![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
জীবনে চলতে গেলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড প্রয়োজন। প্রেমিকার জন্য যেমন পাগল পুরুষরা। তেমনি প্রেমিকের জন্য নারী। তবে আমি ললনাদের শ্রদ্ধা রেখেই তাদের ব্যাপারে কিছু বলছিনা !! আমার উপদেশ আমার স্বগোত্রীয়দের জন্য। যারা রক্ত পানি করা পয়সা প্রেমিকার করকমলে অথবা পদতলে অর্ঘ দিচ্ছেন!! নিদৃষ্ট একটা বয়সে ( অনেক ইচড়ে পাকারা সেই বয়স হবার আগেই লিলুয়া বাতাসে খাবি খায়) ছেলেরা নিজের কোনো প্রেমিকা বা প্রেমিকনেই বলে দুঃখ করেন অনেকেই। জীবনে একটা প্রেম হলো না বলে আফসোসের শেষ নেই। বন্ধুরা প্রেমিকা নিয়ে রিকসায় ঘুরছে, ফুসকা খাচ্ছে; বার্গার-চিকেন, কোল্ডড্রিংস, আইসক্রিম খেতে খেতে স্বপ্নের জাল বুনছে, সিনেমায় যাচ্ছে, আর আপনি হিংসায় জ্বলছেন! আফসোস হচ্ছ, ইস আমার যদি একজন প্রেমিকা থাকতো! কিন্তু জানেন কি, প্রেমিকা না থাকার সুবিধা? সেটা জানলে অনেকেই হয়ত ভাববেন, যাক, একা আছি, এই বেশ ভালো আছি। আসুন জেনে নিই প্রেমিকা না থাকার কয়েকটি উপকারিতা।
১। নিজেই নিজের সিদ্ধান্ত নেয়া যায়ঃ
পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনো প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷
২। সাহস নিয়ে চলা যায়ঃ
একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না৷ যার সাথে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷ প্রেমিকাদের বেলাতেও ঠিত তাই।
৩। বাড়তি টাকা খরচ করতে হবে নাঃ
প্রেমিকা বা প্রেমিক থাকলে নিজেকে ফোকাস করার জন্য আপনাকে আজাইরা টাকা খরচ করতেই হবে। আজ কফিশপে তো কাল কোনো বড় রেস্টুরেন্টে, আবার পরশু শপিংমলে। এর মাঝে চা, ফুচকা ও চটপটি তো আছেই। আর সবাই খুব ভালো করেই জানেন এ প্রত্যেকটি ক্ষেত্রেই পকেট থেকে টাকা গুণতে হয়। তবে প্রেমিকাদের বেলায় খরচ কমই হয়ে থাকে। কিন্তু যদি প্রেমিক বা প্রেমিকা না থাকে তাহলে ভাবুন তো আপনার খরচ কতটা কমবে?
৪। একা থাকলে স্লিম থাকা যায়ঃ
ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়। ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে। একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না।
৫। অফুরন্ত সময় পাওয়া যায়ঃ
যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়! ৬। আরামের ঘুম হয়ঃ
‘ঘুম আসে না’- হঠাৎ বৃষ্টি’র সেই গানটার মতোই প্রেমিকদের অবস্থা৷ এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!
৭। বিচ্ছেদের জ্বালা নেইঃ
যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও তালাক পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷
৮। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বাড়েঃ
যারা একা থাকেন, তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনো বাঁধা-ধরা থাকে না৷ আর যাদের প্রেমিকা আছে তাদের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেয়া হয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা কর, আড্ডা দাও, কোথাও ঘুরতে চলে যাও৷
৯। যেখানে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা নেইঃ
প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেই - প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷ এত স্বাধীনতা আর কোথায়! এখন হিসাব করে দেখুন প্রেমিক/প্রেমিকায় জড়াবেন না একা থাকবেন। প্রশ্ন আমার উত্তর আপনার!! যদিও এটা খানসাব মানবেনা !!! তার girlfriend চাই ই চাই
সূত্রঃ অত্র লেখার মূল ছবিতে বলা আছে এটি একটি সম্পাদিত পোষ্ট! লেখায় অন্যান ছবিগুলো গুগলের সৌজন্যে প্রাপ্ত।
মূল লেখাঃ বিবার্তা; লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনাঃ জাকিয়া/যুথি।
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
nuru.etv.news@gmail.com
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভেরী গুড !!
ডক্টরেট অব লাভ !!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন, চমৎকার লিখেছেন!!!!???
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টেনে টুনে চালিয়ে নেওয়া দাদা!!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৪
ইন্দ্রনীলা বলেছেন: শিরোনামে একটু ভুল আছে। শিরোনামটা হবে
প্রেমিক/প্রেমিকা না থাকার উপকারিতা !
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রেমক না থাকলে মেয়েদেরও
এমন হয় নাকি !! ছেলেরা কি
মেয়েদের পার্স খুলে
টাকা পয়সার হিসেব রাখে !!
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর ভালো লাগেনা
নিজের খেয়ে বনের মোষ তাড়াতে !!
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
শেরজা তপন বলেছেন: ও ভাই -ব্লগে আপনাকে ইদানিং বেশ মিস করছি
সমস্যা কি??
প্রেমিকা না থাকার উপকারিতা~ বুঝতে একটু দেরি হয়ে গেল না??
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৮
নতুন বলেছেন: নুরু ভাই আঙ্গুর ফল অবশ্যই টক।
যারা আঙ্গুর পায় না অথবা মুরুব্বিদের নিষেধের কারনে কাছে যায় না তারা এমনটা ভাবে খুশি হবে।
কিন্তু প্রেমে পড়া একটা বিরাট অভিঙ্গতা, বিরাট একটা মাইন্ড গেম এটা। যারা এই ভ্যাজালের মাঝে না পড়েছে তারা ছাড়া বাকিরা বুঝতে পারবেনা।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ব্লগার মোহামমদ কামরুজজামান'এর মতো গরুর রচনা লেখার শুরু করলেন?
মানুষের প্রেমিকা থাকে না, মানুষের মনে অন্যের জন্য প্রেমের উদ্ভব ঘটে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগ্রহী নই মানুষের রচনা লিখতে
তা্ই গরুর রচনার চর্বিত চর্বণ !
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
মিরোরডডল বলেছেন:
প্রেম হচ্ছে একটা টনিকের মতো কাজ করে ।
প্রেমময় জীবন হয় আনন্দের ।
একজন মানুষ মেন্টালি হ্যাপি থাকে ।
মন ও শরীর একে অপরের সাথে সম্পৃক্ত ।
মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকে ।
প্রেমের কোন বিকল্প আছে বলে মনে হয়না ।
প্রেম হচ্ছে মহৌষধ ।
আর প্রেমিক প্রেমিকা হচ্ছে তার উপকরণ ।
দুটোরই প্রয়োজনীয়তা অপরিসীম ।
একটা ছাড়া আরেকটা অর্থহীন ।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৫
জুন বলেছেন: প্রেমিক না থাকার উপকারিতাটাও আগামী পোস্টে জানাইয়েন নুরু ভাই
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭
আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,
যৈবন কালের মতো লিলুয়া বাতাসের দোলা তো এ্যাহোন নাই। এই বুড়া কালে বউ বাদে প্রেমিকা যহন জোগার করা সম্ভব না, তহোনও কি এইসব উপকারগুলা পামু ???????
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০
স্প্যানকড বলেছেন: এত উপকার তবু মানুষ কেন যে ছুটে কোন মোহে ? ঐ ইটটু দেহি কইয়া কল্লা বাড়ায় তাতেই এক কোপে শেষ । দরকার নাই প্রেমিকার। খামাখা ভেজাল কি দরকার !
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: ইচ্ছা করলে আপনি রসময় গুপ্ত হতে পারবেন।
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৮
কামাল১৮ বলেছেন: যত বেশি প্রমিকা ততবেশী খরচ।এটাই বড় উপকার।
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৪
নূর আলম হিরণ বলেছেন: উপকারী দিকও কম নয়। এতদিন কোথায় ছিলেন।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৪
হাবিব বলেছেন: বউ না থাকার উপকারিতা লিখুন
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩১
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আপনার পত্রিকার টিয়ারপি বাড়বে এই টাইপের লেখায়।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫০
মোহামমদ কামরুজজামান বলেছেন: নুরু ভাই, প্রেমিকা না থাকার সবচেয়ে বড় উপকার বাদাইম্মা (কোন কিছুর সীমাবদ্ধতা ছাড়া যেমন খুশি তেমন ) হিসাবে চলা যায়।যেই প্রেমিকা আপা জীবনে আসে কিছু মজা
পাওয়া যায় তয় তার বিনিময়ে নিজের স্বাভাবিকতা হারিয়ে ভেড়া (এ করনা/এভাবে চলনা/এভাবে খাও কেন/ওর সাথে কথা বল কেন/তুমি এমন কেন/)
বনতে হয়।
করার ইচছা থাকে তয় তার মনমর্জিয়াতে চলার কোন বিকল্প নাই বা থাকেনা (এই লাইনে পিএইচডি করা কিনা)।
নাহলে ব্রেকাপ আর যদি প্যাচাপ