![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা, ১৮ জানুয়ারি: পৌষ মাসে উপবাস পালন শেষে 'ইয়ং মুছলিম সোসাইটি (মানব ধর্ম সংস্কার)' এর আয়োজনে শুক্রবার (১৬-১-২০১৫) ঢাকার জুরাইনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপবাস সমাপনী দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ম. জামিলুল বাসার সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, মানব ধর্ম সংস্কার উমর (র.) কর্তৃক প্রবর্তিত চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী ঘুরে ঘুরে এক এক সময় উপবাস পালনকে কোরানিক মনে করে না; সৌরবর্ষের হিসাব অনুযায়ী কোরানিকভাবেই তারা নির্দিষ্ট পৌষ মাসে উপবাস পালন করেন। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক কর“ন: http://humanrelreformation.org/index.php…
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচীর শুরুতে সকালে এ উপবাস পালনকারী সদস্যগণ পরস্পর আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে তারা প্রার্থনা এবং লালন, রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের এক মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন। ১৬ তারিখ রাত সাড়ে নয়টার এশিয়ান টিভি'র খবরে অনুষ্ঠান প্রচার করা হয়।
©somewhere in net ltd.