নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবছায়া জানালার কাঁচ, বৃষ্টির দিনে চেনা সহজ হবে

দ্বিপ্রহরের রোদ্দুর

এক জন্মে কি চেনা যায় সবাইকে

দ্বিপ্রহরের রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

ডিভাইডেড বাই জিরো -৩

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৭

সে কি তোমায় ভালোবাসে?

সে কি জানে,তুমি সব কিছু বেজোড় সংখ্যায় কিনতে চাও,কারণ, জোড় সংখ্যা তোমার জন্য দুর্ভাগ্যের ভাবো!

সে কি জানে, টস করতে গেলে তুমি 'টেইল' পছন্দ করো সবসময়? রাতে ঘুমাবার আগেই প্যাকেটের সিগারেট শেষ হয়ে গেলে তুমি ভয়াবহরকম অসহায় বোধ করো,এপাশ ওপাশ ফিরে তোমার আর ঘুম আসে না; জানে সে?

সে কি জানে, সিডাটিভ নিয়েও তুমি রাতগুলো ভোর করে দাও তীব্র বিতৃষ্ণায়, রাত তিনটেয় তোমার বিশুদ্ধ অশ্রুজলের তৃষ্ণার খবর,রাখে সে?

তোমার পকেটে সবসময় একটা আবছা নীল রুমাল থাকে,যেটায় কোনও এক কালে জলে-কাজলের কাব্য লেখা হয়েছিলো,যাকে তুমি নিজের সৌভাগ্যের প্রতীক ভাবো; জানে সে?
তোমার হালকা বেগুনী শার্টটার কথা, প্রতি জন্মদিনে যেটা বুকে জড়িয়ে বসে থাকো বহুক্ষণ ; তোমার মায়ের দেয়া উপহার বলে, সে কি খোঁজ রাখে তার?

সে জানে তোমার প্রিয় খাবার পিজ্জা,পাস্তা,ক্যাশিউনাট সালাদ না, বেগুন ভাজা,টমেটো ডাল আর চিংড়ি ভর্তা দিয়ে ভাত; শিউলি ফুলের মতো ধোঁয়া ওঠা সাদা ভাত তোমার প্রিয়, জানে তো সে?

তোমার কপালে কাটা দাগটা কেন,ছোটবেলায় গাছে উঠতে গিয়ে পড়ে যাওয়া বিকেলের গল্প বলেছো তাকে?
তোমার বুকের ভেতর এক সমুদ্র নোনাজলের ঠিকানা, দিয়েছো তাকে?

এসব না জেনেও তবে কেউ ভালোবাসে কাউকে?
সে কি কখনো জানবে তোমাকে,যতোটা আমি জানতাম?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.