই হয়।

হরিশচন্দ্র মিত্রের এই ছড়া কি আপনার
জানা আছে ? জানা না থাকলে এবার
পড়ুন,জানুন, বুঝুন শিখুন

৯| ০৪ ঠা মে, ২০২০ রাত ৩:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হাজার বছরের ইতিহাসে,শেখ মুজিবই একমাত্র ব্যাক্তি যে বাংগালীদের একটা ঠিকানা করে দিয়েগেছে।যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান—————।

১০| ০৪ ঠা মে, ২০২০ রাত ৩:২৬

আমি সাজিদ বলেছেন: বাঙ্গালী জাতি কি আর নেই দুনিয়ার বুকে? শ্রেষ্ঠ বলতে কোন টাইম ফ্রেমকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে? আগামী একশ বছর পরেও কি এই সিরিয়ালে লিস্ট থাকবে যদি বাঙ্গালী জাতি টিকে থাকে? আমাদের প্রিয় বঙ্গবন্ধুর জন্মের আগেও তো বাঙ্গালী জাতি ছিল। ছিল না?

এভাবে লিস্ট প্রচার করে আর ছোট করবেন না বাংলাদেশের জনককে। প্লিজ। উনি আমাদের অন্তরে জেগে থাকুক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.