![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
বাংলা নিউজ এর অনলাইন নিউজ গুলি পড়লে মনে হয় তারা গঞ্জিকা সেবন করে নিউজ লিখে। পৃথিবীর কোথাও এতটা জঘর্ন্য মনগড়া পক্ষপাত দুষ্ট নিউজ প্রকাশ করে বলে আমার জানা নেই।
বহুদিন ধরে ওদের নিউজ পড়ে আসছি আর বিরক্ত হচ্ছি। আজ ফাইনাল সিধান্ত নিলাম ওদের লেখা আর পড়বো না।
সম্প্রতিকালে তারা সামুর বিরুদ্ধেও মিথ্যে প্রচারণা চালিয়েছে।
একটি নিরপেক্ষ অনলাইন নিউজ পত্রিকার খুব প্রয়োজন বোধ করছি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ওখানে যারা কাজ করে, মানে এই ধরণের হলুদ পত্রিকায় যারা লিখে তাদের জন্য করুনা হচ্ছে। এমন সময় আসবে যখন তাদের পাঠক সমাজ থুথু দিবে।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: মন্দের ভাল বিডিনিউজ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: তাই নাকি। দেখি তাহলে
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
আল বেরুনী বলেছেন: গাঞ্জা নিউজ
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: Click This Link
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
শূন্য পথিক বলেছেন: বাংলা নিউজের খবর গুলো আমার অনেক আগে থেকেই বিশ্বাস হয় না। ফাউল নিউজ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পত্রিকার নিউজ গুলি দেখলেই মনে হয় তারা মতলব বাজ। আমি শিউর ওরা ভবিৎষতে যদি বিএনপি আসে তাদেরও দালালী করবে। পাঠকদের কাছে যা চরম বিরক্তিকর হবে।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
অবসরের স্বপ্ন বলেছেন: যে নিজেকে নিরপেক্ষ বলে জাহির করে সে হয়তো পাগল নয়তো ভন্ড অথবা বোকা ।
নিরপেক্ষ কোন পত্রিকা হয় না .................................... সম্ভব না ।
যেমন কোন সচেতন সুস্থ মানুষ নিরপেক্ষ থাকতে পারে না .
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: দু:খিত আপনার মতের সাথে আমার মিললো না। কেননা সংবাদ লেখার কিছু নিয়ম আছে। ঘটনা প্রবাহের সাথে আপনার ব্যাক্তিগত মতবাদ চালিয়ে দেওয়ার অর্থ হয় না।
নিউজ লেখার সময় অব্যশই নিরপেক্ষ থাকা উচিৎ।
কিন্তু হতাসার কথা হলো বেশির ভাগ পত্রিকাই এমন রিপোর্ট করে যা অন্য পত্রিকার সাথে মিলে না। দেখে মনে হয় আকাশ পাতাল পার্থক্য। অনেক সময় সাংবাদিক ঘটনাস্থলে না গিয়ে অন্য কোন সংবাদ কর্মীর কাছ থেকে ফোনে তথ্য নিয়ে রির্পোট করে। অনেক সময় পত্রিকার সাংবাদিকরা উৎকোচ দাবী করে।
নৈতীক দিক দিয়ে সৎ সাংবাদিক ক্রমশ কমে যাচ্ছে।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
রিফাত হোসেন বলেছেন: লেখক সাহেব আমি কিছু বলি।
দুনিয়াতে অনেক কিছু কাগজে কলমে শিক্ষা পাই। বাস্তব এ তার ঊল্টাটাই দেখী বেশী!
আপ্নি আরেক ব্লগার এর উত্তর এ যা বলেছেন তা ১০০% ঠিক কাগজে কলমে!
বাস্তবে ঘোড়ার আন্ডা!
জাতি সংঘ নামেই জাতি সংঘ! হাহাহাহা
ভেটো কিন্তু ৫ বস দেশের হাতে
জন গনের মন নিয়ন্ত্রন করার ভাল অস্ত্র হল সংবাদ মাধ্যম . . . .
Amar. Teacher bolto niropekko o kintu akta pokko!
Bujha nan
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভালো বলেছেন।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আজ দ্বিতীয় বারের মত স্যামহোয়ার আমাকে ব্যান করলো। যদিও তারা আমাকে কোন রকম নোটিশ দেয়নি । আমি কোন সংগঠনের নেতা নই। আমি জংঙ্গি নই। শিবীর নই। ছাত্রলীগ বা দল নই। তারপরও সেখানে আমমার দ্বিতীয় নিক ব্যান করা হয়েছে।
যেহেতু ব্লগ টা তাদের তাই তারা যত খুশি ব্লগারের গলা টিপে ধরতে পারে।হত্যা করতে পারে সৃজনশীলতাকে। সেই অধিকার সংরক্ষিত রেখেই তারা ব্লগ চালাচ্ছে।
আমার ব্যানকে তাই আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ সামুর একচোখা মডুদের।
আমি গত আড়াই বছর ওখানে লিখে এবং কমেন্ট করে যাচ্ছিলাম। সেই জন্য প্রতি মাসে আমাকে সাতশত টাকা নেট বিল দিতে হয়েছে। আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় অপচয় হয়েছে। বিনিময়ে সামুর মত ব্গগুলি আমাকে কি দিয়েছে। কপি পেষ্ট উদ্ভট বাক্য, আর ক্যাচাল ছাড়া কি দেখেছি আমি?
গুটি কয়েক ব্লগার ভালো লিখে সত্যি কিন্তু তাতে পাঠক কোথায়?
মিধ্যে, ১৮+ চটি আর কয়েকজন চিন্হিত ব্লগারের তৈলাক্ত পোষ্ট পড়ে ভীষণ ক্লান্ত আমি।
খেয়াল করুন সামুর প্রথম পাতায় কি আছে এই মুহূর্তে?
শুধু শাহবাগ বন্দনা!!
একটি ব্লগের সবাই কি সাহবাগ বন্দনাই করবে? ভীন্নমত থাকবে না?? কেন থাকবে না??? ব্লগ মানে কি?
আমরা কি সবাই রোবট হয়ে গেছি? আমরা কি কারো রিমোটে চলছি?
যদি না চলি তবে প্রথম পাতায় কেন আমরা নেই?
কেন ব্যান?
ব্লগ কতৃপক্ষ কে প্রশ্ন করতে চাই শুধু ব্যবসা করার উদেশ্যে যদি ব্লগ চালাবেন তবে ভাই একটি কালের কণ্ঠ বাংলা নিউজ টাইপ পত্রিকা খুলে বসুন। আরো বেশি কামাতে পারবেন। আপনাদের মডারেশন টিমকে আমি স্বাগত জানাচ্ছি।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০
রিফাত হোসেন বলেছেন: টক কথা বলি।
আপনাকে ব্যান করার জন্য সামুর এই স্বভাব সুলভ আচরণ অবাক হই নাই ।
আমিও ২ ২বার ব্যান মুবারাক পেয়েছি ।
যদিও তেমন স্ট্রং কোন ব্যাপার না ।
ব্যান তুলে নিয়েছে একবার ১ মাস পর আরেকবার ২ দিন পর ।
....
এখন যাই হোক নিন্দা জ্ঞাপন ছাড়া আর কিছুই করার নাই !
সামু যেন অবলম্বে আপনার ব্যান তুলে নেয় ।
তবে আরেকটা কথা , ব্লগে লেখবেন আর পাঠকের জন্য উন্মুখ হয়ে থাকবেন সেটা কোন মানে নাই ।
ব্লগে লেখলে যদি মনে করেন সময় নষ্ট হয়! তাহলে তা না করাই ভাল ।
তবে কথাটা সত্য ! ১০০% সব সময় নয !
সাময়িক ব্লগ লিখুন , অবসর সময় এ ।
পাঠক যোগড়া করতে হবেই, এর মানে নাই ।
আর কোন কালেই কোন কিছুই নিরপেক্ষ পাবেন না, ভুলে যাবেন না নিরপেক্ষরাও একটি পক্ষ বহন করে !
হয়ত আপনার আমার সামুর বা রহিম করিমের পক্ষে না আরেক পক্ষের !
সুতরাং এই রকম মতভেদ ভিত্তিক পক্ষের অভাব নাই সমাজের ।
তব আশা করি জ্ঞান বিতরন, তথ্য আদান প্রদান, সুখ দু:খ, অনুভূতি , বিনোদন ইত্যাদিকে কেন্দ্র করে সামুর সাথে থাকবেন ।
সময় করে পোষ্ট করেন কোন সমস্যা নাই, কিন্তু পেইডের মত চিন্তা করে ব্লগিং যে পাঠক থাকতেই হবে ! এভাবে না এগুলোই বেটার
অনেকে পয়সার জন্য নয় আত্ন তৃপ্তি সম্মান, খ্যাতির জন্য ব্লগিং করে এখন আপনার চিন্তা আপনিই ভাল জানেন । ভাল থাকুন , সামুর এই এহেন আগ্রাসী মনোভাবের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
১০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
জোছনা কন্যা বলেছেন: ব্যান হইতে মুক্তি পান সেই দোয়া রইল
১১| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমি কেমনে আনব্যান হইলাম?
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
গরিব বলেছেন: পুরুটাই পক্ষপাত মূলক নিউজ করে এর। মাফিয়া -ভূমিদস্যু বসুন্ধারা গ্রুপের সব অপকরম চাপা দেওয়ার মিশন নিয়ে জন্ম হয়েছে বাংলা নিউজ, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন এর । কোন নীতিবান এখানে কাজ করতে পারে না।
আমার এক বন্ধু বাংলা নিউজ এর চাকুরী ছেড়ে দিয়েছে শুধু এজন্য।