নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সফলতা আমার মন্জিল, সফলতা আমার অধিকার ।

সামি আদনান

মানুষ এর ভালবাসায় আমি অমর হয়ে থাকতে চাই । রঙধনুর সাত রঙে জীবন টাকে রাঙাতে চাই যোগাযোগ০১৬৭৪৫৩৩৭৮৮ বাসাঃ ৫ , রোড ৮, রামপুরা মহা-নগর প্রজেক্ট , ঢাকা

সামি আদনান › বিস্তারিত পোস্টঃ

পুলিশ জনগনের বন্ধু নাকি শত্রু

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

না খায়া মরি তবু পুলিশের গাড়ী চালামু না। আমার এক পরিচিত ভাই, যে লেগুনা চালাত। হঠাৎ তার সাথে রাস্তায় দেখা হল। হাল-বার্তা জিজ্ঞেস করতেই বল্ল, গত সপ্তাহে তার গাড়ীটা একবার পুলিশ রিকুইজিশন করে। এরপর আবার এই সপ্তাহে পুলিশ তার গাড়ী সিলেক্ট করে। তো আমার ড্রাইভার ভাই বল্ল, আমি আপনাদের গাড়ী চালামু না। পুলিশ বল্ল কেন ? সে বল্ল না খায় মরি তবু গাড়ী চালামু না। আসলে বাংলার মানুষ যে এখন পুলিশ কে কি পরিমান ঘৃনা করে সেটা বুঝতে আর দেরী হয় না। এই হল আমাদের দেশের পুলিশের অবস্থা। এরা কিভাবে মানুষের সেবা করবে ? অথচ মানুষ এদের এত ঘৃনা করে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে নিকৃস্ট দুর্ণীতিবাজ ঘুষখোর লম্পট, লোভী অকর্মন্য আনট্রেইনড চরম পাচাটা পুলি.. হল বাং .....লিশ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

আহলান বলেছেন: তাদেরকে ব্যবহার করা হয় , তারা কি করবে? তারাও ফায়দা নেয়ার চেষ্টা করে ... ব্যবহার বন্ধ করলেই তারা সঠিক সেবা দিতে পারে ...

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

আরিফুর রহমান বাবুল বলেছেন: লেখাটা না পড়েই মন্ত্য: পুলিশতো মানুষের মধ্যোই পরেনা, বন্ধু নাকি শত্রু এ কথা বলার প্রশ্নই আসেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.