নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

তেলবাজ!! (রম্য কবিতা)

০৭ ই জুন, ২০২১ রাত ১০:১০


তেলবাজ!! (রম্য কবিতা)
নূর মোহাম্মদ নূরু

তেলবাজ আর চামচা'তে দেশটা গেছে ভরিয়া
গুরুর পদে তেল মাখাতে উঠছে হয়ে মরিয়া।
ভুল যেনেও করবে ক্যাচাল সত্য দিতে ঢাকিয়া
ম্যাওপ্যাও আর জিং জিং খেলে কোমরটাকে ঝাকিয়া।

ডোডো পাখি এদের বলে গুরুর কথা মিথ্যা নয়
প্রশ্ন ফাঁসের কারিশমাটা এদের কাছে শিখতে হয়।
কি আর করা এমন ধারা চলতে আছে ব্লগে
কাজ করেনা খনার বচণ কিংবা গুরুর শ্লোকে !!

যতই হোক অপমান হুস যে তাদের নাই
তেল দিয়ে গুরুর পদে লক্ষ্য হাসিল চাই।
এ কারনে তেলের দাম বাড়তে আছে প্রতিদিন
ভেজালের দৌরত্ম্যে আসল হয়ে যাচ্ছে ক্ষীণ!

তেল মারা আর পা চা্টা যখন পেশা হয়
সৎ মেধাবী যোগ্য যারা লজ্জায় মুখ লুকায়!
তেলের বোতল খালি হবে মারতে গিয়ে তেল,
সময় খারাপ হলে কিন্তু খাটতে হবে জেল!

ভেজাল তেলে কাজ হবেনা শুনে রাখো চামচারা
বৃথা যাবে সাধের জীবন বৃথা হবে তেল মারা।
সময় আছে ঘুরে দাঁড়াও তেল মেরোনা না বুঝে
বিবেক খাটাও সত্য্ জানো আর যেওনা কু-কাজে!

সত্য জানো সত্য মানো ছেড়ে দিয়ে চামচামী
নিজের দাম নিজের মান হীরের চেয়েও যে দামী।
বাবা মায়ের সেবা করো তেল না মেরে অপাত্রে
দেখতে পাবে কোথায় সুখ তোমার ওই দু নেত্রে !!


উৎসর্গঃ কতিপয় নব্য তেলবাজদের জন্য
প্রকাশকালঃ ঢাকাঃ সোমবারঃ ৭ জুন ২০২১ ইং

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:১৫

নজসু বলেছেন:

০৭ ই জুন, ২০২১ রাত ১০:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আচ্ছা আপনারা কি জানেন
নজসু ভাই কি বলেছেন ?

২| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:১৭

শায়মা বলেছেন: ভাইয়া স্কুল খুললে তুমি স্কুলে যাওনা কেনো গিয়াসভাইয়া কিন্তু স্যারকে বলে দিয়েছে। :(

০৭ ই জুন, ২০২১ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

করোনার টিকা নেওয়া হয়নি
তাই স্কুলে যেতে পারছিনা।
আপনি স্যারকে একটুু বুঝিয়ে
বলুন না আপু !!

৩| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: নুরু ভাই খাসা হয়েছে।হেহে হে.....

০৭ ই জুন, ২০২১ রাত ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ দাদা হয়েছে যখন খাসা
পণ করেছি ভেঙ্গে দিবো তেলবাজদের বাসা!!

৪| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:২৯

নজসু বলেছেন:


আমার কমেন্ট অদুশ্য হয়ে গেলো কিভাবে? B:-)

০৭ ই জুন, ২০২১ রাত ১১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তেলবাজদের ভূত আপনার
কমেন্টস খেয়ে ফেলেছে মনে হয়!!

৫| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



গিয়াস উদ্দিন লিটন ঠিকই বলেছেন।

০৭ ই জুন, ২০২১ রাত ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গিয়াস উদ্দিন লিটন কি বলেছেন?
আপনি কারো কথায় সায় দেন তা
আজ জানলাম!!

৬| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



গিয়াস বলেছেন, আপনি চিল্লাতে গেছেন

০৭ ই জুন, ২০২১ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিল্লাতে পারিনা তাই চিল্লায় যা্ই না!
উপাদেয় হলেও তা না সাধিলে খাইনা।
সাধ আছে তেলবাজের কেড়ে নিবো তেল
তা না হলে টাক মাথায় ফাটাবো যে বেল!!

৭| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তেলবাজরা দেশ আর জাতির শত্রু।

০৭ ই জুন, ২০২১ রাত ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তেলবাজরা কিন্তু ঠিকই তাদের আখের গুছিয়ে নিচ্ছে
তেলবাজী আর তেল মর্দন করে । কথা সত্য !!

৮| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বার বার আমার নাম কেন এল বুঝতে পারছি না

০৮ ই জুন, ২০২১ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানিনা গিয়াস ভাই কি কারনে আপনার নাম
তেলবাজিতো কভু নয় আপনার কাম!!
শায়মা আপা কইলো কি গাজীসাব বুঝলো কি
জানিনা তারা কি কারণে আগুনে ঢালছে ঘি !!

৯| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:০২

জটিল ভাই বলেছেন:
কিছু কইলে কইবেন আমি নাকি কিসব নিয়া নাড়াচাড়া করি। আবার না কইলে কইবেন তেলবাজি করি।
আসলে আপনে চাঁন কি???

০৮ ই জুন, ২০২১ রাত ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগলেরা সাঁকো নাড়ায়
যদি করেন বারণ।
তৈলবাজ কেন হবেন
বলেন সেই কারণ!!

১০| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:২০

জটিল ভাই বলেছেন:
কারণ,
আপনি যেই গুরু-শিষ্যকে করিলেন স্মরণ,
তাহারা এমন......

০৮ ই জুন, ২০২১ রাত ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কিছু কইলেইতো কইবেন
হাজী সাবের মুখ খারাপ !!

১১| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:২৯

স্প্যানকড বলেছেন: সেইরম হইছে! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০৮ ই জুন, ২০২১ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


আপনাকে ধন্যবাদ স্প্যানকড
আপনিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

১২| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:৪৩

স্প্যানকড বলেছেন: স্বাগতম ! শুভ রাইত দুপুর ! ধন্যবাদ।

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ
মধ্যরাতে সাথে থাকার জন্য।

১৩| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:৪৩

জটিল ভাই বলেছেন:
চিল্লা দিয়া হাজী হওন যায়!!! =p~
জানতাম নাতো!!!

০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জানার আছে বাকী অনেক
কথা বলুন মেপে মেপে!
তেলবাজদের দেখা পেলে
ধরবো তার টুটি চেপে!!

১৪| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: এইসব বাদ দিয়ে ভাল কিছু লিখুন।
যেমন চা নিয়ে পোষ্ট টা দারুন হয়েছে। এরকম পোষ্ট দিন। আমি পাঠক আমার পছন্দের দাম দিবেন না?

০৮ ই জুন, ২০২১ সকাল ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একজন লেখক, কবি বা গীতিকার তার
ইচ্ছা ও মনের মাধুরী মিশিয়ে কোন কিছু প্রকাশ
করেন। তারাও সামাজিক জীব, সমাজের প্রভাব
তারা অস্বীকার করতে পারেন না বলেই তাদের
লেখায় তা প্রকাশ পায়। তবে সব শ্রেনীর পাঠক
যে একই ধারার লেখা পছন্দ করবেন তা ভাবা ভুল।
পাঠক তার রুচি ও ভালোলাগার লেখাগুলি খুঁজে নিবেন।
কারো মন যুগিয়ে লেখা সহিত্যিকের ধর্ম নয়!

১৫| ০৮ ই জুন, ২০২১ রাত ২:৪২

মুক্তা নীল বলেছেন:

নুরু ভাই ,

রম্য কবিতা দারুন হয়েছে কিন্তু রাজীব নূর ভাই ক্ষেপলেন
কেন ?

০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ নীল মুক্তান
খানসাব কেন ক্ষেপছেন তা কবিতার
মাঝেই বর্ণনা করা হয়েছে !!
ঠাকুর ঘরে কে রে,
আমি কলা খা্ইনা !!

১৬| ০৮ ই জুন, ২০২১ ভোর ৪:৩৩

জগতারন বলেছেন:

চামচারা
বৃথা যাবে সাধের জীবন বৃথা হবে তেল মারা।
সময় আছে ঘুরে দাঁড়াও তেল মেরোনা না বুঝে
বিবেক খাটাও সত্য্ জানো আর যেওনা কু-কাজে!

সত্য জানো সত্য মানো ছেড়ে দিয়ে চামচামী
নিজের দাম নিজের মান হীরের চেয়েও যে দামী।
বাবা মায়ের সেবা করো তেল না মেরে অপাত্রে
দেখতে পাবে কোথায় সুখ তোমার ওই দু নেত্রে !!


Excellent!

০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাব্য অংশটুকু কোট করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

১৭| ০৮ ই জুন, ২০২১ সকাল ৯:০৬

অগ্নিবেশ বলেছেন: Excellent!
তেলবাজে জগত ভরিয়া গিয়াছে,
চাচা চালিয়ে যান।

০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাঝে মাঝে ক্লু দিবেন
লেখা হবে ঝরঝরে।
গতকালের কথা কিছু
এখন কি মনে পরে ?

১৮| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:১০

কবিতা ক্থ্য বলেছেন: রতনে রতন চিনে, গুরু চিনে গুরু-
কোমোর ঝাঁকিয়া বলো- খেলা সবে শুরু?
চামচায় চামচায় যদি- দুনিয়া আজ সয়লাব,
ভুলে যেওনা যনো- চামচারে চিনে চামচার বাপ।

ডোডো পাখির ভাষা বুঝে কামনে আসিবে তোমার?
পাখির ভাষা বুঝিতে গেলে- নক্ষত্র কর সুমার;
ম্যাওপ্যাও আজ বাদ দিয়ে তাই- চক্ষু মিলিয়া দেখো-
porscheর দরজা বন্ধকরে, ট্রাক্টরে চড়া শেখো।

বি:দ্র: আপনার মন্তব্যের জবাবে লেখাটা স্রেফ মজা করার জন্য।
দয়া করে- পারসোনালি নিয়েন না - কষ্ট পাবো!!
আপনি আমার বয়সে বড় হবেন, তাই সব সময় ই আপনাকে শ্রধার চোখে দেখি এবং আজীবন তা ই থাকবে।

০৮ ই জুন, ২০২১ দুপুর ১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ট্রাক্টর মেরাক্টরে চড়া ছাড়ছি হলো বহুকাল
সুপার সনিক রকেট এখন প্রিয় বাহন আমার।
তেলবাজদের করতে দমন হাতে নিছি PC গান
ধরবো তাদের টুটি চেপে যদিও পালায় মিসিগান।

বি:দ্রঃ আপনার মন্তব্যের জবাবে প্রতি মন্তব্যটি স্রেফ মজা করার জন্য। দয়া করে- পারসোনালি নিবেন না।

১৯| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:২৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নুরু ভাই:
আপনার আবার কোমর ঝাকাইয়া জিং জিং করার ইচ্ছা হচ্ছে নাতো ? =p~

০৮ ই জুন, ২০২১ দুপুর ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বামীজি সবার জন্য সব খেলা প্রযোজ্য হবে না।
যিনি এই খেলার উদ্ভাবক তাকে মনের সুখে
জিং জিং খেলতে দিন।

২০| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ওকে।

০৮ ই জুন, ২০২১ দুপুর ১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব ওকের মানে কি?

২১| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:১৫

হাবিব বলেছেন:



এখন- বাড়ছে তেলের দাম
তবু- বাড়ছে ব্যবহার!
কারন- তলে বিনা যে কোন কিছুই
হয়না যে উদ্ধার!!

০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাবিব স্যার বহুদিন পরে
কি করে ছিলেন আমাদের ছেড়ে !
স্বাগতম আবার,
দেখা হোক বার বার।

২২| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৩৮

এম ডি মুসা বলেছেন: ব্লগ এখন নুরু ভাই কবিতা প্রতি মনোযোগী হয়েছে

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাঝে মাঝে কিছু বিনোদনতো চাই
কি বলেন ! ব্লগটাকে পানসে হতে
দিতে চাইনা !!

২৩| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: খানসাব ওকের মানে কি?
ওকে মানে ঠিক আছে। বুঝতে পেরেছি। নিশ্চিত।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নিশ্চিতভাবে বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।
পরে আবার বলবেন না "বুঝিনাই" কারণ আপনার
সকালের কথা বিকেলে মনে থাকেনা। তাই আপনাকে
অনেকে মজা করে ডাকে হুমু এরশাদ !! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.