নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরার্থই মহত্ত্ব

শান্তিবাদ

নুরুলইসলাম খান

নুরুলইসলাম খান › বিস্তারিত পোস্টঃ

হাদিছের জন্মভূমি ইরানে মুতার নামে বেশ্যাবৃত্তির সরকারি অনুমোদন!f

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

জ্ঞানী পাঠকগণের আলোচনা/সমালোচনার জন্য নিম্নোক্ত পোস্টটি দেওয়া হল:

সম্প্রতি ইরানী কতৃপক্ষ স্বল্পস্থায়ী বিয়ের ছদ্মবেশে সরকারীভাবে বেশ্যালয়ের জন্য ফান্ড বরাদ্দ করছে। এই ব্যবস্থায় নির্দিস্ট লোকালয়ে একদিনের জন্য বিয়ের অনুমতি দিয়েছে ইরান সরকার। এই ব্যবস্থা অনুযায়ী যেকোন ইরানী কিংবা বিদেশী নির্দিষ্ট বেশ্যালয়ে যেয়ে ঐ মেয়ের সম্মতিতে একদিনের জন্য বিয়ে করে তার সাথে সেক্স করতে পারবে। বিয়ের ছাড়া সেক্স করলে ইরানে ১০০ বেত্রাঘাত থেকে শুরু করে মৃত্যুদন্ড দেয়া পর্যন্ত বিধান আছে। শিয়া ইসলাম অনুযায়ী এই ধরণের বিয়েকে মুতা বিয়ে বলে। সরকার কতৃক এই স্বীকৃতির পর এখন যে কেউ হালাল উপায়ে নারী-সম্ভোগ করতে পারবে মাত্র ২০ থেকে ৫০ ডলার এর বিনিময়ে। কুমারী, সুন্দরী এ সব ভেদে উক্ত যৌন-সম্ভোগ এর মূল্যমান বিভিন্ন হতে পারে। যৌন-সম্ভোগ শেষে আবার আরো একটি কাগজে তালাক সই করে বাড়ি চলে যেতে কোন অসুবিধা নাই। ইরানে এমনটা অনেকদিন ধরেই চলে আসছিল, এই প্রথম পেল রাষ্ট্রীয় স্বীকৃতি। সূত্র: প্রাইমনিউজবিডির (Click This Link.) এই লিঙ্ক থেকে সংগৃহীত। বিনীত।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: এসব কিয়ামতের লক্ষন

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

নুরুলইসলাম খান বলেছেন: ছালাম।

অনিবার্য ধ্বংসের দোরগোড়ায় মানুষ।

বিনীত।

২| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে

লালন বলে তাই জানিলে
পাপ পূণ্যের আর নাই বালাই-------


২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

নুরুলইসলাম খান বলেছেন: ছালাম।
মহামতি লালন ফকির নি:সন্দেহে একজন মহাপুরুষ ছিলেন।
বিনীত।

৩| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

মেহেদী হাসান মানিক বলেছেন: :| :| :| :| :| :| :| ভাবনা আসে না :-< :-< :-< :-< :-< :-<

৪| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

এস এইচ খান বলেছেন: আপনার দেয়া হেডিংটা পছন্দ হয়েছে। আসলেই হাদিছের নামে মুসলিমদের কোরআন থেকে দুরে রাখার পিছনে পারসিয়ানদের ষরযন্ত্রই মূখ্য ছিল!

অপেক্ষাকৃত লিবারেল রুহানীর কারিশমাও হতে পারে ;)

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

নুরুলইসলাম খান বলেছেন: ছালাম, এস এইচ খান।
আপনার প্রতি চির কৃতজ্ঞ ও বিনীত।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

নুরুলইসলাম খান বলেছেন: ছালাম এস এইচ খান।

দয়া করে এই সাইটটি ভিজিট করতে পারেন: http://www.youngmuslimsociety.com/
বিনীত।

৫| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

নীল জানালা বলেছেন: দেখেন জনাব, আমার মতে আপনে শরীরবিদ্যা নিয়া পড়াশোনা করেন কিছুটা। আপনার নিজের যৌনাবেগ কতটুকু সেইটা জানেন আপনে আর জানে আপনার বিবি (যদি বিবাহ করিয়া থাকেন)। কিন্তু ব্যাক্তিভেদে যৌনাবেগের তারতম্য হয়। কি পুরুষ কি মহিলার। কিছু পুরুষ বা মহিলা আছেন যারা তীব্রতম কাম বাসনার শিকার। ব্যাপারটা বায়োলজিক্যাল। ঐ ধরনের লোকেরা ধর্মীয় চোখ রাংগানীর ভয়ে হয়তো কিছুটা নিজের ব্যাপক যৌনাবেগের কিয়দাংশ দমন করতে পারেন, কিন্তু পুরা দমন করা সম্ভব হয়না অনেক ক্ষেত্রেই। তাছারা দেখা দেয় নানান উপসর্গ। এমতাবস্থার একজন নারীরে গনিকা হওয়ার এবং একজন পুরুষরে গনিকালয়ে গমন করার সুযোগ কৈরা দেওয়াটাই সমিচীন। আপনি গনিকালয় খোলা রাখলেও দেশের ১০০% মেয়ে বেশ্যা হয়ে যাবেনা বা ১০০% পুরুষ সেথায় গমন করিবেনা। ঐটা যাদের জায়গা তারাই ঐখানে যাবে।
সুতরাং গেল গেল সব গেল বৈলা চেঁচামেচি বন্ধ করেন। এইসব আগেও ছিল, এখনো আছে এবং পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত থাকবে। তবে কোন নারী যেন নিজের ইচ্ছার বিপরীতে বা ক্ষুধার তারনায় গনিকা না হয় - রাস্ট্র যদি শুধু এইটুক নিশ্চিত করতে পারে তবেই যথেস্ট।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

নুরুলইসলাম খান বলেছেন: ছালাম, নীল জানালা।

পোস্টটির হেডিংটিই শুধুমাত্র আমার নিজের, আর বাকী ম্যাটারটি প্রাইমনিউজবিডি থেকে কপি পেস্ট দেয়া হয়েছে আপনার মত জ্ঞানী পাঠকের আলোচনা/সমালোচনা করার জন্যই।
বিনীত।

৬| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

শামীম আহমেদ ইভ বলেছেন: দারুণ বলেছেন। ১০০% সমর্থন করি। @ নীল জানালাestraverde

৭| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

পুকুরপাড় বলেছেন: শিয়ারা যে বাতিল ,ইসলাম হইতে খারিজ তা এদের এই ঘটনায় প্রমানিত ।

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

নুরুলইসলাম খান বলেছেন: ছালাম পুকুরপাড় ।
শুধু শিয়ারা কেন? মুছলিমগণ আজ এভাবেই আল্লাহ রাছুলের কোরান থেকে দূরে সরে গিয়ে হাদিছ, ইজমা, কেয়াস, ফতোয়ার মাধ্যমে শিয়া, ছুন্নী, খারেজী, রাফেজী, হানাফী, হাম্বলী, মালেকী, ওহাবী, জামাতী, কাদিয়ানী, পীর-পীরানি ইত্যাদি দল উপদলে বিভক্ত হয়েছে।
আর এই দল উপদল থেকে বের হয়ে আসতে হলে আল্লাহ রাছুলের কোরানের রজ্জুকে দৃঢ়ভাবে আকড়ে ধরলেই মানুষগণ একাকার আল্লাহর পৃথিবীতে একক মানব পরিবারে পরিণত হবে।
বিনীত।

৮| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

মেদভেদ বলেছেন: #নুরুলইসলাম খান
#ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ২১টি
মন্তব্য করেছেন: ৯০টি
মন্তব্য পেয়েছেন: ৯০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৭ মাস
ব্লগগুলো মোট ১৭৬৭ বার দেখা হয়েছে

ব্লগারের স্বরুপ জানতে এখানে গুতাদিন।

৯| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

কলপ বলেছেন: নীল জানালা বলেছেন: দেখেন জনাব, আমার মতে আপনে শরীরবিদ্যা নিয়া পড়াশোনা করেন কিছুটা। আপনার নিজের যৌনাবেগ কতটুকু সেইটা জানেন আপনে আর জানে আপনার বিবি (যদি বিবাহ করিয়া থাকেন)। কিন্তু ব্যাক্তিভেদে যৌনাবেগের তারতম্য হয়। কি পুরুষ কি মহিলার। কিছু পুরুষ বা মহিলা আছেন যারা তীব্রতম কাম বাসনার শিকার। ব্যাপারটা বায়োলজিক্যাল। ঐ ধরনের লোকেরা ধর্মীয় চোখ রাংগানীর ভয়ে হয়তো কিছুটা নিজের ব্যাপক যৌনাবেগের কিয়দাংশ দমন করতে পারেন, কিন্তু পুরা দমন করা সম্ভব হয়না অনেক ক্ষেত্রেই। তাছারা দেখা দেয় নানান উপসর্গ। এমতাবস্থার একজন নারীরে গনিকা হওয়ার এবং একজন পুরুষরে গনিকালয়ে গমন করার সুযোগ কৈরা দেওয়াটাই সমিচীন। আপনি গনিকালয় খোলা রাখলেও দেশের ১০০% মেয়ে বেশ্যা হয়ে যাবেনা বা ১০০% পুরুষ সেথায় গমন করিবেনা। ঐটা যাদের জায়গা তারাই ঐখানে যাবে।
সুতরাং গেল গেল সব গেল বৈলা চেঁচামেচি বন্ধ করেন। এইসব আগেও ছিল, এখনো আছে এবং পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত থাকবে। তবে কোন নারী যেন নিজের ইচ্ছার বিপরীতে বা ক্ষুধার তারনায় গনিকা না হয় - রাস্ট্র যদি শুধু এইটুক নিশ্চিত করতে পারে তবেই যথেস্ট।

১০| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম নিউজটা কয়দিন আগেই দেখেছি , তবে একজন এমন কয়টা বিয়ে করতে পারবে ? এই ব্যাপারে কিছু জানেন নাকি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.