![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অন্যায়ের অবিচারের বিরুদ্ধাচরণে প্রতিজ্ঞাবদ্ধ
হাঁসপাতালে পা ভাঙা মাকে হুইল চেয়ারে বসিয়ে ছেলে হাটছে,
- মনে আছে মা; ছোটবেলায় চাপা গাছ থেকে পড়ে আমার পা মচকাল।
: কবে যে বাসায় যাবো; চাপা গাছটা নিশ্চয় এখন ফুলে ফুলে ভরা, নারে জানু?
-কেন.. শুধু চাপা কেন মা... জবা কদম শিউলি...
:এসব আবার কবে লাগালি রে বাসায়?
- তোমাকে সারপ্রাইজ দিব বলে বলিনি নি মা; কাল ফ্ল্যাটের কমিশন পেয়েছি; সামনের বাগানে বাধানো বাগান পথ। কাদায় পিছলে, আর পা ভাংবে না মা।
:শোন, সুন্দর বাড়ি হলো, এবার সুন্দর দেখে একটা বউ আন।
ইহা নব্বই শতকের শাইন পুকুরের জনপ্রিয় একটি অ্যাড। যেখানে মা ছেলের মধুর সম্পর্ক খুজে পাওয়া যায়।
এখন থ্রিজি যুগের অ্যাডগুলোতে উল্টাপাল্টা সম্পর্ক দেখা যায়; যেমন টিটু.... এই অ্যাড দেখলে মনে হয় মা ডাকার সাথে সাথে ছেলে T2- ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত।
আসলে অ্যাডগুলো বানানো হয় বাস্তবিক চিন্তাধাঁরা নিয়ে; যখনকার যে সিচুয়েশন অ্যাড নির্মাতারা সেটাই তুলে ধরতে চেস্টা করেন। এটা কি অ্যাড নির্মাতাদের দোষ নাকি আমাদের নিজেদের সামাজিক মূল্যবোধের অধঃপতনের চিত্র? বাস্তবে আমরা অ্যাড নির্মাতাদের উপর দোষটা চাপিয়ে দিয়েই নিজেদের দায়মুক্ত করতে চাই। মনে মনে গালিগালাজ করি "হালার ভাই এইডা কি অ্যাড বানাইছে; হেতারে কেউ চুবাস না ক্যারে"। অথচ অ্যাডের থিম যে আমরা নিজেরাই সেটা মাথায় ঢুকাই না।
সত্যি কথা বলতে আগের তুলনায় সামাজিক মূল্যবোধ এখন শূন্যের কোঠায়। তাই তো সিকান্দার বক্স কহেন "আমার তিপ্পান্ন বছর পিরিয়ে দাও; ফিরিয়ে দাও আমার তিপ্পান্ন বছর; আমার যৌবন"
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমার কিন্তু "টিটু" অ্যাডটা খুব ভালো লেগেছে। আমি ছেলেবেলায় সারাক্ষন এই "টিটু-টিটু"-র মাঝে থাকতাম। আমার ভাগ্নের বয়স আড়াই। এই বেচারাও দেখি সারাক্ষন "টিটু-টিটু"র মাঝে আছে। সেদিন খেয়াল করে দেখলাম সে আমার আশে পাশে ২ মিনিট থাকলে আমি ১০ বার বলি "এটা না ওটা" "এসব কী" "ওদিকে যেওনা, এই কোরোনা"
৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
এহসান সাবির বলেছেন: ঐ অ্যাড টা অনেক ভালো ছিল।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
বেকার সব ০০৭ বলেছেন: তাই তো সিকান্দার বক্স কহেন "আমার তিপ্পান্ন বছর পিরিয়ে দাও ।