![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অন্যায়ের অবিচারের বিরুদ্ধাচরণে প্রতিজ্ঞাবদ্ধ
শীতকালে সকল নির্বাচিত প্রার্থীই নিজ নিজ এলাকায় কম্বল বিতরন উদ্যোগ নিয়ে থাকেন। সে উপলক্ষে প্রত্যেক ইউনিয়ন-ওয়ার্ডেই বেশ ভাল একটা সংখ্যার কম্বল পাঠানো হয়। ব্যাপারটা অনেকেই হয়ত জানেন না।
কিন্তু দুঃখজনক হলে ও সত্য প্রেরিত কম্বলগুলো সঠিকভাবে বিতরণ করা হয় না। যেহেতু কম্বল প্রদানের দায়িত্ব দেয়া হয় দলীয় নেতাদের; আর দলীয় নেতারা সেই কম্বলগুলো নিজ সমর্থক গোষ্ঠীর মধ্যেই বিতরন করে। ফলে দরিদ্রদের জন্য পাঠানো কম্বলে ও রাজনৈতিক বৈষম্য লক্ষ্য করা যায়। অনেক সময় তো প্রেরিত কম্বলগুলো স্থানীয় বিত্তবান নেতারা নিজেরাই ভোগ করে। চিন্তা করে দেখুন মানুষ কত ফাউল মেণ্টালিটির হলে এই ধরনের কাজ করতে পারে। আসলে কবি যথার্থই বলেছিলেন --
"এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি"
১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
আর্সোনিস্ট লিডার বলেছেন: ‘সাড়ে সাত কোটি মানুষের জন্য আট কোটি কম্বল এসেছিল তখন; তাও মানুষ পায় নি; এখন যেহেতু যোগান কম ;তাই চুরি ও কম; চুরির হার কম হওয়ায় কোন একদিন হয়তো পাবলিক পাবে
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার কম্বল!!!!!!!!!!!!!!!
কেনু পুরানা কথা মনে করাই দেন!!!
আস্ত শেয়ার বাজার, হলমার্ক, পদ্মা সেতু খেয়ে ফেলল- আর এতো পিচকি কম্বল
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: স্বয়ং শেখ সাহেব তার কম্বল পাননি সাগরেদ দের কারনে, সেখানে পাবলিক কিরে পাবে ভাবলেন???