![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
ভালবাসি বন্ধু তোমায় অনেক বেশি
দূরে থাকো ,কাছে থাকো . . ...
দূরত্ব কেবলি পথের
আছো সর্বদা হৃদয়ের কাছাকাছি..
চোখের দেখা হয়নি কখনো
হবেও না জানি বন্ধু
পৃথিবীর দু’প্রান্তে দু’জনের আবাষ
তবু তোমায় নিয়ে গড়েছি
ভালবাসার সংসার
করছি বসবাষ
একে অন্যর হৃদয়ে
এ প্রেমে শরীর নয়
অংশ নিয়েছে দু’টি হৃদয়
তাই দূরত্ব কেবলি পথের
আছ সর্বদা হৃদয়ে কাছাকাছি
বাতাসে ভেসে আসে
তোমার শরীরের ঘ্রাণ
কানে বাজে সারাক্ষণ তোমার মিষ্টি হাসির শব্দ
দাম্পত্য কোলাহল নেই
চাওয়া পাওয়ার খামখেয়ালি হিসেব নেই
আছে শুধু বিরহ
যখন দিনের পর দিন
সেল ফোনে ভেসে উঠেনা,
তোমার মায়াভরা মুখ
মন খারাপ হয়, অসহ্য লাগে
তখন ইচ্ছে করে
গাঙচিল হয়ে সমুদ্র পাড়ি দেই
ঝড় হয়ে তছনছ করে দেই
পুরো পৃথিবীটাকে...
ইচ্ছে করে
বৃষ্টি হয়ে মাটিতে মুখ লুকাই
আমার অভিমানে
তুমিও চোখের জ্বলে গড় নহর
তাই দূরত্ব কেবলি পথের
আছ সর্বদা হৃদয়ের কাছাকাছি
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ে শুভ কামনা জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন অনেক বেশি।
প্রফাইলে প্রিয় অভিনেতার মুখ দেখে ভাল লাগলো।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
ঝোড়া বলেছেন: ভাল লাগলো ভাই।ভাল থাকুন।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন। শুভ কমনা রইল
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
যাযাবর নাগরিক বলেছেন: অসাধারণ আমার মনের ভাবনা গুলো এমন করে তুলে ধরলেন কেমন করে......!!
সত্যিই মন ভাল করে দেয়ার মত কবিতা।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমার সাধারণ কবিতায় আপনার অসাধারণ কমেন্ট পেয়ে আপ্লুত হলাম
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কবি খুব সুন্দর হয়েছে।লিখতে থাকুন সুন্দর সুন্দর কবিতা। শুভকামনা থাকলো।