নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)

২৫ শে মে, ২০২০ রাত ৮:২৫


কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)
নূর মোহাম্মদ নূরু

কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।
খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে
ভুলে গেছি নাওয়া খাওয়া আধার দেখি প্রাতে।

ভালো ছিলাম নিরাপদে জন্ম মৃত্যু নিয়া
হঠাৎ করে কবি হবার খায়েশ জাগায় হিয়া।
কবি হওয়া ব্যাপরতো নয় ভাবি মনে মনে
যে ভাবে বাড়ছে কবি প্রতি ক্ষনে ক্ষণে।

কোমর বেধে লেগে পড়ি হতে হবে কবি
কিন্তু একি দেখতে যে পাই শুধু কাকের ছবি।
কাক ও কবি সমান তালে পাল্লা দিয়ে বাড়ে
কাক হবো না কবি হবো কে যেতে কে হারে।

হিসাব কষি তাইতো আমি কার সংখ্যাটা বেশী
উত্তরটা জানতে পেরে পাচ্ছে শুধু হাসি।
কবি হবার খায়েশ নাই আর খাতা কলম ছাড়ি
জন্ম-মৃত্যু নিয়ে থাকি কবির সাথে আড়ি।

কবি হতে বিদ্যা লাগে যেটা আমার নাই
কবির কাছে আমি তাইতো ক্ষমা চাই।
কাকের মতো কবি হয়ে যায়না পাওয়া মান
কবি হতে জ্ঞানের ছুরি দিতে হবে সান।

কবি হতে পড়তে হবে গুণী কবির লেখা
তানা হলে কবি হবার পথটি হবে বাকা।
কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।


প্রকাশ কালঃ
ঢাকাঃ মঙ্গলবার ২০ মে, ২০১৪ ইং
লেখাটি ৬ বছর আগের হলেও বর্তমানেও সমানভাবে প্রযোজ্য

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৪১

ভ্রমরের ডানা বলেছেন: আপনার লেখাটি বেশ ভাল লেগেছে!

২৬ শে মে, ২০২০ রাত ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদস (!!) ভ্রমরের ডানা ভাই

করোনায় করুণা মাগি আল্লাহর
কেহ যেন বঞ্চিত না হয় রহমত তাঁহার।

২| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৪৫

ইসিয়াক বলেছেন: হা হা হা...........। :P

২৫ শে মে, ২০২০ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসি আসলো কেন?
দুঃখের কথা বললাম
আর আপনি হাসলেন!!

৩| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ইদানিং প্রতিউত্তর দেয়া থেকে বিরত থাকছেন! ভালো এতে ঝামেলা কমে যায়,
ঈদ মোবারক।

২৫ শে মে, ২০২০ রাত ৯:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রিফাত ভাই ঈদের দিনে এমন অভিযোগ
দিলেন? একমাস সিয়াম সাধনার পরে একটু
বিরতী নেওয়াই যায় কি বলেন।

৪| ২৫ শে মে, ২০২০ রাত ৯:০০

আখেনাটেন বলেছেন: হা হা হা; বেশ মজা করে লিখেছেন মনে হচ্ছে। ত্যক্ত-বিরক্ত মনে হচ্ছে। :P

যে সব দেশের অশিক্ষা-কুশিক্ষার ভিত যত শক্ত, সে সব দেশে কবিদের সংখ্যাও কাকেদের মতোই উর্ধ্বমুখী। দু-লাইন সাধারণ গদ্য লেখার চেয়ে দু-লাইন পদ্য/অকবিতা (কবিতা নয়) লেখা অনেক সহজ হওয়ায় বেশির ভাগ মহামানবেরা সহজিয়া পথটায় হয়ত বেছে নেয়। থাকতে দিন তাদের নিজেদের আনন্দে।

২৫ শে মে, ২০২০ রাত ৯:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ আখেনাটেন ভাই
অনেকদিন পরে আপনার পদধুলিতে
শুদ্ধ হলো আমার ব্লগবাড়ি।
কবিতাটিকে রম্য হিসেবে গণ্য করা
হলে বাধিত হবো। কারো মনে কষ্ট
দেবার জন্য লিখিত নয়।

৫| ২৫ শে মে, ২০২০ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা, নাকি অ্য কারো লেখা?

২৫ শে মে, ২০২০ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সূদীর্ঘ ছয় বছঁর পরে আপনার
এমন মতিভ্রম হবার হেতু কি?
লিখব নাকি আপনাকে নিয়ে
আর এক খানি পদ্য !!

৬| ২৫ শে মে, ২০২০ রাত ৯:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: খুউব ভাল।

২৫ শে মে, ২০২০ রাত ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি !!!

৭| ২৫ শে মে, ২০২০ রাত ৯:৪১

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখতে পারেন নুর ভাই। কেমন আছেন

২৫ শে মে, ২০২০ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আলহামদুলিল্লাহ। ভালো আছি আলি ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে মে, ২০২০ রাত ৯:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।

...................................................................
তাই তাই তাই
আমিও ক্ষমা চাই

২৫ শে মে, ২০২০ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ক্ষমা চাওয়া মহত্বের লক্ষন
সাইরাস বলেছেনঃ আমি স্বপ্ন দেখেছিলাম ... অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।

৯| ২৫ শে মে, ২০২০ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


পদ্যের গঠনের উন্নতি হয়েছে, তাই হয়তো একটু বিভ্রান্ত হয়েছি।

২৫ শে মে, ২০২০ রাত ১০:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিভ্রা্ন্তি না আপনার ভীমরতি হয়েছে।
পদ্যটি ছয় বছর আগের। তখন্
উন্নতি হলো আর এখন্ অবনতি !!
লিলিপুটিয়ান মস্তিস্ক !!

১০| ২৫ শে মে, ২০২০ রাত ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২৫ শে মে, ২০২০ রাত ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ঈদের শুভেচ্ছা সাজ্জাদ হোসেন ভাই।
আপনার কুশল কামনা করছি।

১১| ২৫ শে মে, ২০২০ রাত ১১:১০

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু ,



এতো সহজ হিসাব, কেন পেরেশান ?
গুনে দেখুন কাক আর কবি
তিন লক্ষ তিনশো তেত্রিশখান............... :#) =p~

২৫ শে মে, ২০২০ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানি আমি ভাইজা্ন কাক আর কবির সংখ্যা কত!
অ্নেক আছে হিসাব নিকাশ করছে যে যার মতো।
কেউ বলে রয় কোটি নয় লক্ষ নয় হাজার নয়
তবে যদি এর থেকে কিছু কম বেশী হয়।
বুঝতে হবে মেহমান এসেছেন বেড়াতে
নয়তো কেউ চলে গেছে অন্য কোন পাড়াতে।।

১২| ২৫ শে মে, ২০২০ রাত ১১:৫৬

আল-ইকরাম বলেছেন: বিদ্যে আপনার কিছু নিশ্চয় আছে। নইলে আমার লেখার ভুল ধরলেন কিভাবে? ক্ষমা আপনি তখনই পাবেন, যখন আমার সদ্য পোস্ট করা লেখাটি পড়ে কড়া মন্তব্য করবেন। ‘হে কবি তুমি হও প্রেরণার রবি’! লেখাটি শীঘ্র প্রকাশ্য। প্রত্যাশা অগনিত।

২৬ শে মে, ২০২০ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইকরাম ভাই ধন্যবাদ আপনাকে
আপনার কবি প্রতিভা দেখার জন্য
বসে আছি পথ চেয়ে। আশা করি
শিঘ্রই তা দর্শনে স্বার্থক করবো
দু নয়ন। অশেষ ধন্যবাদ আপনাকে।

১৩| ২৬ শে মে, ২০২০ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আপনার এত রস আসে কোথা থেকে?

রসিক মানুষ আমার খুব পছন্দ।

২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রস থাকে মনে
বয়সে নয়।
কঠিন ঝুনা নারকেলেও
মিষ্টি পানি রয়।

১৪| ২৬ শে মে, ২০২০ রাত ১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদস (!!) আপু




ব্লগে নতুন নাকি?

২৬ শে মে, ২০২০ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব কি বেশী ভুল করে ফেলেছি !!

এবার থেকে আর হবেনা!!! মাইরি বলছি

১৫| ২৬ শে মে, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: মুরুব্বী শুভ সকাল। থায় আপনি আমার মন্তব্যের উত্তর দিবেন না? রাগ করেছেন?

২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রমজানে অনেক রাত জেগেছি
এবার একটু বি্শ্রাম নিতে দেন!!
আপনার উপর রাগ করার সময় কই?
চা ঢেলে দেই !!!

১৬| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আগেই পড়েছিলাম। বেশ ভালো লেগেছে নুরুভাই।
পোস্টে তৃতীয় লাইক।

শুভেচ্ছা নিয়েন।

২৭ শে মে, ২০২০ রাত ১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি দাদা
বছর ছয়েক আগে একবার প্রকাশিত হয়েছিলো।
পুনরায় আপনার মন্তব্য অনুপ্রেরণার খোরাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.