নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল পাঠক,এবং সমালোচক।

C:\Users\ASUS\Desktop0.jpg

এম . এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম . এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

দেখুন একুশে টিভির সাংবাদিক নামধারী এক নিলজ্জ চোর আমার লেখা কবিতা চুরি করে কি ভাব মারতাছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫





আমার লেখা একটি কবিতা নিজের বলে চালিয়ে দিয়েছেন

চোরের লিংক দেখুন



আমার মূল লেখার লিংক দেখুন



লেখাটি আজ থেকে প্রায় দুই বছর আগে প্রকাশিত হয়ে ছিল আমার ব্লগে।



জ্যামসন মাহবুবু নামের এক টিভি সাংবাদিক। চিন্তা করেন সাংবাদিক নামের কত বড় কলংঙ্ক এই লোক। ব্লগ বা ফেসবুক থেকে যারা লেখা চুরি করেন তাদের জুতানো সময়ের দাবী



এইসব চোর বাটপার হইতে নিজেকে রক্ষা করার উপায় কি?

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: কৈষা ২ টা চটকনা দেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: উনি নাকি একুশে টিভি চ্যানেলের সাংবাদিক?

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্রতিবাদ করার কি উপায় বলুন? X((

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

নিরপেক্ষ মানুষ বলেছেন: কমেন্টস্ অপশন হইড করে রাখা বলে চটকানা দিতে পারলাম না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: মনে মনে চটকানা দিয়া ওর কান লাল কইরা ফেলান :P

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: আপনে আবার এটা খুঁইজা পাইলেন কেমনে? বড়ই আজিব দুনিয়া!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমার কাছের একজনের কাছ থেকে জানলাম।সে আমারে লিংক দিছে। যদিও আমি খুবই সাধারণ কবি। তারপরও কেউ সেটা নিজের নামে কপি করুক তা দেখে ভাল লাগছে না।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

সব্য বাংলােদশী বলেছেন: আজিব মানুষ সব

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এদের মত তৃতীয় শ্রেনীর লোকদের রুচি দেখলে মেজাজ খারাপ হয়

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

পুংটা বলেছেন: গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: আপনে আবার এটা খুঁইজা পাইলেন কেমনে? বড়ই আজিব দুনিয়া! =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বলতে পারেন এটা একটা কাকতলীয় ঘটনা!
তবে কথায় বলেনা চোরের দশদিন , সাধুর একদিন।

ডিজিটাল চোর ধরা পড়েছে ডিজিটাল ভাবে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

রিফাত হোসেন বলেছেন: Lol

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কেমনে ভাই!
বুঝলাম না!! :(

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

নিশ্চুপ শরিফ বলেছেন: লিখতে না পারলেও ভাব ধরার তালে দেখি কেও কম যায়না। ব্যাটারে কইসা ফেবু মেসেজে গদাম দেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এই পোষ্টের লিংক তার কাছে মেসেজ করা হয়েছে। বোধকরি এর চেয়ে বড় গদাম আর কিছু হতে পারেনা।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

সচেতন প্রহরী বলেছেন: হুমমম এখন থেকে ব্লগে ও ফেবুতে কবিতা দেতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে । যাতে আমার লেখা কবিতা কেউ চুরি করতে না পারে । কারন আমিও টুকটাক কবিতা লিখার চেষ্টা করি । :|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: যারা এই ভাবে চুরি করে তাদের কাছে প্রশ্ন ভাই তোমাদের চোখে কি হায়া পর্দা নাই? পরিক্ষায় পাশ করেছো হয়ত নকল করে, কিন্তু নকল করে কি হওয়া যায় না।

লেখা প্রকাশের পর চোখ কান খোলা রাখা দরকার। চুরি হলে তাও প্রকাশ করতে হবে। যাতে চোর দের চেনা যায়

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

পুংটা বলেছেন: ভাই এইবার কোন কবিতা লিখলে লেখার মধ্যে ওয়াটার মার্ক দিয়েন। :-P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: :) :) :D B-)
দারুন কইছেন

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

টুম্পা মনি বলেছেন: এমন হওয়া উওচিত। কপি রাইট আইন বলেও তো একটা কথা আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হুম সন্ধায় লিংকটি পাওয়ার পর মেজাজটাই খারাপ হয়ে গেল।

কেন যে মানুষ গুলি এমন করে! :(

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

শূন্য পথিক বলেছেন: পি এল দেন! X(( X((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কেমনে দিমু, মনে মনে দিচ্ছি আপাতত

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: এইডা আগে থেইকাই চুর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হতে পারে, ওনাকে আমি ঠিক আগে চিনতাম না।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আজব দুনিয়া -- চোরের কি দেখলেন ?


আপনার নাম দেয় নাই - সে তো নিজের নামও দেয় নাই -- ফেইসবুকে বেশির ভাগ স্ট্যাটাস হয় শেয়ার করা জিনিস -- এতো সিরিয়াস ভাবে না নিলেও পারেন - যদি দাবি করে তার নিজের লেখা তাহলে গালি গালাজ করেন !!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: , উনি এটি প্রকাশ করেছেন গতকাল(০৩.০২.১৩) দুপুর ২টায়। আমার লেখা প্রকাশ হয়েছে ১১ সালে তার মানে উনি অবশ্যই এটি চুরি করেছেন।
না হলে উনি কেন নাম বা লিংক প্রকাশ করলেন না?
উনি হয়ত ভেবেছেন দুই বছর আগের প্রকাশ হওয়া লেখা চুরি করলে সে নিরাপদ থাকবে।
কিন্তু মনে রাখা দরকার আমার এই লেখাটি একহাজারের অধিক বার পড়া হয়েছে। ব্লগে কোন কবিতা যখন এতবার পড়া হয় তখন বুঝতে হবে। এর পাঠক আছে। সেই পাঠকই আমাকে লিংক দিচ্ছে। কিন্তু ওনার লেখায় কমেন্ট অপশন হাইট থাকায় আমি প্রতিবাদ করতে না পেরেই ব্লগে শেয়ার করেছি।
আসুন আমরা চোরদের বিপক্ষে কাজ করি।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

প্রত্যাবর্তন@ বলেছেন: এই চোরগুলারে যদি লাত্থানো যাইত তাইলে যদি মূল লেখকের কিছুটা শান্তি মিলত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.