নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবছায়া জানালার কাঁচ, বৃষ্টির দিনে চেনা সহজ হবে

দ্বিপ্রহরের রোদ্দুর

এক জন্মে কি চেনা যায় সবাইকে

দ্বিপ্রহরের রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

ডিভাইডেড বাই জিরো

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

কিছু মানুষ থাকে, ছায়ার মতো অশরীরী ; সূর্যের তেজ ক্লান্ত হয়ে গেলেই কেবল এদের উপস্থিতি চোখে পড়ে। মধ্যদুপুরের রোদের ঝাঁজ, বা ঘোর অন্ধকারে নিজের অস্তিত্ব জানান দেবার ক্ষমতা থাকে না এদের।
খুব ভীড়ের মধ্যে এরা প্রায় অদৃশ্য মুখ; একই প্রিন্টেড চেক শার্ট কিংবা রঙ চটে যাওয়া আটপৌরে সুতি শাড়ির সাদাকালো স্বপ্ন গায়ে জড়িয়ে এরা ভয়ংকর অমানবিক পৃথিবীতে বেশি রকম মানব কিংবা মানবী হয়ে বেঁচে থাকার দুঃসাহস কী করে দেখায়, তা ই এক ঘোর 'আচানক' বিষয়!

পেটে দু'চার কেজি স্কুল-কলেজ-ভার্সিটিয় বিদ্যে বোঝাই থাকা সত্ত্বেও জ্ঞানী-গুণীদের আড্ডায় এরা মানানসই রকম বেমানান। বন্ধুদের স্বতঃস্ফূর্ত আড্ডায় এদের পরিচয় মুখচোরা,আড়ালে আবডালে ভ্যাবলাকান্ত,আনস্মার্ট ডাকলেও বাকিরা তেমন প্রতিবাদ করে না। এরা সকল গল্পের মুগ্ধ-শ্রোতা;তার নিজের গল্পটা বলার আগেই বালুঘড়ির সময় সূর্যাস্তে গড়ায়।

এদের রঙিন স্বপ্ন বা ইচ্ছেগুলো সাদাকালো থাকবার অদ্ভুত প্রতিযোগিতায় নাম লেখায়, এদের কাউকে খুব ভালো লাগা থেকে কখনো খুব ভালোবাসায় যাওয়া হয়না। ভালো বাসা বলতে এরা চার অক্ষরের এই মধ্যবর্তী স্পেস এ ৮০০ বর্গফুটের ছোটখাটো ইট-সিমেন্টের আবাসই বোঝে।

কারো জন্য বুকের ভেতর জমতে থাকা নোনা শূন্যতা এরা গরম ভাতে এক টুকরো পেঁয়াজ,আর দু'টো কাঁচামরিচে চালান করে দিতে জানে! মানুষ নামের একটা আপন ঘরের কাছে ফিরতে না পারার কষ্ট বুকের ভেতর দুমড়ে মুচড়ে দিলে, এরা হাসিমুখে সেটাকে এক গ্লাস জলের সাথে ওমিপ্রাজলে চাপা দেয়।

করুণা হিসেবে পাওয়া সামান্য মমতাকেও আমৃত্যু আশ্রয়স্থল ভেবে যাওয়া বোকা মানুষগুলো, মানবজন্মের সবচেয়ে সার্থক অনুভূতির নিদারুণ অপচয় ঘটানো নির্বোধগুলো,
এই যান্ত্রিক পৃথিবীতে মৃত্যুদূতের আপাত অমনোযোগে টিকে যাওয়া এই 'অ'পদার্থ জীবগুলো একদিন ঘাসফুলের মতো অযান্ত্রিক অভিমান নিয়ে নিঃশব্দে চলে যায়।

হায় ঈশ্বর!পার্থিব মানবের সামান্য
মমতার জন্য হাহাকার কী অপার্থিব রকম পবিত্র হয়!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩১

দ্বিপ্রহরের রোদ্দুর বলেছেন: ধন্যবাদ অনেক।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০

মানবী বলেছেন: অসাধারন অনুধাবনের অনন্য সুন্দর প্রকাশ!!!!!

খুব ভালো লেগেছে সমৃদ্ধ লেখাটি পড়ে, ধন্যবাদ দ্বিপ্রহরের রোদ্দুর।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩২

দ্বিপ্রহরের রোদ্দুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপনাকে মানবী।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩

মানবী বলেছেন: নিজে পবিত্র সুন্দর মনের অধিকারী হলেই এমন অসাধারন ভাবে এসব "'অ'পদার্থ জীবগুলো"র কথা অনুধাবন করা যায়।
পোস্ট পড়ে মনে হলো দক্ষ শিল্পীর তুলির আঁচড়ে বাস্তব হয়ে উঠা কোন শিল্পকর্ম যেনো!!

কতোটা মুগ্ধ হয়েছি তা দুবার মন্তব্যেই স্পষ্ট হয়তো!!

অনেক ভালো থাকুন।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

দ্বিপ্রহরের রোদ্দুর বলেছেন: নিজে আমি কিঞ্চিত 'অ' পদার্থ কী না, জটিল পৃথিবীর মানুষগুলোকে তাই ঠিক বুঝে উঠতে পারি না সবসময়। মুগ্ধতায় আচ্ছন্ন করে দিলেন, মানবী।
নিরন্তর শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.