![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুছলিম ও কুরআনিক সুন্নতের একজন ভক্ত। কেউ কুরআনিক সুন্নত অমান্য করলে আমার (?) ধর্মীয় অনুভুতিতে সুরসুরি লাগে।
সূরা তওবার ৩৪ নং আয়াতে আল্লাহ বলেন, ''হে ইমানদারগণ! পন্তিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদেরকে নিবৃত রাখছে।'' তাছাড়া, কোন নবী রাছুল ইমামতি, পীর-ফকিরি, ওয়াজ নসিহত ধর্ম কর্মের বিনিময় গ্রহণ করেছেন মর্মে নজির/ইতিহাস নেই! ইমামতি, পীর-ফকিরি, ওয়াজ নসিহত ধর্ম কর্মের জন্য কোন বিনিময় গ্রহণ হারাম।
অতএব, প্রচলিত ইমাম, পীর-ফকির ওয়াজিনগং ধর্মকর্মের জন্য যে বিনিময় গ্রহণ করছেন তাতে নবী-রাছুলদের কুরআনিক এ সুন্নতকে স্পষ্টভাবেই অস্বীকার করছেন বলে প্রমাণিত। তাই তাদের এই কুরআনিক সুন্নত অস্বীকার করায় আমার (?) ধর্মীয় অনুভুতিতে সুরসুর লাগে! এভাবে কারোর ধর্মীয় অনুভুতিতে সুরসুরি দেয়ার কী শাস্তি হতে পারে কর্তৃপক্ষের কাছে জানতে চাই!
বিনীত।
©somewhere in net ltd.