নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মত থাকতে দাও

ওরে ভয় নাই আর , দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী ! গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী !

স্ক্রু ঢিলা

কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !

স্ক্রু ঢিলা › বিস্তারিত পোস্টঃ

আমার উর্বর মস্তিষ্ক নিঃসৃত একখান গদ্য পিলাছ পদ্য (ফ্রি) :P :-B :P

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪

প্রিয় প্রেমিকা, ;)



তুমি জান না আমি কতটা উতলা তোমার জন্য। আমার ডুয়েল কোর অন্তরে দুই গিগা বাইট র‍্যাম স্পিড থাকা সত্তেও তোমার গর্জিয়াস ইন্টারফেসের দিকে যখন তাকাই তখনই মাথা(CPU) হ্যাং করে। তোমার 3D দৃষ্টি আর HD ছবি আমার মনের LCD পর্দায় সর্বদাই ক্রিন সেভারের মতো লাফালাফি করে। যখনই তোমাকে ফুল ভার্শন মানে নিজের করে নিতে চেয়েছি তখনি তুমি রেজিস্ট্রেশনের ঝামেলায় ফেলে দিয়েছ। কোন সিরিয়াল কী, কীজেন, ক্র্যাক বা প্যাচ বুদ্ধিতেও কাজ হয়নি। তোমার ফায়ারওয়াল সর্বদাই অনড়। :(( :((



তুমি জান না কত বখাটে(ভাইরাস) তোমাকে হ্যাক করতে চেয়েছিল কিন্তু আমি আমার লেটেস্ট আপগ্রেড শক্তি(এ্যান্টিভাইরাস) দিয়ে তাদের কে রিসাইকেল বিনে ছুরে ফেলেছি। আর সেই তোমাকে আমি যখন স্পর্শ(টাইপ) করতে চেয়েছি তখনই তুমি ২২০ ভোল্টের বিদুৎ ছেকার মতো না করে দিয়েছ। :( /:) :((

তোমার ডেটা ধরের রাখার ক্ষমতা অসাধারন। সেই কবে ভুল প্রোগ্রাম ইন্সটল করেছিলাম সেই কথা তুলে তুমি এখনও error ম্যাসেজ শো করো। সৃষ্টিকর্তা তোমারে কোন প্রোগ্রাম দিয়ে বানিয়েছে তিনিই জানেন!



চিঠি আর দীর্ঘায়িত করবো না। হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে। চিঠি শেষ করলাম আমার উর্বর মস্তিস্ক থেকে বের হওয়া ছড়া দিয়ে। :P



তুমিই আমার জান,তুমিই আমার পিসি

এতক্ষন যা বললাম সব মিছামিসি। ;)

তুমিই আমার প্রথম, তুমিই আমার শেষ

তোমার সাথের বান্ধবিটা দেখতে কিন্তু বেশ। ;)



তুমিই আমার আসল,তুমিই আমার চাঁদ

এর চেয়ে সুন্দরি পাইলে তুমি কিন্তু বাদ।:P

তুমিই আমার স্বপ্ন,তুমিই আমার আকাশ

আসলে তোমার রুপ দেখে আমি হইলাম হতাশ।:P



আমিই তোমার একমাত্র,আমিই তোমার রবি

এটাও জানি বয় ফ্রেন্ড বানানো তোমার হইল হবি।



(দ্বিতীয় লাইনগুলো হিডেন কথা) ;)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

স্ক্রু ঢিলা বলেছেন: ___________________________________ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.