নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেয়ে যাই নতুনের গান...

নাজিম সৌরভ

কোন এক অজানার পথে চলেছি ভেলায় চড়ে । যেদিন ভেলা ছিন্ন হয়ে যাবে, বুকে টেনে নেব স্বচ্ছ সলিল ধারা । যতদিন ভেসে আছি, উপভোগ করে যাবো দুকূলের সৌন্দর্য ।

নাজিম সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ানা জোনস এবং ‘অসভ্য’ ভারতীয়রা

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯


Indiana Jones and the Temple of Doom (1984) নামের চলচ্চিত্রটি হয়তোবা অনেকে দেখেছেন । স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ছবিটি বেশ চমৎকার । দর্শকরা এর ভয়ংকর একশন পার্টগুলো দেখে প্রশংসা না করে পারবে না । কিন্তু এই ছবিটি আমাকে বিন্দুমাত্র মজা দিতে পারেনি ।
আমি কোন চলচ্চিত্র বিশেষজ্ঞ বা সমালোচক নই । মুভি দেখা আমার পুরনো অভ্যাস, বিশেষ করে হলিউডের মুভি । আমি যেকোনো চলচ্চিত্র বা মুভি দেখে থাকি দর্শক হিসেবে । যে মুভিটির কথা বলছি তার পরিচালকের পরিচালিত অনেক মুভি আমার প্রিয় ছবির লিস্টে আছে । কিন্তু এই পরিচালকের ছবি ‘ইন্ডিয়ানা জোনস এন্ড দ্যা টেম্পল অব ডুম’ আমার অপ্রিয় ছবিগুলোর শীর্ষে থাকবে । কারণ এই ছবিতে ভারতীয়দের এমন আদিম প্রকৃতির গোষ্ঠী হিসেবে তুলে ধরা হয়েছে যা আমি কোনভাবেই মেনে নিতে পারিনি । বিশেষ করে ভারতীয়দের খাদ্যাভ্যাস এমন অরুচিকর হিসেবে দেখানো হল, যে খাদ্যের হাল দেখে আপনার বমি চলে আসবে । ছবিতে দেখানো হল একজন ভারতীয় করদ মহারাজা অতিথিদের সন্মানে এক ভোজসভার আয়োজন করলেন । সেই ভোজসভায় খাবারের আইটেমগুলো দেখুন-
• শুরুতেই ভারতীয়রা সাপের জীবন্ত বাচ্চা গিলে গিলে খাচ্ছে,
• তারপর তারা ভাজা করা গুবরে পোকা খাচ্ছে,
• সেই ভোজসভায় ইন্ডিয়ানা জোনসের শ্বেতাঙ্গ বান্ধবী উপস্থিত ছিলেন । ভারতীয়রা এসব অরুচিকর খাবার খাচ্ছে দেখে তো উনার বেশ অস্বস্তি লাগছিল, তাই তিনি খাবার পরিবেশকদের কাছে এসব খাবার বাদ দিয়ে তাঁর জন্য স্যুপ জাতীয় কোন খাবার আনতে নির্দেশ দিলেন । খাবার পরিবেশক নিয়ে এল চোখের (তাও আবার কাঁচা চোখ) স্যুপ !
• অবশেষে বানরের মগজ এনে ডেজার্ট হিসেবে সবাইকে খেতে দেয়া হল !
উল্লেখ্য, ভোজসভায় উপস্থিত ভারতীয় অভিজাতগণ তৃপ্তির ঢেঁকুর তুলে বেশ আয়েশ করে খেয়েই চলছেন, অন্যদিকে সেখানে উপস্থিত শ্বেতাঙ্গ লাটসাহেবগণ এসব অখাদ্য খাওয়া থেকে বিরত রইলেন ।
এবার আমার প্রশ্ন, ভারতের কোন জায়গার জনগণ সাপ খান বা খেতেন ? ভারতীয়রা কখন গুবরে পোকাকে খাদ্য হিসেবে গ্রহন করতেন ? ভারতের ইতিহাসে কেউ কোনদিন বানরের মগজ খেয়েছিল বলে আমি শুনিনি, আপনারা শুনেছেন ? বেশিরভাগ ভারতীয় তাদের সনাতন ধর্মবিশ্বাসের কারণে নিরামিষভোজী, বানর বা সাপ কাঁচা খাওয়া তো দূরে থাক রান্না করেও তারা খেত না । কিন্তু কেন যে ভারতীয় খাবারের তালিকায় এই দুই প্রাণীকে দেখানো হল তা বুঝতে পারছি না ।
সুপ্রাচীন কাল থেকে Indian Cuisine রুচিকর মসলাদার স্বাদের জন্য বিখ্যাত হয়ে আছে । কিন্তু স্পিলবার্গের এই ছবিতে সত্যিকারের ভারতীয় রন্ধনশিল্প বাদ দিয়ে প্রস্তরযুগের এসব খাবার দেখানোর মানে কি ?
শুধু খাবারের জন্যই নয়, এই ছবিতে ভারতীয় গ্রামবাসীদের এমন বিদঘুটে চেহারার লোক হিসেবে দেখানো হল যেন ভারতীয়রা এখনো পুরোপুরি Homo Sapiens হতে পারেনি !
ছবিতে এমনভাবে দেখানো হল, হিন্দু ধর্মের দেবী কালী যেন অন্ধকারের এক রক্তপিপাসু শয়তান ! আর কালি দেবীর পূজারিরা যেন শয়তানের বান্দা !
ভারতীয়রা দু'শ বছর বৃটিশদের নিগড়ে বন্দী ছিল, তখনো বৃটিশরা ভারতীয়দের অধীনস্ত দাসের মত হেয় প্রতিপন্ন করত । এখনো কি শেতাঙ্গরা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতীয়দের দেখে থাকেন ? এই ছবি দেখে তো তাই মনে হয় !
অবশ্য ভারতীয়দের নীচ মনে করা আমাদের এককালের শ্বেতাঙ্গ প্রভুদের সাধারণ বৈশিষ্ট্য । ভারতীয়রা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, কোন ইংরেজি ছবিতে সেই ঘটনার প্রতিফলন আমি এখনো খুঁজে পাইনি । দ্বিতীয় বিশ্বযুদ্ধের Dunkirk Evacuation এর ঘটনায় অসংখ্য ভারতীয় সৈনিক মিত্রবাহিনীর পক্ষে প্রাণ দিয়েছিল । সেই ডানকার্ক নিয়ে কত ব্লকবাস্টার মুভি হল, সেই মুভিগুলোতে ভারতীয়দের ভুমিকা হয় উপেক্ষা করা হয়েছে নয়ত উহ্য রেখে দেয়া হয়েছে । মজার ব্যপার হল এসব চলচ্চিত্র আধুনিক ভারতে মহাসমারোহে প্রদর্শিত হচ্ছে !
সে যাহোক, একজন উপমহাদেশীয় নাগরিক হিসেবে আমি স্পিলবার্গের এই ‘চমৎকার’ মুভিটিকে (এবং উপমহাদেশীয় জনগোষ্ঠীকে ছোট করে দেখানো সকল মুভিকে) প্রত্যাখ্যান করছি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১৫

রিনকু১৯৭৭ বলেছেন: ভালো লিখেছেন। তবে আমি যেটা মনে করি যে স্পিলবার্গ সাহেব কাউকে ছোট করবার জন্য এমনটি করেনি। উনি ছবির সাথে যেটা খাপ খায় সেভাবেই পরিচালনা করেছেন।

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: লিংক থেকে আসলাম।
সেফ হওয়ার আগে আমিও এভাবে লিংক দিতাম, এটা খুব উপকারী বুদ্ধি।
ধরে ৯০০ বার মন্তব্য করার আগেই আপনি সেফ হবেন। তাই বেশি বেশি কমেন্ট করেন +

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭

নাজিম সৌরভ বলেছেন: ৯০০ বার মন্তব্যের ব্যপারটা বুঝিনি । সেফ হবার জন্য ৯০০টি মন্তব্য করতে হয় ???

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: না এমনেই বললাম, এতে করে সবাই আপনাকে চিনবে। :)

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনার এ আলোচনাটি ভাল লেগেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.