নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিবেচক ব্লগ

অস্তিত্বহীন বস্তু নিয়ে বেশীরভাগ মানুয়ষরই কোন আগ্রহ থাকেনা, আমি সে রকম একটা অস্তিত্বহীন বস্তুমাএ। নিজের সমন্ধে এরচেয়ে বেশী বলা আমার জন্য অযৌক্তিক।

অবিবেচক দেবনাথ

অস্তিত্বহীন বস্তু নিয়ে বেশীরভাগ মানুয়ষরই কোন আগ্রহ থাকেনা, আমি সে রকম একটা অস্তিত্বহীন বস্তুমাএ। নিজের সমন্ধে এরচেয়ে বেশী বলা আমার জন্য অযৌক্তিক।

অবিবেচক দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

মানবতার মুক্তি || অবিবেচক দেব নাথ

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:৪২

অনেক দিয়েছ শক্তি বিধাতা; অনেক দিয়েছ শক্তি
তবু; এ‘ধরা কভু হয়নি সুখের; পায়নি মানবতা মুক্তি।

মানবতা নিয়ে ভেবেছে অনেকে; করেছে অনেকে তার আচর
তবু; শক্তির কাছে নতজানু হয়ে; নামেনি কভু আলোর প্রহর
দিগন্তে-দিগন্ত ছুটে চলেছে সদা; লোভ-কামনা তার প্রাপ্তী;
ক্ষমতার ঝড়ে মানবতা কেঁদেছে; পায়নি মানবতা মুক্তি।

লালন ভেঙ্গেছে ধর্মের জাত; হাছনরাজা তার জাতি
ক্ষমতার লোভে মরে বারে-বার; হয়েছে সব বিস্মৃতি
ফুলে-ফলে-গাছে জাতের নিপাত তবু, ক্ষয়েনি দম্ভের শক্তি
সঙ্করে-সঙ্করে বর্ণ ভেদাভেদ আজ; পায়নি মানবতা মুক্তি।

মানবতায় মানবতা কেঁদে মরে আজ; অস্ত্র-বারুদের ঝঙ্কারে
মানবতা লুটে মানবতার ঘর; আশ্রয়-প্রশ্রয়; অহংকারে
লোভের কাছে আজ মানবতা পুড়ে ছাই; ধ্বংসে মানবতার শক্তি!
আকাশ-বাতাস গুমরে কেঁদে বলে; পায়নি মানবতা মুক্তি।

মানবতা মুক্তি পায়নি কখনো; মুক্তি হবেনা হয়ত তার
তবু যুগে-যুগে বেঁচে স্বপ্ন দেখে সবাই; পেয়েছে মানবতা নিস্তার
সে নিস্তারে আকাশ-বাতাস মুখরিত; জয়ধ্বনি‘তে সুখের অনুরক্তি
আলোক ধারায় নেমে আসুক ধরায়; দেখব মানবতার মুক্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.