নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল পাঠক,এবং সমালোচক।

C:\Users\ASUS\Desktop0.jpg

এম . এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম . এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

X(X(ওয়েব মিডিয়ায় এরকম হাই হুতাস দেখে মনে হয় দিল্লি বোধকরি মক্কা হইয়া গেছে!!X(

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

X(X(X(



X(X(X(



X((X((X((





কয়েক দিন ধরে আমাদের দেশের পত্রিকা টিভি আর ওয়েব মিডিয়ায় একটি দুঃখজনক ঘটনা নিয়ে এত্ত বেশি বেশি প্রচারণা চলছে যে শেষ পযন্ত মেজাজ ধরে রাখতে পারলাম না।

মিডিয়া দিল্লিকে এমন পাক পবিত্র রুপে হাজির করছে যে মনে হয় বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ন জায়গা দিল্লি!!



আমার কাছে বরং মনে হছে এইটাই স্বাভাবিক। এবং এরকম পৈচাশিক ঘটনা ঐদেশে নিয়মিত হয়।



তাই একটা ধর্ষন নিয়া আমাদের ওয়েব মিডিয়ায় এরকম হাই হুতাস দেখে মনে হয় দিল্লি বোধকরি মক্কা হইয়া গেছে!!

সেখানে ধর্ষন কখনো হয়না বা হয়নি। ।

যে দেশের বেশির ভাগ লোক এখন মল ত্যাগ করে খোলা যায়গায়। যাদের আইডল সানি লিওনের মত পর্ণ তারকা।

যারা শরীর সর্বস্থ্য সিনেমার প্রধান উৎপাদন কারী।

তাদের এরকম চিৎকার চেচামেচি করা মানায় না।

বরং আমিতো মনে করি ভারতের পর্ন্ ম্যাগাজিন আর বিভিন্ন পর্ণওয়েব সাইডের কল্যানে আমাদের দেশের তরণরাও বিপদগামী হচ্ছে। রাস্তার ফুটপাতে যেই সব সিডি বিক্রি হয় চটি বই বিক্রি হয় তার প্রধান উৎপাদনকারী হল ভারত।



তাদের উৎপাদিত ফেনসিডিল কেড়ে নিয়েছে অনেক তরণের জীবন।

অতএব বাদ দিন ভারত নিয়ে ঘ্যান ঘ্যান।

গত দুই দিনে সিমান্তে ওরা আমাদের চারটি প্রাণ কেড়ে নিয়েছে। মানলাম তারা চোরা কারবারি কিন্তু তাই বলে খুন?

ওরাতো চুক্তি করে ছিল আর গুলি করবে না ! তাহলে?

এসব নিয়ে লিখুন।

গত চল্লিশ বছরের হিসাব করলে দেখা যাবে পাকিস্তান ৭১ যেমন খুন হত্যা আর ধর্ষন করেছে তার চেয়ে ভারতও কম করেনি।

তাই নির্মম সত্য হল। আমাদের প্রতিবেশি ভারত পাকিস্তান দুই দেশেই আমাদের শত্রু।



আর যেন একটি নারীও ধর্ষীত না হয়। আর যেন সিমান্তে একটি প্রাণেরও মৃত্য না হয়। সেই কামনায় নতুন বছরের প্রথম ব্লগ লিখছি।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: শিরোনাম দেখে চমকে গেছিলাম । পোস্ট +++++++

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য এবং পিলাচের জন্য শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

অপর্না হালদার বলেছেন: খুব ভালো লিখেছেন । আপনার মাকে যদি কেহ ধর্ষন করে তখন আপনি মিডিয়াকে যদি চুপ থাকতে বলেন মিডিয়া তখনও চুপ থাকবেনা । আপনি যাই বলেন... আপনি হয়ত কোন সরিয়ার কথা বলে ধর্ষনের দায় মেয়েদের প্রতিই দিবেন । ..... যাই হোক আমার দেশের কত ঘটনাও তো আছে তাই নয় কি ? তাই বলে তো আপনার মত মানবতা বিবর্জিত হতে পারি না তাই মিডিয়াও এ কাজ করছে ।

টাঙ্গাইল খুব পবিত্র ভুমি তাই না??? এখানের ব্যাপারেও মিডিয়া চুপ নয় আপনি থাকতে পারেন ।।।।

মিডিয়া তথা সচেতন মানুষ প্রতিবাদী হবেই হবে । ধন্যবাদ অন্ধ জগতে থাকার জন্য ।

আলো দেখলে স্টিকি পোষ্ট প্রথমটি দেখতে পারেন ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পুরো লেখা না পড়ে কমেন্ট করা আপনাদের মত তথাকথিত আলোর মানুষের পক্ষেই সম্ভব।
আপনাকে যদি কেউ ধর্ষন করে করে তাহলেও আমি এই কথাগুলিই বলবো।
আপনার ধর্ম বা আপনার ভারত প্রেম কে আমি আঘাত করিনি।
আমি শুধু বলছি। মিডিয়ার উচিৎ সব ঘটনাকেই সমান ভাবে কভারেজ দেওয়া।
আমি চাইনা আপনি ধষির্ত হন।

আর আমার এই নিকটি নতুন হতে পারে কিন্তু গত আড়াই বছর আমি ব্লগে আছি।
আমাকে আলো দেখানোর জন্য আপনার চতুর্থ শ্রেনির আত্মঅহংঙ্কারী লোকের প্রয়োজন আছে বলে মনে করি না। X(

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

অপর্না হালদার বলেছেন: অবশ্য শেষের দিকের প্রত্যশায় একমত পোষন করছি ।

শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.