নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল পাঠক,এবং সমালোচক।

C:\Users\ASUS\Desktop0.jpg

এম . এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম . এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের আন্দোলন আর ব্লগারদের হাতে নেই। তারা অনেকেই বিভিন্ন বাংলা ব্লগে হতাশা প্রকাশ করে লেখা পোষ্ট করেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫







এই সমাবেশ এর দুইটি দিক রয়েছে।একটি পজেটিভ দিক হলো তরুণরা তাদের আইপট ল্যাপটপ কম্পিউটার ফেলে রাজ পথে এসে দাড়িয়েছে। তারা রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করতে শিখলো। এর ফলে হবে কি?

যারা ভবিষতে অনৈতীক কাজ করবে, ক্ষমতার অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে তরুণরা পথে নামবে।প্রতিবাদ করবে।



নেগেটিভ দিক হলো তরুণদের ভিন্ন পথে নিয়ে যাওয়া। যেমন গতকাল যে শপধ তাদের পড়ানো হয়েছে তা সঠিক ছিলনা। হিংসা আর ঘৃর্ণার রাজনীতির সবক ছিল তাতে। বিশেষ করে ইসলামি ব্যাংক এ আক্রমন করা আমারদেশ, সোনার বাংলা ব্লগ দিগন্ত টিভি,ইবনে সিনা হাসপাতাল, ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওমীলীগের দলীয় বক্তব্যর টাই যেন শপধ পড়ানো হয়েছে।



যা মূল আন্দোলনের সাথে সাংঘর্ষিক।



সাধারণ জনতা ওই খানে কোন প্রতিষ্ঠানে হামলা চালাতে যায়নি। তারা গিয়েছে রাজাকারদের ফাসির জন্য। তারা যেই রায় কথিত আন্তজাতিক টাইবুনাল দিয়েছে তাতে খুশি না হয়ে প্রতিবাদ করছে।

এর আগেও এরকম অনেক রায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল।

প্রতিবাদ করেছিল।

তবে এবারের পেক্ষাপট ভিন্ন। সরকার যখন তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে আদালতকে প্রেসার দিচ্ছিলো । তারা পাগল হয়ে যাচ্ছিলো মনের মত রায়ের জন্য। তখন আমারদেশ স্কাইপ স্ক্যান্ডালের নিউজ দিয়ে জনগনের ভেতর বিচারটা কে উলংগ করে দেয়। স্বভাবতই মানুষ ভাবতে ছিল রাজাকারদের ফাসি হবে। কিন্ত সরকার নীল নকশা করে ইউটার্ন দিয়ে বিভান্ত করে।



সরকার সব কিছু দখল করে শেষ পযন্ত এই সাধারণ মানুষের আন্দোলনকেও দখল করার চেষ্টা করেছে। এটা খারাপ দিক।

নিদিলীয় মঞ্চে দলীয় লোকজনের উপস্থিতি প্রমাণ করেছে ব্লগারদের আন্দোলন আর ব্লগারদের হাতে নেই।

তারা অনেকেই বিভিন্ন বাংলা ব্লগে হতাশা প্রকাশ করে লেখা পোষ্ট করেছে। তাই মনে হচ্ছে এই আন্দোলন শেষ পযন্ত হয়ত মাঠে মারা যাবে। যা চরম হতাশার কথা।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

আখিলিস বলেছেন: শাবাস ! আপনাকেই খুজছে বাংলাদেশ !

এখানে পড়তে পারেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। আমার লিংকটিও পড়ুন

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সময় এসেছে তরুনদের সামনে, নৌকা আর ধানের শীষের বিকল্প খুজে নেওয়া। দেশকে ভালোবাসে এমন কোন শক্তির সৃষ্টি করার জন্য প্লট তৈরী করা।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

আমার জন্য লেখা বলেছেন: নেতা চুদার টাইম নাই
রাজাকারের ফাসী চাই
hope you will understand now

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সহমত। বড় দল গুলো আমাদের মতন সাধারণ জনগণের পাছায় বাস দিয়ে যাচ্ছে বছরের পর বছর। আসুন এবার ওদের বাশ দেই

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

কাজী শািহন মাহমুদ বলেছেন: এখানে হতাশার কিছুই নাই।আমিতো বলবো সবাই দেখিয়ে দিয়েছে,দেশ মাতৃকার শক্তিতে বিরোধীর কত অসহায়।তাদের পালাবার পথ ক্রমশ কমে আসছে।তাদের আশ্রয়স্থল থেকেও। আন্দোলন টা শুরু হয়েছিল ছোট থেকে,সেটা এখন জনসমুদ্রে পরিনত হয়েছে।সবাই একাত্ন হচ্ছে,ছাত্র-শিক্ষক,শ্রমজীবি,পথচারী,নারী,বৃদ্ধ,শিশু এমনকি সুদুর প্রবাস থেকেও মানুষ যোগ দিয়েছে।এবং সবথেকে বড় বিষয় এখানে সবার আকাংখা অভিন্ন।অরাজনৈতিক ভাবে যে কেউ একাত্ন হতে পারবে (শুধু জামাত-শিবির ছাড়া) এই আন্দোলন অনেক বড় ফ্যাক্টর এ পরিনত হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আজ প্রথম আলোর প্রথম পাতা জুড়ে দেখি বড় বড় হরফে ব্লগারদের বানী। ভালো লাগছে।
কয়েকদিন আগেও আমাদের ব্লগারদের নিয়ে মিডিয়া গুলি নাক সিটকাতো।
কিছুক্ষন আগে অনেক দিনের পুরাতন বন্ধুকে আমার ফেসবুক থেকে ডিলিট করলাম। দিনভর মিথ্যে গুজব সমৃদ্ধ ছবি পেষ্ট করার অপরাধে

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

সেচ্ছাসেবক বলেছেন: বলা হয়েছে রাজাকারদের প্রতিষ্ঠানের সাথে কোন ধরনের লেনদেন না করতে, যে প্রতিষ্ঠান গুলোর নাম বলা হয়েছে সেগুলো জামাতে ইসলামীর অর্থসহায়ক প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। যদি এই সব প্রতিষ্ঠানের সাথে কোন প্রকার লেনদেন না হয় তাহলে তাদের অর্থ প্রাপ্তিতে বিছুটা সমস্যাতো হবেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমার ইসলামী ব্যাংকে কোন একাউন্ট নেই। উল্লেখিত কোন প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সর্ম্পক নাই। তারপরও মনে হয়েছে। আগে আসুন ফাসি কার্যকর করি। তারপর সব শেষ হবে।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

মুক্তবন্দী বলেছেন: আপনার বক্তব্যের সাথে আমি শতভাগ একমত। যে আন্দোলনে একটা দিশা দেখেছি সেই আন্দোলন দখল হয়েযেতে দেখে সত্যি বিমর্ষ হয়েগেছি । এর চেয়ে বড় কথা দখল এমন পর্যায়ে একথা বললেও সেই অন্ধরা কুৎসিত মন্তব্য নিয়ে আসছে। এখানেও জিম্মি একটি নিরপেক্ষ চেতনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হ্যা আমপনার কথা ঠিক। অনেক সময় আমরা আমাদের মনের ভাব নিজেদের মত করে প্রকাশ করলেও কিছু ব্লগার ভাইরা এমন আক্রমন করে যেন আমিই রাজাকার!!!!!!!!
তখন কষ্ট পাই।
আমাদের উচিৎ সকল অন্যায়ের প্রতিবাদ করা। দেশকে ভালোবাসা আর যারা মিথ্যে নিউজ শেয়ার করে তাদের গদাম দেওয়া।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: সব কথার শেষ কথা রাজাকারের ফাসি চাই । মুক্তি নাই মুক্তি নাই রাজাকারের ফাসি চাই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: রাজাকারের ফাসি চাই ।
রাজাকারের ফাসি চাই ।
রাজাকারের ফাসি চাই ।
রাজাকারের ফাসি চাই ।
রাজাকারের ফাসি চাই ।
রাজাকারের ফাসি চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.