![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পে-স্কেল নিয়ে আর কত ধৈর্য্য! ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা যাবে না তো??? বিগত কয়েক বছর পে-স্কেল নিয়ে আলোচনা হচ্ছে আর জিনিসপত্রের দাম বাড়ছে!! দেনা করে মাস চালাতে গিয়ে চাকুরেদের মাথায় ঋণের বোঝা!!! বুঝাই যাচ্ছে পে-স্কেল পেলেও যেমন ছিল তেমনই হবে বরং খারাপ হতে পারে! চাকুরেদের জীবনযুদ্ধের এত্তসব মৌলিক সমস্যার সমাধান ঘোষিত পে-স্কেলেও নাই! পে-স্কেলের জন্য ফরম পূরণের মাধ্যমে চাকুরেদের মতামত নেয়া হয়েছিল। সেগুলোর কোন বাস্তবায়ন নেই। শ্রেণী বৈষম্য কমানো হয়নি (মানুষ মাত্রই এক পেট ও এক পিঠ কিন্তু যারা বেশী করে বেতন পান জানা নেই তারা কয়টি পেট ও পিঠ বিশিষ্ট মানুষ!), বলা হয়েছিল বাবা-মাকেসহ পরিবারের সদস্য সংখ্যা ৬ জন ধরে বেতন নির্ধারণ করা হবে, তাও হয়নি; পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতির ব্যবস্থা হয়নি; 'মরার ওপর খারার গা' টাইম স্কেল বাদ! এত্তসব মতামত, আলোচনা কেবলই কী নাটক?(!)
শিক্ষা: ছাইড়া দে মা কাইন্দা বাঁচি!
২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: মালের বাচ্চা গত দুই বছর ধইরা মুলা ঝুলাইয়া রাখছে।
৩| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১
হাসান মাহবুব বলেছেন: মনে হয় ২০২০ এর নির্বাচনের আগে দিবে।
৪| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮
আল ইমরান বলেছেন: হায় পে স্কেল........
৫| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩
নুরুলইসলাম খান বলেছেন: হুমম! হায় পে স্কেল........!!! ছাইড়া দে মা কাইন্দা বাঁচি!
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
সরকারের লোকেরা কি নিজের স্কেল নিজে বুঝে নেয় না?