![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
কাদের মোল্লা নামের একজন জামায়াত নেতার বিরুদ্ধে সরকারের মানবতা বিরোধী মামলার রায় হয়েছে। কাদের মোল্লা ৭১ রাজাকার ছিলেণ তিনি অনেক অপকর্ম করেছেন বলে আদালতে সাক্ষ দেওয়া হয়ে ছিল।
কিন্তু এই রায়ে তার যাবত জীবন জেল হয়েছে!!। রায়ের আগের আজকের হরতাল কাদের মোল্লার জীবন বাচালো। কারণ বেশির ভাগ মানুষের ধারণা ছিল ফাসি হবে তার। যেহেতু ছয়ের মধ্যো পাঁচ পেয়েছে। আর রায়ের কিছু অংশ আগেই পড়ে ছিলাম আমার দেশের সৌজন্যে।
তবে শেষ মুহূতে বিরাট চমক।
অনেকের মত আমি ভাবছি না, আমার মনে হচ্ছে সরকার জাময়াতের সহিংসতার কারনেই ইউ টার্ন নিয়েছে।
নাহলে মতিঝিলের মতন জায়গার গতকাল সো ডাউন করলো কেমনে?
তবে হাসিনার গদি রক্ষা করা সহজ হবে বলে মনে হয়না।
সরকারের গৃহ পালিত বুদ্ধিজীবীরা টিভি চ্যানেলে দেখলাম খুব গোসা হইছে। তারা এই আন্তজাতিক(!)আদালতের বিরুদ্ধে বলছে।
মন্ত্রীরাও মুখে মুখে বলছে তারা রায়ে নাকি খুশি না!!
তবে আমার মনে হচ্ছে হাচিনা সরকার ইচ্ছে করেই এই রায় দিয়েছে।
খুব মজা পাচ্ছি দেখে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
একজন পথশিশু বলেছেন: Naamta change kore 'Abdul' KADER molla lekhen. Goonah hobe noyto.
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কন কি!? কি ধরনের গুনাহ হইবো সগিরা নাকি কবিরা
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
আসক্ত_আমি বলেছেন: ইস্কুল ছাত্র বলেছেন: খুব মজা পাচ্ছি দেখে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
মদন বলেছেন: কেন এই রায় দিয়েছে বলে মনে হচ্ছে? আগামি রায় আরো কড়া দিবে এমন টার্গেট নিয়ে নাকি জামায়াতের সাথে সমঝোতা করে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমার মনে হচ্ছে সরকারের সাবেক সহযোগী দল জামায়াত কে দলে ভেড়াতে চাইছেন হাচিনা। ভবিৎষতের জন্য কোন নীল নকশা করেছে। কিছু দিন আগে খালেদা এমন একটা ইংগিত দিয়ে ছিল।
রাজাকার তারা বলছে মুখে কিন্তু আসলে ক্ষমতার যাবার লোভে বড় দল গুলি যা খুশি তাই করতে পারে।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
শূন্য পথিক বলেছেন: ভাষা হারিয়ে ফেলেছি।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমার ভাষা আছে বলেই লিখছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
ইস্কুল ছাত্র বলেছেন: খুব মজা পাচ্ছি দেখে