![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !
শিবির নেতা: হরতাল কেমন হইছে? পুলিশ পিটাইছো কয়টা ?
গেলমান: গোস্তাকি মাফ করবেন হুজুর, ইয়ে, আমরা আজ বের হইতে পারি নাই।
শিবির নেতা: এ তুম ক্যায়া কেহ রাহে হো মমিন। কেন বের হও নাই ? সবাই বলো
গেলমান -১ : আমা না খুব হিশু চাপছিলো।
শিবির নেতা: সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তুমি মুতছো ? কল কি নষ্ট হয়ে গেছে।
গেলমান- ২: আমি মল ত্যাগ করতেছিলাম।
শিবির নেতা: ৬-৭ ঘন্টা মল ত্যাগ করলা ?
গেলমান- ২: না হুজুর, তারপর হাত ধুইলাম।
শিবির নেতা: তারপর?
গেলমান- ২: হরতালের মত একটি উত্তম কাজে ওজু ছাড়া যাওয়া যায় ? তার ওজু করলাম।
শিবির নেতা: তার পর ?
গেলমান - ২: যুদ্ধের আগে নফল নামাজ পড়ে বের হব, তাই নামাজ পড়া শুরু কলাম।
শিবির নেতা: থাক মমিন, তুমি বরং মধ্যপ্রাচ্য যাও, হরতাল তোমারে দিয়া হবে না। তোমার মত ধর্মপ্রান গেলমান দিয়ে আমি কি বাল করবো।
গেলমান - ৩: হুজুর, গত রাতে একটা স্বপ্ন দেখছি।
শিবির নেতা: কি স্বপ্ন ?
গেলমান - ৩: কে জানি বলতেছে, হে গেলমান, তুমি তোমার জীবনের সমস্ত কাজা নামা আদায় করো।
শিবির নেতা: তুমি কাজা নামাজ আদায় করা শুরু করলা তারপর ?
গেলমান -৩: হ
শিবির নেতা: ইসলাম সমুন্নত রাখতে হবে, এখানে কাযা নামাজ পরে পড়লেও চলতো। তুমি তো শিবিরের স্ট্রেটিজিই বুঝো নাই।
শিবির -৪: আমার ছাগল টা গত রাত থেকে না খাওয়া। তাই একটু শুশ্রুষা করতেছিলাম।
শিবির নেতা: তারপর ঘুমপাড়ানি গান শুনাইয়া ঘুম পাড়াও নাই ?
শিবির -৪: গান শুনাইলে ঘুমাইবো ? আপনে শিওর ? তথ্য দিয়ে উপকার করুন হুজুর, কারন এ ব্যাপারে আমি ফেসবুকে একটি নোট লিখছি- " তোমরা যারা ছাগল পালো"
শিবির নেতা: চুপ থাক পাঠা। ঐ, এইটা রে মিডিয়া উইং এ কে পাঠাইছে ? ওরে গাবতলি গরুর হাটে পাডা।
শিবির নেতা: যাই হোক আমার কাছে রিপোর্ট আছে, তোমরা ছাত্র জনতার মিছিলের ডরে বের হও নাই। যা হবার হয়ে গেছে। হরতাল পাছা মারা গেছে।
গেলমান: হাজার হাজার মানুষ হুজুর, একবার নাগাল পাইলে পায়জামার ফিতাও নিয়া ঘরে ফিরতে পারতাম না।
শিবির নেতা: এখন পরবর্তী পদক্ষেপ কি করবা ঠিক করলা।
গেলমান -১: ফেসবুকে বাশের কেল্লায় দুইটা ভিডিও আরেকটা ফটোশপড ছবি আপলোড দিয়া দেই হুজুর।
গেলমান -২: ভার্সিটি পড়ুয়া কিছু আবাল রে ফেসবুকে বসায় দেই। হুদা কইলেই হইবো মিছিল টা নাস্তিক গো ছিলো।
গেলমান - ৩: হুজুর মলত্যাগ করবো।
শিবির নেতা: এইটা তোমার স্ট্রেটিজি ?
গেলমান - ৩: হুজুর, পেট টা আসলেই খ্যাপচিং
গেলমান -৪: রাজিবের মত পিছন দিক দিয়ে মাথায় বারি দিয়ে তারপর জবাই করি কয়েক টা রে।
শিবির নেতা: কয় জন রে করবা ? একটা রাজিব যাবে, আরেক টা আসবে। এ রকম তাড়ছিড়া পাবলিক সব গেছে শাহবাগে।
গেলমান -৫: আল্লাহ'র কাছে এই সমস্যার সমাধান চাই চলেন। তার দরবারে পানাহ চাই।
শিবির নেতা: তুমি তোমার রেজিগনেশন জমা দিয়া চলে যাও। আর তোমার বকেয়া পেমেন্ট দেয়া হবে না। তোমার মত চ্যাট দিয়া আমি কি করবো ?
শিবির নেতা: যাই হোক, সবাই প্রস্তুত হও। যুক্তির সাথে কমেন্ট করো ফেসবুকে। আর যুক্তি ফুরাইয়া গেলে কি বলবা জানো ?
গেলমান: কি হুজুর ?
শিবির নেতা: আল্লাহ আপনার হেদায়েত করুন। / শালা নাস্তিক/ আল্লাহ কে ভয় করো, সাইদি কে মুক্ত করো।
©somewhere in net ltd.