নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৮ তে গল্প এবং কবিতা সংকলনের জন্য নতুন লেখকদের কাছ থেকে লেখা আহবান।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮


অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী বইমেলা ২০১৮ উপলক্ষ্যে নতুন প্রতিভার সন্ধানে নতুন লেখকদের কাছ থেকে লেখা আহবান করা যাচ্ছে। বাংলাদেশের সুপ্রতিষ্ঠত এবং ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী এবং সাহিত্য অনুরাগীদের গ্রুপ লিলিয়ান'স লিটারেচার ক্যাফের যৌথ উদ্যোগ। সম্পাদনা পরিষদে থাকবেন দেশের প্রতিষ্ঠত লেখক, কবি এবং সাংবাদিকগন।

উল্লেখ্য শিখা প্রকাশনী ১৯৬২ সালের ৫ মে প্রকাশনার যাত্রা শুরু করেন। জনপ্রিয় কথা সাহিত্যিক ড: হুমায়ুন আহমেদ এবং ড: জাফর ইকবাল স্যার,ইমদাদুল হক মিলন, আনিসুল হক সহ অনেক বিখ্যাত ব্যক্তিরদের বই প্রকাশ নিয়মিত প্রকাশ হয়। শিখা প্রকাশনী সব সময় নতুনদের জন্য আলাদা একটা প্লাটফর্ম রাখে। যার পথ ধরে প্রতি বছর নতুন নতুন লেখক আত্মপ্রকাশ করেন।
লেখা পাঠানোর নিয়মাবলী :
১. অভ্র বা বিজয় ফ্রন্টে ৫ টি কবিতা অথবা ২ টি গল্প পাঠাতে পারবেন।
২. এক কপি ছবি,ঠিকানা,মোবাইল এবং ফেসবুক আইডি( যদি থাকে) দিতে হবে.
৩.লেখা পাঠাতে হবে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে।
৪.কবিতা ২২ লাইন এবং গল্প ৫০০ থেকে ৭০০ শব্দের মধ্যে।
৫. লেখা পাঠানোর ইমেল: [email protected]
৬.লেখা নির্বাচিত হলে ৭ দিনের মধ্যে ১০০০ টাকা বিনিময়ে শিখা প্রকাশনীতে রেজিস্ট্রিশন করতে হবে।
৭. নির্বাচিত লেখকগন ২টি করে বই সৌজন্য সংখ্যা পাবেন।


বাংলাসাহিত্য কে ঘিরে তৈরী হোক নতুন চিন্তার নতুন পৃথিবী।
সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
আহবায়ক
নুরুন নাহার লিলিয়ান
লিলিয়ান'স লিটারেচার ক্যাফে।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো উদ্যোগ।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার উদ্যোগ ।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ১০০০ টাকা দিতে হবে কেন?

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এতো বড় একটা প্রকাশনীতে প্রবেশ করবে নবীন অচেনা কলম যোদ্ধারা সেটা কি ফ্রি তে? এই প্লাটফর্মের জন্য অনেক গুলো মানুষ পরিশ্রম করবে সেটা কি ফ্রি তে? আর এই প্রকাশনার বই পৃথিবীব্যাপী বাজারজাত হয়। সেই বই আন্তর্জাতিক বাজারে নবীন লেখকের লেখা যাবে সেটাও কি ফ্রি তে? যারা একেবারেই নতুন। যারা কোথাও নিজের প্রিন্ট কাগজে বড় বইয়ের স্টলে দেখার স্বপ্ন দেখে তাদের জন্য। খুব করে খোজ নিন। একটি ভাল কাগজে নরমাল ৫/৬ ফর্মার বই প্রকাশেই ৭০০০০/৮০০০০ টাকা খরচ হয়। কেন কি প্রয়োজনে অপরিচিতদের লেখা নিয়ে প্রকাশক ঝুকি বহন করবে?

৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আর লেখা প্রকাশিত হলে লেখক কী-কী সুবিধে পাবে?

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ১.একটি বড় বইয়ের দুনিয়ায় নিজের নামটি আবিস্কার করার সুবিধা।
২. দুটো বই সৌজন্য কপি পাচ্ছে।
৩. কোন বড় প্রকাশনা থেকে যখন বই প্রকাশ হয় তখন তার লেখাটা নিয়েও আলোচনা হয় বড় পরিসরে। নিজের চিন্তা প্রকাশ এবং বিচার করা সূযোগ পায়।
৪। আসলে এটা শুধু তাদের জন্য যারা কোথাও লেখা প্রকাশ করার সূযোগ পায় না। যাদের সামান্য ধারনা এবং সাধারন জ্ঞান আছে প্রকাশনা জগত সম্পর্কে।
৫। দুঃখিত যারা সব কিছুতে সুবিধা খোজে এবং ফ্রি করতে চায় তাদের জন্য নয়। পুরো প্রসিডিওরটা বুঝতে হবে। না বুঝলে প্রকাশনা জগতে কারও সঙ্গে ভালো করে আলোচনা করে নেওয়া ভাল। ধন্যবাদ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিখা প্রকাশনীতে রেজিস্ট্রেশন কি অনলাইনে করা যাবে ? যদি তা না করা যায় তবে যারা দূরের তারা তো বিপদে পড়বে।

সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ ও শুভ কামনা।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি অনলাইনেই করতে হবে সবাইকে। এরমধ্যে ২০ জন লেখকের সংকলনের কাজ হয়েছে। ২০ জনের মধ্যে ৪ জন ছিলেন দেশের বাইরের( স্পেন,জাপান,মালয়েশিয়া) । সবাই অনলাইনে করেছে।এতে তথ্য প্রমানাদি থাকে। সবার জন্যই ভালো।

৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

রাসেল উদ্দীন বলেছেন: কবিতা পাঠালে কি পাঁচটি-ই পাঠাতে হবে?
নাকি অনেকগুলো থেকে পাঁচটি বাছাই করে নেবেন?

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: পাঁচটিই পাঠাতে হবে ভাই। এতো এতো লেখা পড়া এবং বাছাই ও কঠিন। নিজের পছন্দের সেরা পাঁচটি লেখা। ধন্যবাদ

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১

পবন সরকার বলেছেন: ভালো উদ্যোগ। ধন্যবাদ

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

বিলিয়ার রহমান বলেছেন: আপনি তো কেবল নতুন লেখকদের কথা বললেন!!


আমাদের মতো যারা অতি নতুন তাদের জন্য কি কোন চান্স আছে????

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা ভাইয়া। পারবেন! এটা অতি নতুনদের জন্যই এই প্লাটফর্ম।

৯| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

উম্মে সায়মা বলেছেন: ব্লগে প্রকাশিত কবিতা কি দেয়া যাবে? #:-S

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দেওয়া যাবে।লেখা মান সম্পন্ন এবং সাহিত্য মূল্য থাকলেই হলো। ধন্যবাদ।

১০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬

নূর-ই-হাফসা বলেছেন: খুব ভালো একটা উদ‍্যোগ

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

মলাসইলমুইনা বলেছেন: অনেক সকালে আপনার এই লেখাটা আমার লেখা এলেবেলে কবিতার জগতেও ভোরের আলো ছড়িয়েছিলো | কিছু একটা কবিতা আপনাকে পাঠাতে আমার কাঁচা কবিতার হাতের তার চেয়েও কাঁচা আঙ্গুল ল্যাপটপে ছড়িয়ে জড়িয়ে যেতেও চাইলো | কিন্তু তারপরেই পারমাণবিক বিস্ফোরণের মতো বিলি ভাই, উম্মে সায়মার মন্তব্য (এরা দুজন আমার অসম্ভব প্রিয় কবি/ব্লগার) | এদের সাথে কোনো বইয়ে আমার কবিতা জায়গা পাবে এটা আমার সুখতম স্বপ্নেও ঢেউয়ের সাগরে ছোট ভেলা ভাসিয়ে দূরতম কোনো দ্বীপে পৌঁছার মতো কঠিন | পারমানবিক বিস্ফোরণে ভস্মীভূত আমি এই পরিকল্পে অংশগ্রহণ থেকে স্বেচ্ছা বিদায় নিলাম | অনেক সুন্দর একটা পরিকল্পনা আপনাদের | নতুনদের জন্য কিছু করতে আপনি এগিয়ে এসেছেন জেনে খুব ভালো লাগলো | আপনাদের এই প্রজেক্ট সফল হোক সেই কামনা |

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা কি হলো রে ভাই। বিলিয়ার ভাই আর উম্মে সায়মা আপু তো ভালোই বলেছে। আপনার ভালো লাগলে ইচ্ছে করলে দিবেন। এটা একটা প্লাটফর্ম। ব্লগে অনেকেই লিখে। বই আকারে প্রকাশ করতে চায়। শিখা প্রকাশনীতে আমি আছি ২০০৭ সাল থেকে। নতুনদের সূযোগ দেওয়া হলে অনেক ভাল লেখক ও বের হয়ে আসতে পারে।তাই এই উদ্যোগ। আপনার মন্তব্যটা বুঝিনি ভাই। আপনার জন্য শুভ কামনা।

১২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

মলাসইলমুইনা বলেছেন: স্যরি, আমার কথায় দুর্বোধ্যতা থাকলে | আসলে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আপনার কবিতার সাথে আমি পরিচিত যখন এই ব্লগে যখন আমি লিখতাম না (এখনো এই ব্লগে লেখার শিশুকাল চলছে | মাত্র দুই মাস !) তখন থেকেই | এক সময়তো আপনি এই ব্লগেই বেশ লিখতেন | তাই আপনি এখন নতুন কবিদের সুযোগ করে দেবার এই উদ্যোগে সামনে এসে দাঁড়িয়েছেন জেনে খুবই ভালো লেগেছে | এক সময়ের নবীনরা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তারা যদি নতুনদের জন্য আপনার মতো প্ল্যাটফর্ম তৈরির কাজ করতো তাহলে অনেক ব্যাপারেই আমাদের হয়তো আরো সাফল্য আসতো |অনেক জায়গায় হতাশ হতে হতো না | আপনার এই উদ্যোগই অচলায়তন ভেঙে আশাকরি অনেক নতুন কবির জন্য গ্রেট এক্সপোজার হয়ে যাবে | এটাই বলতে চেয়েছিলাম |ভাষার দৈন্যে হয়তো ভালো করে বলা হয়ে ওঠেনি (এখনো হলো কি না তার আশঙ্কাও করছি) |তারপরেও আশাকরছি খানিকটা ক্লিয়ার করতে পারলাম আগের মন্তব্যের অস্পষ্টতা | ধন্যবাদ নেবেন |ভালো থাকবেন |

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কষ্ট করে ব্যাখ্যা করার জন্য। ব্যক্তিগত কাজের চাপে কয় মাস ব্লগে সময় দেওয়া হয়নি। আশাকরি সামনে দিতে পারবো।অনেক ভাল থাকুন।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

উম্মে সায়মা বলেছেন: প্রতিমন্তব্য দেয়ায় ধন্যবাদ আপু। ভালো থাকুন।

মলাসইলমুইনা ভাই, হায়রে বিনয়ের অবতার! #:-S আর বিনয় দেখাতে হবেনা। আপনি যে খুব ভালো লিখেন তা আমরা জানি :)
আমি আহামরি কিছু লিখিনা তা আমি জানি। পাঠালেও নির্বাচিত নাও হতে পারে! :) আপনিও পাঠিয়ে দিন কবিতা।
'দেখা হবে কবিতায় বন্ধু, ততদিন বিদায়!' :)

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: উম্মে সায়মা আপু ভালোবাসা জানবেন। একটি উদ্যোগ কাউকে না কাউকে নিতে হয়। আর ছোট ছোট উদ্যোগ থেকে বড় কিছু হয়। মানুষের সাথে মানুষের সুন্দর সংযোগ হয়। সর্ম্পক তৈরি হয়। ভাল থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.