![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
সম্প্রতি ছাত্রলীগ নামধারী বিশ্বের অন্যতম জংঙ্গি সংগঠন টিকে অনেকেই কুত্তালীগ বলে গালী দিচ্ছেন। যা কুকুর সমাজের জন্য মানহানিকর। কুকুরদের ভাষা নেই বলেই হয়ত তারা প্রতিবাদ করতে পারছেনা।
কুকুর কখনোই ব্যাক্তিগত ভাবে আহত না হলে কাউকে কামড় দেয় না।
তারা আমাদের গৃহপালিত পশু। তবে কাত্তির্ক মাসে একটি রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক সময় কিছু মাথা নষ্ট কুকুর নিরহ পথচারীকে কামড় দেয়। তাই বলে নিবিচার্রে এজন্য সব কুকুরকে গালাগাল করা কুকুরদের ইজ্জতের জন্য ক্ষতিকর।
কয়েকদিন আগে বিশ্বজিৎ নামক একজন নিরহ পথচারীকে পুলিশ এবং জনতার সামনে প্রকাশ্য হত্যা করেছে ছাত্রলীগের জংঙ্গিরা।
আর সারা বছরতো তারা হত্যা জখম ধর্ষন নিপিড়ন চাদাবাজি গুম করেছে নির্বিচারে। সরকারী টেণ্ডার জায়গা জমি দখল মাকের্ট দখল কোন অপকর্ম এই জংঙ্গি সংগঠনটি করা বাকি রাখে নাই।
তারপর প্রশাসন নিরব!
কেননা এই সংগঠনটির প্রধান হচ্ছে আমাদের গনতন্ত্রের মানষ কন্যা পিচ অব ডটার মাননীয় রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী বঙ্গ বন্ধু কন্যা শেখ হাসিনা।
টিভি টকশো আর পত্রিকার বড় বড় কলাম লেখা হয়েছে কিন্তু কোন কিছুই কাজে আসে নাই।
কেননা কারন ছাত্রলীগ ভাল করেই জানে খুন করলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাদের ক্ষমা করে দিবেন।
আর তাদের সামনে রয়েছে এডিসি হারুন হবার সুযোগ।( যিনি বিএনপির জয়নাল আবেদিন ফারুক কে পিটিয়ে দেশ ছাড়া করে ছিলেন। তাকে আমাদের মহান রাষ্ট্রপতি পদক দিবেন বলে খবরে এসেছে! ভাবুন ঠেলা।)
দশ বছরের একটি নি:স্পাপ শিশুকে গুলি করা হয়েছে। গুলিটা তার ছোট মাথা ভেদ করে বেড়িয়ে গেছে। থেমে গেছে শিশুটির জীবন। নিভে গেছে বাবা মায়ের সকল স্বপ্নের প্রদ্বিপ। থমকে গেছে মানবতা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যারা এইসব অপকর্ম করছে একজন মানুষ হয়ে কি করে সেই সংগঠনটিকে মানুষের সংগঠন বলি!!
যারা ছাত্রলীগ করছেন তাদের সকলকে আমি একটি প্রশ্ন রাখতে চাই
আপনারা কি সত্যই মানুষ?
আপনাদের কি ভেতরে মানুষত্ব আছে?
ছাত্রলীগ নামধারী জংঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করা হোক। যাতে করে আর কোন মাকে সন্তানহারা হতে না হয়। যাদের পরিবারে ছাত্রলীগ আছে তাদের প্রতি অনুরোধ ওদের পথে আনুন না হলে শেয়াল কুকুরের মত গনরোষে প্রাণ হারাতে পারে তারা।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হ্যা ভাই আমিও একই কথা বলেছি।
অবস্থা দেখে মনে হচ্ছে এই জংঙ্গি সংগঠনের কোন চেন অব কমান্ট নেই। লক্ষ করুন বিশ্বজিৎ কে কোপানো ছাত্রলীগের শাকিল বলেছে যে তার উদ্দেশ্য ছিল নেতাদের নজরে পড়া...! অথাঃ বর্তমানে এই সংগঠনের যারা আছে তাদের খুশি করতে হলে ভাল কাজ নয় লাশ ফেলতে হয়!!
অথচ এই ছাত্র লীগের অতিতটা কত বেশি গৌরবময় ছিল।
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: হুম নামটি পালটাইতে অইব তয় ভাজেট আনতে অইব রাশি্্
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই দুপুরে ভাত খাচ্ছিলাম আর টিভিতে নিউজটা দেখতে ছিলাম। পুরো পরিবার চোখের জ্বল ফেললাম। আমারো একটি মাত্র ছেলে।
ভাবতে পারেন কোন বাবার সামনে এভাবে তরতাজা ছেলের বুলেটবিদ্ধ লাশ কতটা ভয়ঙ্কর রকম কষ্টের ! আমার বুক ভেঙ্গে যাচ্ছে আর কত কাল এমন দৃশ্য দেখবো? কেউকি নেই? মানুষ কতটা নষ্ট হলে এসব সহ্য করতে পারে?
উত্তর জানা আছে কি কারো??
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
সিয়াম রক্সয বলেছেন: মানবতা শুধু ছাত্রলীগের কাছে আসলেই থমকে দাড়ায় ।
কারন তারা সরকার দলীয় দল,তাদের আছে মহান ক্ষমাশীল রাস্তপতি
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হক কথা বলেছেন।
এমন অর্থব কে আর দেখেনি কখনো।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
ধৈঞ্চা বলেছেন: আরো দশটা ঘটনার মতো এটাও ২/৪ দিন পর হারিয়ে যাবে, কিন্তু ছাত্রলীগের আগ্রাসন বন্ধ হবে না, তারা এর মধ্যেই ঘটিয়ে ফেলবে নতুন কোন ঘটনা।
আমি এই ঘটনার জন্য মখা থেকে শুরু করে হাসিনাসহ ইন্দনদাতা সবাইকেই দায়ী মনে করছি। এখন তাদের সময় হয়ত কিছুই করা সম্ভব হবে না তবে সময় সবার এক রকম যায় না তা মখাদের মনে রাখতে হবে।
সামুকে অনুরোধ করব ছাত্রলীগের কুকীর্তি নিয়ে যেন একটা পোষ্ট ষ্টিকি করা হয়। সবাই যেন ঐ পোষ্টে মন্তব্য করে তাদের ঘৃণাটুকু প্রকাশ করতে পারে।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সামু গনমানুষের প্রতিনিধীত্ব করে তাদের কাছে অনুনয় দয়া করে ভাল কোন রাইটারের একটা লেখা স্টিকি করুন। যেখানে আমরা আমাদের ক্ষোভটুকু ঢালতে পারি।
আপনার প্রস্তাবের সাথে ১০০ ভাগ সহমত।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
শরৎমেঘ বলেছেন: রাব্বী, বিশ্বজিৎ তোমরা আমাদের ক্ষমা করো! ওরা ছাত্রলীগ! তোমরা ওদের ভুলের মাসুল নও! ওরা অনেক মহান দায়ীত্বে নিয়োজিত!
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। লিংকে যাচ্ছি
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
গান পাগলা বলেছেন: বিদেশী কুওা রাখলে যেমন দেশী নেড়ী কুওা দৌরের উপর থাকে কদিন পর ওগোরেও একই হালে দেখমু।
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সন্ত্রাস আর জংঙ্গি মুক্ত দেশ চাই।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
ঢাকাবাসী বলেছেন: ছাত্রলীগারদের কুকুর বললে কুকরদের অপমান করা হবে কারণ কুকর বিশ্বস্ত, ককুর অহেতুক কাউকে কামড়ায়না ছাত্রলীগাররা সারাক্ষনই বিষ্ঠা খেতে ব্যাস্ত।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ছাত্রলীগ গু খায় কিনা আমার জানা নেই। তবে তাদের ভেতরে যে গুয়ের কিট বাষ করে তা বুঝেছি যেদিন ছাত্রলীগের থেকে বের হওয়া একটা বেজন্মা বিশ্বজিৎ এর ময়না তদন্ত এর নামে ফাজলামো রিপোর্ট করলো। তখন বুঝেছি ছাত্রলীগ যে করে সে যেই পেশাই যাক তাকে মানুষ বলা যায় না।
ওদের কাজ কর্ম দেখে ঘৃর্নায় শরীর গুলিয়ে উঠে
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
বিষণ্ণ বালক বলেছেন: আপনারা দয়া করে এই লিংক-এ যেয়ে পড়েন। আমার কিছু বলার নাই।
"ছাত্ররাজনীতি খুবই খারাপঃ গলাবাজ নন্দলালেরা বলেছেন" -http://www.somewhereinblog.net/blog/imtiazhappy/29752321
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: thanks
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
আঁতেল বলেছেন: আপনার শিরোনামের সাথে আমি একমত নয় কারণ আপনি কুত্তা জাতিকে অপমানিত করেছেন। ওরা কুত্তার থেকেও অধম কারণ কু্ত্তারা প্রভুভক্ত কিন্তু এরা নিজেরা নিজেদের ভিতর মারামারি করে।