নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

গরুগম্ভীর ফানঃ যে চার কারণে আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২



বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষ মাথা ঘুরে বা জ্ঞান হারিয়ে চিতপটাং হয়ে যেতে পারে। আমার ভাগ্য ভালো বলতে হবে, এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি কখনো মাথা ঘুরে পড়ে যাইনি। মাথা ঘুরে পড়ে যাবার মত বিভিন্ন ঘটনা ঘটলেও কিভাবে কিভাবে যেন আমি বেঁচে গেছি, কখনো পড়তে হয়নি।

তবে কখনো পড়িনি মানে এই নয় যে ভবিষ্যতেও আমি কখনো মাথা ঘুরে পড়ে যাবো না। যেদিন ভাগ্য খারাপ থাকবে সেদিন ঠিকই আমি চিতপটাং হয়ে যেতে পারি। কি কারণে পড়বো তা আগাম বলা যায় না। কিন্তু চারটি ঘটনা যদি আমার সামনে ঘটে যায় তবে শিউর আমি মাথা ঘুরে পড়ে যাবোই।

কি সেই ঘটনাগুলো? জেনে নিন সেই চার ভয়ংকর আনপ্রেডিক্টেবল ঘটনাসমূহ!

এক
বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি কখনো বিশ্বকাপ জিতে যায় সেদিন আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাবো।
আমি বাংলাদেশ ফুটবল দলকে অনুরোধ করবো, তাঁরা যেন আমার জীবদ্দশায় কখনো বিশ্বকাপ জিতে আমাকে ফেলে না দেন।

দুই
বাংলাদেশের দুই জন বড় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া যদি অতীত ভুলে মিলেমিশে দেশের জন্য কাজ করে যাবেন বলে কোনদিন ঘোষণা দেন সেদিন আমি অবশ্যই জ্ঞান হারিয়ে মাথা ঘুরে পড়ে যাবো।
এই দুই নেত্রীকে অনুরোধ করবো, তাঁরা যেন কখনো এমন ঘোষণা না দেন, যেই ঘোষণা শুনে আমার মত একজন ভালো দেশপ্রেমিকের মাথা ঘুরে পড়ে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে।

তিন
কানাডিয়ান বংশোদ্ভূত শিল্পী রায়ান গসলিং যদি কখনো আমাকে বিয়ে করে কানাডা নিয়ে যাবার প্রস্তাব দেয় সেদিন আমি নিশ্চিত মাথা ঘুরে পাঁচতালার উপর থেকে একদম নিচে পড়ে যাবো।
রায়ানকে আমি রিকোয়েস্ট করবো, সে যেন এধরনের প্রস্তাব দিয়ে আমার মত একজন ভালো ফ্যানকে হত্যা না করে।

চার
বর্তমানে এই ব্লগের দুইজন বিশিষ্ট ব্লগার হলেন চাঁদগাজী সাহেব এবং জনাব নূর মোহাম্মদ নূরু। আমি সেই শুরু থেকেই দেখে আসছি এই দুই জন ব্লগার সব সময় দুই বিপরীত মেরুতে অবস্থান নিয়ে একে অন্যের দিকে কমেন্টের তীর ছুঁড়ে মারেন।





আপনি হয়তো বলতে পারেন আমি কেন এই ব্লগারদের এখানে টেনে আনছি। এই পোস্টের সাথে উনাদের সম্পর্ক কি? সম্পর্ক অবশ্যই আছে।
ব্লগার চাঁদগাজী সাহেব যদি কখনো একটি প্রেমের কবিতা লিখে নুর মোহাম্মদ সাহেবকে উৎসর্গ করেন, সেদিন আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে কোন একটা দুর্ঘটনা ঘটে যাবে।
চাঁদগাজী সাহেবকে আমি সতর্ক করে দিচ্ছি, তিনি যেন এমন কাজ না করেন যাতে আমার মত এই জেনারেশনের একজন ভালো ব্লগারের ক্ষতি হয়ে যেতে পারে। আমার যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে সামুর ব্লগারগণ উনাকে কখনো ক্ষমা করবে না, কোনদিনও না।


[এটি একটি নিরামিষ ফানপোস্ট। কি লিখেছি কেন লিখেছি না ভেবে ফান গ্রহণ করুন।
সেই সাথে আপনি কোন ঘটনা ঘটলে মাথা ঘুরে পড়তে পারেন সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। হ্যাপি ব্লগিং।]

মন্তব্য ৬০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

আঁধার রাত বলেছেন: ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

অচেনা হৃদি বলেছেন: ?

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

অচেনা হৃদি বলেছেন: :)

ধন্যবাদ সম্মানিত সনেট কবি!

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

মিথী_মারজান বলেছেন: ৩নং টার সাথে আমার একটু মিল আছে।
আমিও একজন সিংগারের এমন ডাইং ফ্যান।
বিয়ে করবে, প্রোপোজ করবে এটা কখানো ভাবার সাহস হয়নি তবে এখনো মনেহয় তাকে সামনাসামনি কোনদিন দেখলে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাবো। এরপর আর জ্ঞান ফিরুক সেটাও আমি চাইনা। এমন ফ্যান্টাসী কাজ করে তারপ্রতি আমার।:p

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

অচেনা হৃদি বলেছেন: ওয়াও!
কোন সেই সিঙ্গার যার জন্য মিথী আপু এতো ক্রেজি!!
জানতে পারলে ভালো লাগতো।

আমার সাথে মিথী আপুর একটা মিল পেয়ে খুব ভালো লাগলো।
আশা করি মিথী আপু এমন একজনের সাথে জীবনের নৌকা পাড়ি দেবেন, যিনি সেই সিঙ্গার না হলেও দেখতে শুনতে সিঙ্গারের কাছাকাছি হবেন।
:)
অনেক শুভকামনা রইল।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

স্রাঞ্জি সে বলেছেন:

পোস্টে মাইনাস


---

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

অচেনা হৃদি বলেছেন: কিইইই?
আপনার মন্তব্য পড়েই তো মাথাটা ঘুরছে!
মাইনাস একটা দিলেও তো চলতো, তিনটা দেবার কি দরকার ছিল ভাই?

অফটপিকে একটা প্রশ্ন ছিলঃ সামনের দুর্গা পুজার সময় কি আপনার মাদ্রাসা কয়েকদিনের জন্য ছুটি দেবে?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

ভুয়া মফিজ বলেছেন: রায়ান গসলিং? ইয়াক!!!!!!
আর মানুষ খুইজা পাইলেন না! এর থাইকা আমি অনেক অনেক বেশী হ্যান্ডসাম! ;)

এক এ অজ্ঞান হবেন না। ফাইনালে তো অল অফ এ সাডেন যাবেনা, ওই পর্যন্ত যেতে যেতে আপনি কন্ডিশান্ড হয়ে যাবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

অচেনা হৃদি বলেছেন: হোয়াট?
এক্সকিউজ মি মিস্টার ভুয়া! আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার রায়ানকে (মানে আমার প্রিয় শিল্পী রায়ানকে) খারাপ কিছু বললে আমি খুব মাইন্ড করবো কিন্তু, বলে দিলাম। আপনি দেখছি সত্যিই খলনায়ক হতে চান। কারণ, নায়কের বিপক্ষে যিনি থাকেন তিনিই তো খলনায়ক! :(

ফাইনালে যাওয়া লাগবে না, বিশ্বকাপে প্রথম রাউন্ডে খেলতে পারলে একবার ঘুরে পড়বো। এরপর ২য় রাউন্ডে উঠলে আবারও পড়বো, কোয়ার্টারে আবারও... আমি মনে হয় মরেই যাবো। ;)

=p~ =p~

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: হা হা হা ...... হাসালেন বড্ড!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

অচেনা হৃদি বলেছেন: ;)

যাক বাবা, বাঁচলাম। আমি তো ভাবছিলাম আপনি আজকেও বলবেন আমি কোন এক পুরনো ব্লগার।
=p~

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


প্রেমের কবিতা লেখার ১টা কারণ, খুবই শক্তিশালী কারণ পেয়েছি; আজ থেকে শুরু হবে সেই প্রচেষ্টা; আমি জানি বাল্মিকী কবি ছিলেন না, কিন্তু তাঁর অন্তর থেকে বেরিয়ে এসেছিল চিরস্মরণীয় পংক্তিমালা।

ব্লগার নুরু সাহেব, ব্লগেই আমাকে হয়তো অনুরোধের সুরে, না'হয় চ্যালেন্জ হিসেবেই এই কবিতা লিখতে বলবেন; আমি জানি উনি এখন থেকে এই কবিতার জন্য প্রতিদিন আমার পোষ্ট চেক করবেন।

এই কবিতা প্রকাশের সময় আপনি হয়তো বালুকাবেলায় থাকবেন, কিংবা নরম ঘাসেভরা বাগানে থাকবেন, মাথা ঘুরে পড়ে গেলে যেন ব্যথা না পান।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

অচেনা হৃদি বলেছেন: কবিতাটা তাহলে শেষ পর্যন্ত লিখেই ফেলবেন!
ভালো খবর।

এই কবিতা প্রকাশের সময় আপনি হয়তো বালুকাবেলায় থাকবেন, কিংবা নরম ঘাসেভরা বাগানে থাকবেন, মাথা ঘুরে পড়ে গেলে যেন ব্যথা না পান।
বালুকাবেলা মানে তো সমুদ্র সৈকত। আমি ভুলেও কবিতার টাইমে সেখানে যাবো না। কারণ এই কবিতা দেখে আমি মাথা ঘুরে সৈকতে পড়ে থাকবো। তারপর জোয়ারের সময় সাগরে ভেসে যাব। অতপর মাঝ সাগরে নৌবাহিনী আমার লাশ খুঁজে পাবে।
অন্যদিকে আমি নরম ঘাসের মধ্যেও যাবো না। সেখানে হুঁশ হারিয়ে পড়ে থাকলে জোঁকেরা আমার রক্ত খেয়ে রক্তশূন্যতা সৃষ্টি করে দেবে।

আপনি কবিতাটা প্রকাশ করার আগে আমাকে জানিয়ে দিয়েন। আমি আগে ভাগে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে শুয়ে থাকবো। আশা করি তাহলে আপনার কবিতা আমার কোন ক্ষতি করতে পারবে না।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ, প্রথম তিনটি নিয়ে তেমন হাসি আসেনি। তবে চার নং ফাট্টাফাটি। দুজনের বাকযুদ্ধ দেখতে আমি মাঝেমাঝে গাজী সাহেবের পোস্টে ঢুঁ দিই। সব সময় না হলেও যখন দুজনকে মুডে পাই, এনজয় করি। তবে আমার ব্যক্তিগত অভিমত দুজন যেহেতু দুই প্রজন্মের , কাজেই ব্লগে যেটা দেখি উপর উপর। ওনাদের মধ্যে অত্যন্ত মধুর পারিবারিক সম্পর্ক আছে । যেখানে একে অপরকে অসম্ভব জানে বা বোঝে। ব্লগের সবচেয়ে মজার ক্যাচাল আমার কাছে নূর ভায়ের সঙ্গে শ্রদ্ধেয় গাজীসাহেবের কোলাকুলি ।

ব্লগে আরেকটি জুটির নাম করবো। শ্রদ্ধেয় সনেট কবিভায়ের সঙ্গে উদাসী স্বপ্নের ডুয়েট। যদি কোনও দিন উদাসী স্বপ্নভাইকে সনেট কবিভায়ের সঙ্গে একাসনে ডিনার ( অবশ্যই ডিনার) করতে দেখি, সেদিন আমার মত সামুর অনেক ব্লগার নির্ঘাত হার্টফেল করবে।

♥♥♥♥♥♥ সবার জন্য বিমুগ্ধ ভালোবাসা। সামান্য আঘাত পেলে উল্লিখিত চারজন শ্রদ্ধেয় ব্লগারের কাছে ক্ষমাপ্রার্থী।


আমি যথারীতি অটোতে বসে টাইপো করছি।


শুভকামনা প্রিয় বোনকে।


২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

অচেনা হৃদি বলেছেন: =p~

উদাসী এবং সনেট কবির ডুয়েল কমব্যাট কখনো দেখিনি। আমি তো মনে করেছিলাম আপনি উদাসী স্বপ্ন এবং নতুন নকিব ভাইয়ের কথা বলবেন।

যদি কোনও দিন উদাসী স্বপ্নভাইকে সনেট কবিভায়ের সঙ্গে একাসনে ডিনার ( অবশ্যই ডিনার) করতে দেখি, সেদিন আমার মত সামুর অনেক ব্লগার নির্ঘাত হার্টফেল করবে।
হাউ ইজ পসিবল? এই দুই জনের খাবারের মেনুতে বিরাট পার্থক্য আছে, দুই জনের কাছে দুই ধরনের গোশত স্বাদ লাগে। আমার মনে হয় এক টেবিলে এই দুই ধরনের গোশত জীবনেও উঠবে না। ;)

আপনার মত আমিও আশা করছি, চাঁদগাজী এবং নূরু সাহেবের চিরবৈরী সম্পর্কের অবসান ঘটবে।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ব্লগার নুরু ভাই যেটা করতে পারেন সেটা হল এক ছিল চাঁদগাজী নামক ব্লগার শিরোনামে একটা পোষ্ট দিতে পারেন তবে যেহেতু চাঁদাগাজী (দাদ) এখনো বর্তমান এবং ইতিহাস হয়ে যাননি তায় নিচে বিশেষ দ্রষ্টব্য দেয়া থাকবে লেখাটা অগ্রীম লেখা হয়েছে আজি হতে শতবর্ষ পরে এই পোষ্ট দেবার কথা ছিল।
-
উনাদের দু'জনার খুনসুটি ভালই লাগে আমার। উপভোগ করি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

অচেনা হৃদি বলেছেন: ভুল বলছেন। :)

নূরু ভাইয়া দারুণ ছড়া কবিতা লিখতে পারে। আমি উনার অনেক পুরনো বেশ কিছু ছড়া কবিতা পড়েছি, সেগুলো বেশ চমৎকার। গাজী সাহেব উনাকে কবিতা উৎসর্গ করলে তিনিও একটা পাল্টা কবিতা লিখে উৎসর্গ করতে পারবেন। এটা কোন ব্যপারই না।

উনাদের দু'জনার খুনসুটি ভালই লাগে আমার। উপভোগ করি। হুম, যে স্কৃনশট দিলাম এগুলা তো আপনার পোস্ট থেকেই নিয়েছি। ধন্যবাদ। ;)

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতার চর্চা চাঁদগাজী ভাই করছেন ।কবিতার নাম হবে আমি আর নূরু ।
আমি আর নূরু
ধরমু আর খামু ।

যাই হউক । সুন্দর লিখেছেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাইয়ামনি। ;)

আশা করি আপনার মিঠু ভালো আছে। :)

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ফেনা বলেছেন: আমার মনে হয় এইটা উস্কানীমূল্ক ফান পোষ্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

অচেনা হৃদি বলেছেন: না না, :(

কোন উসকানি সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়। এটা নিছক একটা ফান। আশা করি যে দুই প্রথিতযশা ব্লগারের নাম উল্লেখ করেছি তাঁরাও এটাকে একটা ফান হিসেবে গ্রহণ করবেন।

এনিওয়ে, অচেনা হৃদির ডিজিটাল ডায়েরীতে আপনাকে স্বাগতম! :)

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

পিকো মাইন্ড বলেছেন: ফেসবুকিয় পোস্ট । ভালো ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

অচেনা হৃদি বলেছেন: :)

ধন্যবাদ পিকু ভাই! ;)

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গরুগম্ভীর ফানঃ যে চার কারণে আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি!
গরুগম্ভীর না, এটা হল একপাল গরুকে নিয়ে আরেকটা ছাগলের ম্যাওপ্যাও পোস্ট।


@ পিকো মাইন্ডবলেছেন: ফেসবুকিয় পোস্ট । ভালো ।
(সামুতে মাইনাস বাটন খুব জরুরী..)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

অচেনা হৃদি বলেছেন: এক্সকিউজ মি...
গত কুরবানির ঈদের পর থেকে 'গরু' শব্দটি আপনি বেশি ব্যবহার করছেন। এটা কি কাকতালীয় ঘটনা?
মাঝে মাঝে আপনি আমাকে ছাগল মনে করছেন, মাঝে মাঝে আমাকে গরু মনে করছেন, মাঝে মাঝে নিজেকে গরু মনে করছেন, মাঝে মাঝে সবাইকে গরু মনে করছেন, বুঝলাম না। আপনি কি গরু বিশেষজ্ঞ নাকি ভাই? ;)
এভাবে সবাইকে গরু মনে করা উচিৎ না, কবির ভাষায়-
সবাই গরু নন,
কেউ কেউ গরু...
;)

সামুতে মাইনাস বাটন খুব জরুরী.. এটা আমাকে বলে লাভ কি? আমি নিজেও তো চাই ডিসলাইক বাটন চালু হোক। তাহলে কবি জায়েদ হসাইন লাকির কবিতাতে নিজের মত প্রকাশ করতে পারতাম।
একটা কাজ করেন ভাইয়া, ড্রাফট নিয়ে প্রথম পাতায় আপনি একটা পোস্ট দিয়েছিলেন মনে আছে? সেখানে সবাই কি সুন্দর সাড়া দিয়েছিল। স্বয়ং মোডারেটর আপনাকে সুন্দর একটা মন্তব্য দিয়েছিল। এখন মাইনাস বাটনের দাবিতে প্রথম পাতায় একটা পোস্ট দেন। ;)

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি ,



একটা আঞ্চলিক ছড়াগান শুনেছিলুম দক্ষিন বাংলায়--
শুক্কুর শনি রহিবার (রবিবার)
এই তিন দিনে মাতা ধরে
মাতা আমার ছাড়েনা রে , ছাড়েনা রে !


আপনারও দেখি সেই দশা । B-) আরো অনেক কারণে আপনার মাথা ধরতে পারে আর তাতে মাথা ঘুরে পড়ে যেতে পারেন!

যদি সুপার-ডুপার হিরো - হিরো আলম এসে আপনার হাতখানি ধরে " হাই জানু, আই লাবিউ .." বলে তবে মাথা ঘুরে
আপনি পড়ে যেতে পারেন এবং সেখান থেকে বেঁচে ফেরত আসার আর কোনও চান্স নেই আপনার। :-P

জ্ঞান হারাবেন আর মরেই যাবেন যদি হু,মু এরশাদ ডেটিং করার জন্যে আপনাকে লং ড্রাইভের অফার দেন । :-*

মাথা ঘুরে পড়ে গিয়ে বাসের তলায় চাপা পড়বেন যদি বাংলাদেশের সম্রাট শাজাহান আপনাকে "হাই চুইটি ! তুমি আমার অচেনা না তুমি আমার অনেক দিনের চেনা । চলো, যাই ভেসে যাই দুজনে........ " বলে হাত ধরে ঢাউশ সাইজের ৩২ সীটের পারসোনাল গাড়িতে তুলে গরু-ছাগল চিনতে চিনতে বর্ষাকালের ঢাকা টাঙ্গাইল রোডে প্রমোদ বিহারে যাবার খায়েশ প্রকাশ করে ফেলেন । :) 8-|

আরো আছে , কমুনা ........... :|

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

অচেনা হৃদি বলেছেন: হায় হায়, এটা কি করলেন ভাইয়া?
আপনার কমেন্ট তো আমার পোস্টকেও হারিয়ে দিয়েছে!
=p~

হাসতে হাসতে আমি শেষ, (তবে মাথা ঘুরে পড়িনি) এই সুন্দর মন্তব্যখানা আরও লম্বা হলে চমৎকার হত! আপনি বললেন, আরও আছে, কমু না.. :(
কেন???

সুন্দর এবং অতুলনীয় রসালো একটি মন্তব্য করায় আপনাকে হৃদিপুর্ন ভালোবাসা জানাই!

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: হাহাহাহা.......কিছুটা মজা পেলাম। এসব হবে না......

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

অচেনা হৃদি বলেছেন: =p~

আনপ্রেডিক্টেবল!! ;)

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

হাফ হাতা শার্ট বলেছেন: ১,৩,৪ হলেই হতে পারে কিন্তু ২ নম্বর আদৌ সম্ভব না

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

অচেনা হৃদি বলেছেন: ৩ নং হওয়া সম্ভব??

ওয়াও, ধন্যবাদ ভাইয়া! :)

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

গাধারে বুঝায় কী, আর ছাগল বুঝে কী!!! X(
( গরু গরু করে কে? শিরোনামটা দেখে বুঝ হে...);)


গরুগম্ভীর ফান আর গুরুগম্ভীর ফান, দুটো কি এক??
গুরুগম্ভীর /বিশেষণ পদ/ গভীর অর্থ যুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট।


তোদের গুরু কাভাকে নিয়ে তোরা মর!!
ঐ পোস্ট রিষ্টোর করেছি, প্রতিদিন ঘুমানোর আগে খতম দিস।
(খচ্চর মেয়ে! মেজাজটাই বিগড়ে দিল...)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬

অচেনা হৃদি বলেছেন: :(
এইটা কি হল?

আমি মানুষ একটা, আপনি আমারে আর কত নামে ডাকবেন বলেন? জান্টু, ছাগল, গরু, গাধা, খচ্চর...
আপনি কি আমাকে মানুষ মনে করেন না?
হায় হায়রে, কার লগে ব্লগিং করি এতদিন??

গরুগম্ভীর ফান আর গুরুগম্ভীর ফান, দুটো কি এক??
কেমনে এক? ডিফারেন্স তো আমি বুঝি, আমি ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট হলেও বাংলায়ও আমার ভালো দক্ষতা আছে। ;)

তোদের গুরু কাভাকে নিয়ে তোরা মর!!
ঐ পোস্ট রিষ্টোর করেছি, প্রতিদিন ঘুমানোর আগে খতম দিস।
(উনার কমেন্টগুলা আছে তো?)
আহারে, কাল্পনিক ভালোবাসার মত একজন মানুষের শিষ্য হতে পাড়া আমাদের সাত জনমের ভাগ্য। =p~ একমাত্র তিনিই পারেন আমাদের রক্ষা করতে, নয়তো কবেই যে আসলে খচ্চর হয়ে যেতাম।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: বিনোদনমূলক পোস্ট :#) :D

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

অচেনা হৃদি বলেছেন: :)
ঠিক তাই। এটা একটা বিনোদন পোস্ট।
পোস্টের বিনোদনটুকু ধরতে পারায় হাসিব ভাইয়াকে ধন্যবাদ।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! মাথা ঘুরানির পোস্ট,...........
@ আহমেদ জী এস সাহেবের কমেন্ট তো দারুন হয়েছে। তবে আমার মাথা ঘুরবে, যেদিন প্রিয় ব্লগারদের মধ্যে যারা ছদ্মনামে ব্লগিং করছেন উনাদের সাথে সরাসরি দেখা হলে। যেহেতু ছবি দেখিনি, কিন্তু প্রতিদিনের ব্লগিংয়ের ফলে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়েছে; এজন্য কল্পনায় উনাদের একটি চেহারা মনের মধ্যে আঁকা আছে। কাউকে হয়তো লেখা পড়ে টিনেজ মনে হলো কিন্তু বাস্তবে তিনি ৬০+!! আবার কেউ 'অচেনা' হয়ে লুকিয়ে আছেন, কিন্তু দেখার পর মনে হলো হারিয়ে ফেলা অতীতের কোন এক স্বর্গের দেবী!! তখন মাথা শুধু ঘুরবে না, বেহুশ হওয়ার চান্স আছে।

শুভ রাত্রি, আপুনি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

অচেনা হৃদি বলেছেন: শুভ রাত্রি, আপুনি।[/sb!!
কি বলবো?
মন্তব্যটা যখন পড়িতেছিলাম তখন রাত্রি পার হইয়া শুভ সকাল হইয়া গিয়াছে। =p~

কাউকে হয়তো লেখা পড়ে টিনেজ মনে হলো কিন্তু বাস্তবে তিনি ৬০+!! আবার কেউ 'অচেনা' হয়ে লুকিয়ে আছেন, কিন্তু দেখার পর মনে হলো হারিয়ে ফেলা অতীতের কোন এক স্বর্গের দেবী!
আপনি কি আমাকে টিনেজ মনে করেন নাকি? সারছে, নিজেও মাথা ঘুরে পড়বেন, আমাকেও ফেলবেন দেখছি। দেখেন ভাই, আমি কিন্তু দুইজনের মা, আমাকে টিনেজ মনে করার কোন মানে হয় না। ;)

হারিয়ে ফেলা অতীতের কোন এক স্বর্গের দেবী!? বাপ্রে বাপ। স্বর্গের দেবিরা এতো ভালো ভালো জিনিস ফেলে এই বিরক্তিকর ব্লগ নিয়ে পড়ে থাকবে? ইম্পসিবল!

যেদিন প্রিয় ব্লগারদের মধ্যে যারা ছদ্মনামে ব্লগিং করছেন উনাদের সাথে সরাসরি দেখা হলে। যেহেতু ছবি দেখিনি, কিন্তু প্রতিদিনের ব্লগিংয়ের ফলে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়েছে; এজন্য কল্পনায় উনাদের একটি চেহারা মনের মধ্যে আঁকা আছে। তবেই আমার মাথা ঘুরবে। ওয়াও! কি চমৎকার কথামালা, কে বলেছে আপনি কবিতা লিখতে পারেন না। এই কথাগুলো পুরো কবিতার মত হয়েছে। আমি আপনাকে দেখলে মাথা ঘুরে পড়বো না, কারণ আপনার চেহারা আমার মুখস্ত। আপনি কঠিন ছদ্মবেশ ধরে আসলেও আপনাকে এক সেকেন্ডের মধ্যে চিনে যাবো। ;)
তবে চাঁদগাজী বা নতুন নকিব ভাইয়াকে দেখার পর, যদি দেখি উনাদের মাথায় চুল নাই, সেদিন আমি পড়তেও পাড়ি। কারণ আমি কল্পনায় এই দুইজনের যে চিত্র একেছি সেখানে উনারা টাক্কু নন। =p~

সুন্দর এবং রসালো একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪২

হাসান মাহবুব বলেছেন: =p~

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

অচেনা হৃদি বলেছেন: ;) :)

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি ,



এইতো ...........শুক্কুর শনি রহিবার (রবিবার)এই তিন দিন ধরে আপনার মাথা যে ঘুরছে তার প্রমান দিলেন ।
হৃদয় ভরে রেখে ( হৃদিপূর্ণ করে ) কি ভালোবাসা দেয়া যায় ? :( এটা ফাঁকির আরেক নাম । :((
ভালোবাসা হৃদিখালি( হৃদয় খালি করে দিতে হয় ).......... :-P

প্রতিমন্তব্য ভালো হয়েছে , সেইরাম ...............

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

অচেনা হৃদি বলেছেন: প্রতিমন্তব্য ভালো হয়েছে , সেইরাম...
প্রতিমন্তব্য কচু হইছে। আপনার মন্তব্যে কিভাবে লিখলে পারফেক্ট প্রতিমন্তব্য হবে সেটা বুঝতে বুঝতেই আমার দুই তিন মিনিট চলে যায়। :P

হৃদিপুর্ন ভালোবাসা দিলাম মানে হৃদয়ে যতটুকু ভালোবাসায় পুর্ন ছিল ততটুকু দিলাম। আশা করি বুঝেছেন। ;)

আবারও একটি সরস মন্তব্য করায় আরেকবার ধন্যবাদ। :)

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

এ.এস বাশার বলেছেন: পোস্ট, মন্তব্য এবং প্রতিমন্তব্য বেশ উপভোগ্য। আপনার গরুগম্ভীর পোস্ট! ;) ;)
আমার মন্তব্য গুরুগম্ভীর B:-/ B:-/

:D :D :D

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

অচেনা হৃদি বলেছেন: গরুগম্ভীর শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করেছিলাম। কিন্তু একজন বোকা পাঠক মনে করেছে আমি ভুল করে গুরুগম্ভীর শব্দটিকে গরুগম্ভীর লিখেছি, আহারে দুঃখ। :(

এনিওয়ে, আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লেগেছে। সাথে থাকুন, ফান এবং বিনোদনের মিথস্ক্রিয়ায় অংশ নিন। :)

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

শিখা রহমান বলেছেন: অচেনা হৃদি আর অচেনা থাকছে কই!! অনেক খানিই যে চিনে ফেললাম। :) প্রথম তিনটা আসলেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো যথেষ্ট ভালো কারণ। কিন্তু তারপরেও চাইছি যে ওই সব কারণে হৃদিমনি অজ্ঞান হোক। আর রায়ানকে নিয়ে একটু মন কষাকষি হতেই পারে আমার সাথে হৃদিমনির :P

পোষ্টটা মজার। আনন্দে থেকো। ভালো থেকো সবসময়।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

অচেনা হৃদি বলেছেন: রায়ানকে নিয়ে একটু মন কষাকষি হতেই পারে আমার সাথে হৃদিমনির :) এ আর এমন কি আপু? একজন রায়ানের জন্য কতজনের সাথে আমার পুরন সম্পর্ক ভেঙ্গে খান খান হয়ে গেছে। :(

আপু যেদিন এখানে কমেন্ট দিয়েছিলেন সেদিনই দেখেছিলাম। কিন্তু এতদিন জবাব দিতে পারিনি।
যদি কখন এই রিপলাই দেখে থাকেন, অনেক শুভেচ্ছা জানবেন আপুনি। :)

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

সিগন্যাস বলেছেন: হে হে মন্তব্য পড়ে বেশি মজা পেলাম =p~
ডানা ভাইয়ের মতো আমি ভাবছি আনন্দ বাজার পত্রিকা ছেড়ে আপনার পোষ্ট পড়বো।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

অচেনা হৃদি বলেছেন: ওরে বাবা, এটা কে? কই ছিলেন এতদিন? আপনাকে পরীরা কিডন্যাপ করে নিয়ে যায় নাই ত? ;)

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে নতুন করে স্বাগতম। :)

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রায়ান গসলিং এই ব্যাটা আবার কে?
সামুতে কি প্রেমিক পুরুষের আকাল পড়ছে? :P

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

অচেনা হৃদি বলেছেন: দেখেন রম্য লেখক সাহেব, আমি আপনার রম্য লেখা পড়ে অনেক সময় অনেক হেসেছি, কিন্তু আমার রায়ানকে (মানে আমার প্রিয় শিল্পী রায়ানকে) তুচ্ছ তাচ্ছিল্য করলে আমি কিন্তু যত হেসেছি তার চেয়ে বেশি কেঁদে দেব। :(

সামুতে কি প্রেমিক পুরুষের আকাল পড়ছে?
আরে নাহ,
সামুতে কত সুন্দর রসিক রসিক পুরুষ আছে...
চাঁদগাজি, খায়রুল আহসান, সোনাবীজ... ;)

কিন্তু উনারা ত ঘাটের মড়া, ইমোটিকন পর্যন্ত বুঝেন না বেচারারা, উনাদের সাথে কি আর প্রেম চলে? =p~

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

মনিরা সুলতানা বলেছেন: বাংলা সিনেমার একটা গান আছে না ;)

পোস্ট যেমন তেমন -
মন্তব্যে তো B:-/ চশমা সহ ফিট।

=p~ =p~

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

অচেনা হৃদি বলেছেন: পোস্ট যেমন তেমন -
মন্তব্যে তো B:-/ চশমা সহ ফিট।


কি আশ্চর্য, আপু আমাকে অনেকেই বলে আমার পোস্টের চেয়েও নাকি মন্তব্য বেশি ভালো। ঘটনা বুঝি না। পোস্ট লিখতে ত অনেক চিন্তা ভাবনা করে লিখি, কিন্তু মন্তব্য তো দুম করে লিখে ফেলি, অত ভাবনা চিন্তা করি না, তারপরেও মন্তব্য কেন সবার কাছে ভালো লাগে বুঝি না। :)

সুন্দর একটি মন্তব্য করায় মনিরা আপুকে অনেক ধন্যবাদ।

২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

বাকপ্রবাস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রায়ান গসলিং এই ব্যাটা আবার কে?
সামুতে কি প্রেমিক পুরুষের আকাল পড়ছে? =p~

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

অচেনা হৃদি বলেছেন: হুম, উনি বলছেন তো, তাতে কি হইছে শুনি? X((

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টি আনন্দের, শান্তির আর বিনোদনের।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো থাকুন।

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

রক বেনন বলেছেন: সমস্যা নেই, পাশে কেউ সাথে সাথে ঠাণ্ডা পানির বালতি নিয়ে উপস্থিত থাকলেই হবে!! =p~ =p~ =p~

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

অচেনা হৃদি বলেছেন: হায় হায়, এটা কি কন ভাই? :(

আপনাকে এত ভংকর আশার বাণী শুনাইতে কে কইছে ভাইয়া? X(

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই আর নুরু ভাইয়ের কথা শুনে আমারও মাথা ঘুরে পড়ে যাবার মতই অবস্থা, এই দুইজন সবসময় কেন যেন লেগেই থাকেন। ধন্যবাদ X( :-/

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

অচেনা হৃদি বলেছেন: :) স্বাগতম!

উনাদের এই লাগালাগি মজার, তবে মাঝে মাঝে একটু বেশি লাগালাগি হয়ে যায়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.