নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমাদের রাজীব খাঁন !!

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪১


আমাদের রাজীব খাঁন !!
নূর মোহাম্মদ নূরু

ব্লগ পাড়ায় খানসাবের নামটি সবাই জানে,
গাজী সাবের শিষ্য সে যে বলি কানে কানে।
আলাদিনের চেরাগ পেয়ে মন্তবে আজ তুঙ্গে
নানারকম বাদ্য বাজে কেউবা ফু দেয় শৃঙ্গে!

সে যেখানে যায় সেখানে তাহার গুরু গাজী
এ কথাটা মানবে সবাই হোকনা যত পাজি!
কোন লেখা যায়না বাদ তার মন্তব্য ছাড়া
ভালো মন্দ যাই হোক মন্তব্য চাই করা।

গুণী এই ব্লগার বইও অনেক লেখেন,
সে কারনে নিন্দুকেরা বাঁকা চোখে দেখেন।
পারো যদি তার মতো কেউ বই লিখে দেখাও,
কেনো তারে অকারনে নিন্দা কালি মাখাও।

তার সাফল্যে মন্দ লোকে আগুন ছাড়াই জ্বলে,
কপিবাজ, চোর, টুকলি বাজ কত কিছু বলে।
পাত্তা দেয়না মন্দ কথা লেখা তাহার চলে,
নিজের কথা, ঘরের কথা বলে ছলে বলে।

ঝড় ঝঞ্ছা যতই আসুক মিঠা কিংবা কড়া
আছে তারা দৃশ্যমান যতই লাগুক খড়া।
মন্তাজের তাবিজ নিয়ে রোগ বালাই নাশে
তার পরেও মাঝে মাঝে দম যায় আর আসে!

সব খানেতে খানসাবের পড়ে পদ ধুলি
তা না হলে খালি যেতো মন্তব্যের ঝুলি।
গুরু তাহার গাজীসাব শিক্ষা দিছে ভালো
আছে তারা হাসি খুশি ব্লগটা করে আলো।

লক্ষাধিক মন্তব্য পেয়ে ভাবছে পার্টি দিবে
মজার মজার খানা পিনা পান সুপারি রবে।
ব্লগ পাড়ায় এমন কিছু খানসাব থাকা চাই
তাদের জন্য আমরা সবাই মন্তব্য যে পাই।

লাখের উপর মন্তব্যতে সামু আজ গরম,
যদিও মডুর মন্তব্যেতে পেলাম একটু শরম!
তার পরেও হাত তালি দেই জানাই ধন্যবাদ
থাকবো মোরা সুখে দুঃখে কাঁধে মিলাই কাঁধ!

দোয়া করি মন্তব্য তার হবে কোটি কোটি
নিন্দুকের নিন্দা করলে ধরবো চেপে টুটি!
জিতে রহো খানসাহেব আর তাহার গুরু গাজী
শুভাশীষ জানিয়ে আমি ক্ষ্যান্ত দিলাম আজি।

দেখা যাবে এই কবিতায় কে কি কথা বলে,
না কহিলে কোন কথা তারাই মন্দের দলে।
পাত্তা না দেই ওদের কথায় সত্য যা তাই বলি।
নিন্দুকের নিন্দা মন্দ দু পা'য়েতে দলি।


প্রকাশকালঃ ঢাকাঃ , ২৩ এপ্রিল ২০২২ ইং শনিবার
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম

মন্তব্য ৭৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: রাজীবের সর্বশেষ পোস্ট পড়েছেন? কবিতা কি ফরমায়েশি?

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ্যাঁ পড়েছি এবং মন্তব্যও
করেছি। আমার এই লেখাটা
ফরমায়েশি নয়, এটা আয়েশি
লেখা। মনের চাহিদা পুরণ

২| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৬

রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে রাজীব কথন !!!

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখানে কোনো মন্দ কথা নাই
সব ভালো প্রসংশা করা হয়েছে।
ভালো কথা ভালো লাগারই কথা।
তবে মন্দ লোক সব কিছুতেই
মন্দ খুঁজে। সারমেয় যেমন
খুঁজে বিষ্ঠা!

৩| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মডারেটর গণ আপনারা শত ভাগ নিশ্চিত থাকুন। কপি পেস্ট বন্ধ করা এদের উদ্দেশ্য নয়। এরা হিংসুক এবং নিন্দুক। কপি-পেস্ট কে ইস্যু করে তারা যাদের সাথে প্রতিযোগিতায় পারেনা তাদের জোর জবরদস্তি করে ব্লগ থেকে বের করা এদের মূল উদ্দেশ্য।

২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুর মডারেটর টিম অত্যন্ত ঝানু ও
দক্ষ। কোন কিছুই তাদের চোখ
এড়ায় না। হয়তো তারা ইদুর
বিড়ালের লড়াই দেখছে।
এক সময় ক্ষপাত করে
ধরে ফেলবে!
মিছা মিছি উদবিগ্ন হবেন না।

৪| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০২

সোনাগাজী বলেছেন:



আমি সামুতে আসার আগে, অন্য এক ব্লগে রাজিবের সাথে ব্লগিং করেছি; তিনি তখনো সামুতেও ছিলেন; তিনি তখন মোটামুটি রবীঠাকুরকে কেন্দ্রে রেখে ব্লগিং করতেন; আমি উনাকে অনুরোধ করেছিলাম, সাধারণ মানুষকে নিয়ে লিখতে, পারলে ঢাকার মানুষের জীবন নিয়ে ব্লগিং করতে।

রাজিব তাঁর ব্লগিং ষ্টাইলের জন্য অনেকের চক্ষুশুলে পরিণত হয়েছেন; তিনি ভালো ব্লগিং করছেন, ৮/৯ জন ব্লগার উনার ব্লগিং'কে কেন্দ্র করে ব্লগিং করে চলেছেন।

২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই ৮/৯ জন কারা!
খ্যঁন সাবের পোষ্টে ৩/৪
জন এবং নাম ছাড়া ২ জন
নারী অপব্লগারের ধারণা
পেয়েছি। অন্যরা কারা!

৫| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৭

জিকোব্লগ বলেছেন:



১) আপনি কি ব্লগের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল? ২) নাকি আপনার নিজের
ও গুরুদের স্বাথের্র জন্য ব্লগ নিয়মকে থোরাই কেয়ার করেন?
৩) আপনার দুই গরু থুক্কু গুরু ছাড়া, আপনি আর কোন কোন ব্লগারকে
তোষামোদ করে পোস্ট দিয়েছেন, সেইসব পোস্টের লিংক দেন,পড়ি।

২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। আপনার কি ধারণা আমি ব্লগের প্রতি
শ্রদ্ধাশীল নই? ব্লগ টিম কি আমাকে
থাকতে দিতো যদি আমি শ্রদ্ধাশীল না
হতাম?
২। আমার কোন গুরু নাই। আমি গুণীদের
সম্মান করি, কদর করি।
৩। আমি কাউকে তোষামোদ করিনা,
সনেট কবি ফিরিদ ভাই, ছড়াকার
প্রামানিক ভাই তাদের নিয়া কবিতা
লিখেছি আমার ব্লগে গেলে দেখতে
পাবেন। (লিংক দেবার অবসর নাই)
তবে আপনাকে লিখি নাই। সম্ভবত
সেই কারনে গোস্যা করেছেন!

৬| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টে ছাগু আসলে কানে ধরে বের করবেন। এদের পেছনে টাইম ওয়েস্ট করা লস।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কি ধারণা,
তারা কি এসেছে?
না বুঝলে বের করি
কি করে?

৭| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা বুঝি এসব পোষ্ট হিট খাওয়ার জন্য লেখা হয়!

:-B

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি ঋণাত্মক শূণ্য হলে মগজে
শূণ্য না! ঠিকই আমার মতলব
বুঝে ফেলেছেন! জ্ঞানী মানুষ
ইসারাতেই সব বুঝে। তবে
আপনারা এমন পোষ্ট পছন্দ
করেন সেটা আরো একবার
প্রমাণ করলেন। সম্ভবত
গুরু গম্ভীর তথ্য সমৃদ্ধ
পোষ্টে আপনাদের
আনাগোনা কম।
আপনারা কি ওই
লেখা বুঝেন না!

অঃ টঃ আপনাদের দলে কত জন
আছেন?

৮| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১০

নিমো বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা বুঝি এসব পোষ্ট হিট খাওয়ার জন্য লেখা হয়!:-B
এই আমরাটা কারা ? ব্লগ টিম, নাকি অধীতি'র বলা ব্লগের চক্র ?

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও ওই একই প্রশ্ন তোমরা কারা!
তোমাদের দলে কত জন আছে?
জানা থাকলে নিরাপদ পথ অবলম্বন
করতে পারতাম!

৯| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৪

সাগর কলা বলেছেন: - ভাইয়া ইনি কে?

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নাম, ধাম, পরিচয় সবইতো
দিলাম, তবু চিনতে কষ্ট হলে
তাকে নিয়া লএখা আগের
পোষ্ট দেখুন।

১০| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজিবকে পোস্ট এবং কমেন্ট ব্যান করার লুলভির ওরফে ছাগু সিন্ডিকেট পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাচতে মানা নাই,
তবে যদি বলে উঠান
বাঁকা তা হলে খবর আছে!

১১| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:


রাজিব যেই ধরণের দৃষ্টিভংগি, ধারণা, ভাবনাচিন্তা পোষণ করেন, তা'নিয়ে তিনি আর বেশীদিন ব্লগিং'এ টিকবেন বলে মনে হয় না।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণাও তাই!
তাকে উত্তেজত হতে
এবং কাউকে উত্তেজিত
না করার জন্য অনুরোধ
করছিলাম। কথাও
দিয়েছিলো কিন্তু ভাবে
তা বোঝা যাচ্ছে না।
আপনি একটু বুঝান।

১২| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪০

কেমিক্যাল বাবু বলেছেন: জীবন যেখানে যেমন তেমন ব্লগিং এ ও।
কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কেমিক্যাল বাবু।
যে নদীর যে ভাও
সে মতো নাও বাও।

১৩| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৮

জ্যাকেল বলেছেন: উস্তাদ বরবারই ভিন্নখাতে তথ্য প্রবাহিত করতে সিদ্ধহস্ত। চুরির অভিযোগে শিষ্যের শাস্তিকে তিনি বলছেন চিন্তা/চেতনার কারনে ব্যান করা হইয়াছে। নিজের ব্যান প্রসংগে বলতেছেন তিনার চিন্তা চেতনার কারনে ব্যান করা হইয়াছে। অথচ উনি ব্লগ নীতিমালা একশো একবার ভংগ করিয়াছিলেন এখনো করে যাইতেছেন, শিষ্যও করে যাইতেছে। আপনেও আলুপোড়া ভাগের লোভ সামলাইতে পারলেন না। সবমিলিয়ে অবস্থা হযবরল।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি অন্যায়ের প্রতিবাদ করি,
গড্ডালিকা প্রবাহে গা ভাসাই না।
আলু পোড়া যাদের প্রিয় তাদের
মুখোশ উন্মোচন হোক, আমরা
দেখি গ্যলারীতে বসে।

১৪| ২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:


@জ্যাকেল,

ব্লগের নীতিমালা সামুটিম জানেন; ব্লগের নীতিমালা ও দেশের নাগরিকের অধিকার সম্পর্কে আপনার ধারণা পরিস্কার বলে আমি বিশ্বাস করি না।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিশ্বাস-অবিশ্বাস কেতাবী কথা।
এখন কেউ কাউকে বিশ্বাস করেনা,
বন্ধুও বিষের ছুড়ে হানে পিছনে।

১৫| ২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১০

জ্যাকেল বলেছেন: আপনার বিশ্বাস দিয়ে ব্লগারদের কারো কিছু হবে না। আপনি স্বদর্পে নিজেকে অবিশ্বাসী বলেন। উহা নিয়েই শান্তিতে থাকেন, অন্যের মত ধর্ম নিয়ে বিদ্রুপ কথা থেকে বিরত থাকাই আপনার কর্তব্য।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যার বিশ্বাস নিয়ে সে থাকুক
সমস্যা নাই। তবে কেউ যদি তার
বিশ্বাস অন্যের উপর চাপাতে চায়
সেটা মেনে নেওয়া যাবেনা।

১৬| ২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



@জ্যাকেল ,

এখন আপনি ধর্ম টানবেন, হাদিস আনবেন, ইমানের দোহাই দেবেন; এগুলোই আপনার ভাবনাচিন্তা; কিন্তু অন্য ব্লগার নিয়ে কি পোষ্ট লিখছেন, গাধা নিয়ে কেন পোষ্ট দিচ্ছেন, সেগুলোর ব্যাখ্যা আপানর কাছে নেই; এটাই আপনার ব্লগিং !

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গজীসাব পানিতে যে যতটুকু
নামবে সে তখন তার গভীরতা
অনুমান করতে পারে। নদীর
পাড়ে বসে নদীর গভীরত বোঝতে
যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। কে কি
দিয়া কি বুঝাতে চায় তা বুঝতে হলে
আরো গভীরে যেতে হবে যা অনেকেই
করেন বা বুঝেনা।

১৭| ২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



সামুটিম রাজিবকে সাময়িকভাবে, কিংবা পুরোপুরিভাবে থামায়েছেন; আমার মনে হয়, এটা রাজিবের জন্য ভালো; উনার ২টি মেয়ে আছে, উনার উচিত মেয়েদের সময় দেয়া, পরিবারকে সময় দেয়া।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেন কি?
যদি তাই হয় ব্লগে শান্তি
ফিরে আসবে।
খোকা ঘুমালো
পাড়া জুড়ালো।

১৮| ২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

জিকোব্লগ বলেছেন:

পুলিশ চোরকে ধরলে, চোর পুলিশকে গালাগালি করে। এই পোস্টে কিছু মন্তব্য দেখে মনে হচ্ছে,
শুধু চোর না, চোরের চামচারাও গালাগালি করে। আলোচ্য চোর একজন ইসলাম ধর্ম বিদ্বেষী
কিন্তু তার চামচাদের অনেকে নিজেকে খাঁটি ঈমানদার মুসলিম বলে দাবি করে। তাই এখানে
দেখা যাচ্ছে, কিছু মুসলিমরা ইসলাম বিদ্বেষীর চামচামি করছে। এই চামচা সমন্ধে একটা ঘটনা
মনে পড়লো। একবার আমি ব্লগার ভুয়া মফিজকে বলেছিলাম , ''দুঃখের বিষয়, কিছু মুসলিমকে
এই ইসলাম বিদ্বেষীদের সাপোর্ট দিতে দেখা যায়। জানি না এরা কী ধরনের মুসলিম!'' উত্তরে উনি
বলেছিলেন, ''এরা হলো মিচকা শয়তান, যাদেরকে ইসলামী পরিভাষায় ''মুনাফিক'' বলা হয়ে থাকে।''

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও তাই মনে হয়।
চামচাদের দৌরত্ত বেড়ে
গেছে অনেক গুন। এক
শিয়াল হুক্কা হুয়া ডাক
দিলেই শত শত শিয়াল
হাজির হয় শিকারকে
খুবলে খেতে।

১৯| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:



@জিকোব্লগ, নীচে আপনার ব্লগিং ইতিহাস, আপনি ব্লগারদের নিয়ে কিসের এত মতামত দিচ্ছেন?

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৪৭৬টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ বছর ৫ মাস

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাসাব! আপনি কি সত্যজিত রায়ের গোয়েন্দা
ফেলুদা, নাকি
হেমেন্দ্রকুমারের 'জয়ন্ত', নাকি সুচিত্রা ভট্টাচার্যের
'মিতিন মাসী', সমরেশ মজুমদারের 'অর্জুন',
নীহাররঞ্জন গুপ্তের 'কিরীটি রায়', বুদ্ধদেব বসুর
'ঋজুদা' কিংবা হাল আমলের মোহাম্মদ নাজিম
উদ্দিনের 'জেফরি বেগ'?
যে মানুষের হাড়ির খবর
বের করে আনেন। এভাবে
গোপন কথা বের করা কি ঠিক?

২০| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪২

ঋণাত্মক শূণ্য বলেছেন: @নিমো.....
প্রচারে এলাকাবাসী বলে একটা কথা আছে। এলাকাবাসী ও জানেনা কোন এলাকাবাসী এটা প্রচার করেছে। ধরে নেন সেইরকম "আমরা"!

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা চিনি চিনি।
আমাদের বলদ পাইছেন যে চিনি চিনাবেন!
বাংলা অভিধান মতে আমরা এর বাংলা অর্থঃ
[আমরা, আমারা] সর্ব আমি এবং আমার সঙ্গী

এখন ইচ্ছা হলে বলতে পারেন কারা আপনার সঙ্গী।

২১| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: @লেখক...
আমরা গুরুগম্ভীর পোস্ট পড়ি, এবং পুরোপুরিভাবে নিজের ভার বজিয়ে রেখে গুরুগম্ভীর ভাবে প্রস্থান করি!

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বাহ সুন্দর!
আপনারাও শিকারী মাছ ধরেন
শান্ত পকুরে ছিপ ফেলে আয়েশ
করে! আর যিনি সমুদ্রের ঢেউয়ের
সাথে জীবন বাজী রেখে মাছ ধরে
সেও শিকারী! কি বলেন? কিঁছু
বলতে হলে জানতে হবে তাইনা!

২২| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯

আশিকি ৪ বলেছেন: লেখক বলেছেন আপনাদের দলে কতজন আছেন?

মোর ত মনে লয় হেরা সজ্ঞলেই এক। দুই নারী আর হে একা সব নিক চালায়। আর নারী গুলোর ২/১ টা মাল্টি তাখতে পারে।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ মালুম।
আল্লাহ সব গায়েবী আর
বাতেনীর সব খবর রাখেন!

২৩| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৫

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজী আবালের মত ব্লগ পরিসংখ্যান নিয়েই একই মন্তব্য বার
বার করে এসেছে । হা হা হা। উচিত কথা বলাতে উহার গাত্রদাহ বুঝি
শুরু হয়ে গেল। ব্যাপার কী! আলোচ্য চোর ও চোরের চামচাগুলো কী
তাহলে সোনাগাজীর খাস সাগরেদ ! নাকি সোনাগাজীই নিজেকে ঐ
উল্লেখিত ক্যাটাগরিতে ভাবছে! কে জানে !

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জিকো ব্লগ,
আমাদের অঞ্চলে একটা কথা
প্রচলিত আছে " বাইরা গরুর
আঘড়া জরায় না"
মানে হিলো যে গরুর লেজই নাই
তার লেজে আঘড়া জড়ানোর প্রশ্নই
আসে না।
সুতারাং যে কিছুই লেখেনাই তার মেধার
মূল্যায়ন হবে কি করে? বড় বড় কথা বা
মানুষের ভুল ধরা সহজ কিন্তু সেই কাজটি
যে করে সে বুঝে ওটি করার যাতনা।

২৪| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০৬

আশিকি ৪ বলেছেন: গাজীকে তর্কে না পেরে এভাবে নোংরা ব্যক্তি আক্রমণ করছে অথচ মডু নীরব। যত ব্লগীয় নীতিমালা বেচারা রাজিব নুর আর গাজি সাহেবের জন্য। হায়! এটা কি সামু ব্লগ!!

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মডু হয়তো সব দেখছেন, ব্লগারদের
মটিভ সব তার জানা।
তিনিই সঠিক সময়ে
সঠিক সিদ্ধান্ত নিবেন।
তার কাছে গাজী খাঁন
সবাই সমান।

২৫| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:



@জিকোব্লগ,

আপনি ১ বছর ৬ মাসে কোন পোষ্ট লিখতে পারেননি, আমার ও আপনার মাঝে কোন ব্লগিং সম্পর্ক নেই; আপনি লিখতে জানেন না।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনি লিখতে না জানলেও
বলতে জানেন!!
সবাই যেমন বলতে জানেনা
তেমনি সবাই লিখতে জানে না।

২৬| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫০

জগতারন বলেছেন:
রাজিব নূর আমার পছন্দের মানুষ, সে সরল আন্তরীক,
সে আমার সন্তান তুল্য কারন তার বাবার সমবয়সী আমি।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার পছন্দ হলেই
সবার পছন্দ হবে তার
কোনো নিয়ম নাই।
আমি যাকে ভালো বাসি
অন্যে তাকে দোষে,
হয়তো সেটা হিংশা
নয়তো কোনো রোষে।

২৭| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫১

অধীতি বলেছেন: রাজীব ভাইকে ভাল লাগে। কবিতা সুন্দর হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব ভাইয়ের চরিত্র ফুলের মতো পাবিত্র
রাজীব ভাইয়ের চেহারা নায়কের মতো।
সুন্দরতো হতেই হবে।

২৮| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৫

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজী বলেছেন:

@জিকোব্লগ,
আপনি ১ বছর ৬ মাসে কোন পোষ্ট লিখতে পারেননি, আমার ও আপনার মাঝে কোন ব্লগিং সম্পর্ক নেই; আপনি লিখতে জানেন না।

-জ্বি পোস্ট লিখি না। কিন্তু সোনাগাজীর সাগরেদ বেহায়া চোরের মত অন্যের পোস্ট ও মন্তব্য হুবুহ চুরি করে নিজের নাম চালিয়ে দেই না।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার সব ক্ষমতা থাকেনা,
তা নিয়ে বাহাস করা ঠিক নয়।
ছোট বেলায় সুর করে পাঠশালায়
পড়তাম কানাকে কানা বলিও না,
খোড়াকে ল্যংড়া বলিও না তাতে
তারা কিষ্ট পায়।
"কারো মনে তুমি দিওনা আঘাত
সে আঘাত লাগে কাবার ঘরে,,

সূত্রঃ এটি নজরুলের একটি গজল।

২৯| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

আশিকি ৪ বলেছেন: পুষ্টে এক ছাগু ল্যাদাচ্ছে। তারে খোয়াড়ে ভরবেন?

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাকে প্রচুর পরিমানে কাঠাল পাতা খাওয়ান।
জীবে প্রেম করে যেই জন
সেইজন সেবিছে----
এটা আমার কথা না---

৩০| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫১

সোনাগাজী বলেছেন:



@জিকোব্লগ,

রাজিব যদি অন্য লেখকের লেখা কপি করে থাকেন, তিনি বুদ্ধিমানদের লেখা কপি করবেন; আপনার কোন লেখা কোনদিন কপি করার সম্ভাবনা নেই।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন তিনি জেনারেল
সবাই খুশি তো !
সবাই আনন্দ করেন,
ডুগডুগি বাজান আর
কাকে ধরবেন সে কূট
চাল চালুন!

৩১| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫৬

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজী বলেছেন:
@জিকোব্লগ,
রাজিব যদি অন্য লেখকের লেখা কপি করে থাকেন, তিনি বুদ্ধিমানদের লেখা কপি করবেন; আপনার কোন লেখা কোনদিন কপি করার সম্ভাবনা নেই।

- একজন বুদ্ধিমান লোক কোনো চোরের পক্ষে সাফাই গাইতে পারে না।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা নিজেকে সবার চেয়ে বেশী
বুদ্ধিমান আর চালাক ভাবি। আর
পাগল কখনোই নিজেকে পাগল
ভাবে না।

৩২| ২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৯

সোনাগাজী বলেছেন:



@জিকোব্লগ,

রাজিব চোর নয়, আপনি ঠিক ব্লগার নন।

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন এক বিখ্যাত সাহিত্যিক
(নাম মনে পড়ছেনা) বলেছিলেন
বই চুরি নাকি দোষের নয়। তার
বাড়িতে অনেক বই ছিলো মেঝেতে
ছড়ানো ছিটানো। তা দেখে তার এক
বন্ধু বলে ছিলেন তুমি বই গুলো মেঝেতে
না রেখে কয়েকটা র‍্যাক বানিয়ে নিতে পারো!
জবাবে ওই সাহিত্যিক বলেছিলেন বই যেভাবে
যোগার করেছি র‍্যাকতো আর সেভাবে যোগার করা
যাবেনা! সুতরাং সকল চুরি নিয়ে মাতামাতি করা কি
ঠিক!
জিকোব্লগের কাছে প্রশ্নঃ ওই সাহিত্যকের নাম কি?

৩৩| ২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:১০

মাস্টারদা বলেছেন: কদিন এ পাড়ায় আসতে পারিনি। এর মধ‍্যে দেখি তুমুল কাণ্ড। কিন্তু আসল ঘটনাটা কী? কিসের মুণ্ডু কেটে বসায়ে দিয়েছে?

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দূরে ছিলেন ভালোই ছিলেন
কাঁদা লাগেনি গায়,
এখানের ছাত্ররা যে
মাষ্টার পোঁড়া খায়!

,

৩৪| ২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: সোনাগাজী বলেছেন: @জিকোব্লগ, রাজিব চোর নয়, আপনি ঠিক ব্লগার নন

এপিক, ব্রো, যাষ্ট এপিক!

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগরতলা আর৷ চকিরতলা
যেমন এক নয়!

৩৫| ২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:২৮

সোনাগাজী বলেছেন:



@ঋণাত্মক শূণ্য,

সাড়ে ৩ বছর তো ব্লগিং করলেন, নিজকে ব্লগার বলে মনে হয়?

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হবেনা কেনো!
ব্লগে নাম আছেতো!

৩৬| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মতে সবাইকে লেখার সুযোগ দেয়া উচিত।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখার সুযোগই যদি
না থাকে তা হলে ভুল
শুদ্ধ হবে কি করে?
চাকুরী না দিয়েই যদি
অভিজ্ঞতা চায় তখন
মনটায় কি চায়!

৩৭| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজী বলেছেন:

@জিকোব্লগ,

রাজিব চোর নয়, আপনি ঠিক ব্লগার নন।

- রাজীব নুর লেখা চুরি করেছে। আর যে লেখা চুরি করে তাকে লেখা চোর বলা হয়।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুম, কথা সত্য!
আচ্ছা কথা চোরকে কি
বলা হবে?

৩৮| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজীব নুরের ভাবনাচিন্তা ভালো। সহজ। কিন্তু কুম্ভিলকৃত্তির অভিযোগটা গুরুতর।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইলে আর ভাবনাচিন্তা
ভালো রহিলো কই?
শব্দটা কুম্ভিলকৃত্তির নয়
সঠিক শব্দ হলোঃ কুম্ভিলকবৃত্তি

৩৯| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি এখনো ব্লগে লেখালেখি করেছেন ? আমি তো ভাবলাম আপনি ইতোমধ্যে দেশান্তরী হয়ে আপনার প্রিয় বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছেন ! সামুতে কপিপেস্ট নিয়ে দুর্বার আন্দোলন শুরু হওয়ার পর অনেক ব্লগার নাকি গা ঢাকা দিয়েছেন - আপনিও কি এই লিস্টে আছেন ?

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বামী বিশুদ্ধানন্দর দোয়ায়
বহু ঝড় ঝাপ্টা সয়ে এখনো
টিকে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.