নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার মা

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

লুকিয়ে ব্লগ চালানোর কোন মানে হয় না। আমি তো খারাপ কিছু করছি না, এত লুকানো ছাপানোর কিছু নেই। তাই মাকে গিয়ে বললাম, মা আমি ব্লগে লেখি।
মা কি উত্তর দেন তা নিয়ে কিঞ্চিত ভয় ছিল। কিন্তু মায়ের উত্তরটা ছিল বিস্ময়কর। মা খুশি হয়ে বললেন, কেমন ব্লগে লেখিস?
-সামহোয়ারইনব্লগ।
-দেখি তো কেমন লেখিস, আমাকে একটু তোর লেখাগুলো দেখা।

আমি অফলাইনে বসে মাকে আমার ব্লগ দেখালাম। সাথে সাথে মায়ের মুখ থেকে সব উতসাহ হারিয়ে গেল, মা বলেন- কিরে। এগুলো তো বাংলা লেখা।
আমি বললাম, হ্যাঁ, এটা তো বাংলা ব্লগ। লেখা বাংলাতেই তো হবে।
-অহ, ব্লগের নাম শুনে আমি মনে করেছিলাম ইংরেজি হবে।

আমিও ভাবলাম তাই তো, সাম হোয়ার ইন ব্লগ, এটা তো ইংরেজি কথা, বিশ্বের সবচেয়ে বড় বাংলা ব্লগের ইংরেজি নাম! এটা তো কখনো ভেবে দেখিনি।

এনিওয়ে, আমার মা শিক্ষিত লোক হলেও টেকনোলজির ব্যপারে উনি একটু কম বোঝেন। সেদিন থেকে আমি আমার মায়ের সামনেই ব্লগ চালাচ্ছি। শুধু তাই নয়, মাঝে মাঝে আপনারা আমার পোস্টে কি মন্তব্য করেন তা মাকে শুনাই। শুনে মা হাসেন। কোন কোন ব্লগারের বেশ রসালো মন্তব্য মাকে শুনিয়ে বলি, মা এই মন্তব্যে কি উত্তর দেয়া যায়? আমার মা খুব সুন্দর উত্তর বলে দেন। আমি সেটাই প্রতিমন্তব্যের ঘরে লিখে দিই। বুঝলেন তো, ব্লগে আমি একা নই, আমার মাও আছেন। তিনি প্রায়ই কে কি বলেন তা দেখছেন। যে প্রতিমন্তব্য পড়ে আমাকে বেশ চালাক মনে করেছিলেন সেটা হয়তো আমার মায়েরই অবদান। ;)

সম্মানিত ব্লগারগণ, প্লিজ এই পোস্ট পড়ে টাশকি খাবেন না। ;)
আমি তথ্যটা একটা বিশেষ কারনে শেয়ার করছি। তা হল- মন্তব্য করার সময় আপনারা প্লিজ খেয়াল রাখুন, কেউ আমার পোস্টে এমন কোন মন্তব্য করে বসবেন না যে কারনে আমাকে বিব্রত হতে হয়। এখনো তেমন মন্তব্য আসেনি, কারন আমাকে যারা নিয়মিত মন্তব্য করে থাকেন তাঁরা বেশ রুচিশীল। তবুও জাস্ট একটু এলার্ট করে রাখলাম, এই আর কি।
হ্যাপি ব্লগিং। :)

মন্তব্য ৬৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সম্মানিত ব্লগারগণ, প্লিজ এই পোস্ট পড়ে টাশকি খাবেন না। ;)
.............................................................................................
না না না
তবে ভীষম খাইছি
হাহাহা ++

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

অচেনা হৃদি বলেছেন: :)
প্রথম মন্তব্যে ধন্যবাদ।
মজা পেয়েছেন জেনে ভালো লাগলো।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ চমৎকার আয়োজন তো! আপনার মাকেও একটা একাউন্ট খুলে দিন। অবসর সময়ে উনিও কিছু লেখালেখি করলে হয়তো ওনারও ভাল লাগবে। মা মেয়ের এই সখ্য আমার কাছে খুবই ভাল লাগলো। + +

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

অচেনা হৃদি বলেছেন: স্যার সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। এই চিন্তাটা আমার মাথায় এসেছিল। তবে আমার মায়ের অবসর সময় খুব সংকুচিত। ব্লগ নিজে চালানোর মত সময় একদম পাবেন না। উনি এমনকি ফেসবুকেও নেই। শুধু ইমো ব্যবহার করেন।

মা মেয়ের এই সখ্য আমার কাছে খুবই ভাল লাগলো। + + :) ধন্যবাদ স্যার। তবে আমার সাথে মায়ের চেয়েও বাবার সাথে সখ্যতা বেশি। এ ব্যপারে হয়তো ভবিষ্যতে আরও জানবেন।
সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্টগুলো আপনার আম্মা লিখে দিচ্ছেন নাতো? আপনার বানান ভুল আগের থেকে কমে গেছে কিন্তু।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

অচেনা হৃদি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমিই টাশকি খেলাম। স্যাটায়ার করলেন নাকি সিরিয়াস কমেন্ট করলেন বুঝলাম না।
মা পোস্ট লিখে দেবেন কেন? সব পোস্ট আমার নিজের লেখা। মা তো কমেন্ট বলে দিয়েছেন। তাও অল্প কয়েকটা।

মা যদি পোস্ট লিখে দেন তাহলে ইংরেজি পোস্ট দেয়া শুরু করব। বাংলা বিষয়ে উনার ইন্টারেস্ট খুব লো লেভেলে থাকে।

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..................................................................................................
এ উপলক্ষ্যে জাপানী খাবার পাঠালাম,
কেমন টেষ্ট হয় জানাবেন ।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২

অচেনা হৃদি বলেছেন: হোয়াট ইজ দিস??
দেখে তো পোকামাকড় মনে হচ্ছে!
ধন্যবাদ।
আমি জাপানি খাবার খাই না।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

মীর সাজ্জাদ বলেছেন: পরিস্কার মন নিয়ে এত পরিস্কার একটা পোষ্ট দিলেন। তাতে মনে হচ্ছে সব মানুষগুলোই যদি এমন পরিস্কার মনের হত, তাহলে পৃথিবীটা কত বেশি পরিমান আনন্দের জায়গা হত।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

অচেনা হৃদি বলেছেন: :)
অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: যাক অবশেষে বোনের ব্যস্ততা তাহলে কমলো। পোস্ট প্রসঙ্গে,

এটা আমার দৃষ্টিতে টাশকি খাওয়ার মত কোনও ঘটনাই নয়। মা - মেয়ের স্বাভাবিক মিথোস্ক্রিয়ার একটি চিত্র। বাবা - মা যতই শিক্ষিত হোন না কেন টেকনোলোজিতে ওনারা সন্তানদের কাছে একটু পিঁছিয়ে থাকেন। বাবা - মায়ের সঙ্গে সেই গ্যাপ পূরন করতে পারাটা আপনার কাছে পরম ভাগ্যের বলে আমার বিশ্বাস । এই ধারা বহন করুন জীবনভর ।

শুভকামনা প্রিয় বোনকে।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া।

ব্যস্ততা আসলে কমেনি। সামনের দুর্গাপুজার সময় এক সপ্তাহের ছুটি পাওয়া যাবে। আশা করি তখন আবার কিছুদিনের জন্য ব্লগে নিয়মিত হতে পারবো।

বাবা মায়ের সাথে আমার অনেক দিক থেকেই গ্যাপ আছে। শুধু টেকনোলজিতে গ্যাপ আছে তা নয়।
আমার বাবা টেকনোলজিতে চলনসই ধরনের এক্সপার্ট, পেশাগত কারণে বাবাকে টেকনোলজি নিয়েই চলতে হয়। অন্যদিকে আমার মায়ের পেশাতে বা কাজে টেকনোলজির দরকার নেই, একারণে মা টেকনোলজিতে মোটেই আগ্রহী নন। উনার আগ্রহ থাকলে হয়তো উনিও এক্সপার্ট হয়ে যেতে পারতেন।

এটা আমার দৃষ্টিতে টাশকি খাওয়ার মত কোনও ঘটনাই নয়।
কথাটি জেনে আমার খুবই ভালো লাগলো। :)

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

সৈকত জোহা বলেছেন: আপনি তো লাকি । আমার মা'র সাথে এইসব নিয়ে আলোচনার সুযোগ নাই। তিনি পরিবার আর নাতি-নাতনী নিয়ে সর্বদা ব্যস্ত ।
তবে যদি আমার সন্তানের মা'র খোঁজ পাই, তাহলে তার সাথে শুধু ব্লগ নই ব্লগার বানিয়ে ছাড়বো ।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

অচেনা হৃদি বলেছেন: :)
অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম।

পৃথিবীতে সবাই কোন না কোন দিক থেকে লাকি। আপনার মায়ের সাথে এধরনের আলাপ করার সুযোগ হয়তো নেই, কিন্তু আমি শিউর আপনার মায়ের কাছে আপনি এমন কিছু অবশ্যই পাবেন যা আমার মা আমাকে দিতে পারেনি। এটা একটা ধ্রুব সত্য কথা ভাইয়া।

তবে যদি আমার সন্তানের মা'র খোঁজ পাই, তাহলে তার সাথে শুধু ব্লগ নই ব্লগার বানিয়ে ছাড়বো ।
=p~
যদি বানাতে পারেন তাহলে তো ভালো। তবে ব্লগার হওয়া বিরাট কিছু না ভাইয়া। তার চেয়ে বরং ভালো রান্না শেখান, উপকারে আসবে। ;)

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬

শুভবাদী রোদ বলেছেন: যাক, ব্যাপারটা ভালো। আরও ভালো এই সরল-সহজ স্বীকারোক্তি। লিখতে থাকুন, ভালো থাকুন।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

অচেনা হৃদি বলেছেন: :)
আমার ব্লগে আপনাকে স্বাগতম!

সুন্দর একটি মন্তব্য এবং শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



আন্টি B-) সালাম নিয়েন,
'হৃদিতা'র মাধ্যমে আপনার সাথে পরিচিত হতে পেরে ভাল লাগছে। আচ্ছা, বলুন তো? পাকনা এই মাইয়াটারে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন বলে সে ইংরেজিতে ব্লগ লিখতে হবে কেন? আপনার তো খুশি হওয়ার কথা, মেয়ে বাংলায় ব্লগিং করে এজন্য অবাক হচ্ছেন? এটি একটি সৃজনশীল প্লাটফর্ম; চাইলে আপনিও লিখতে পারেন। নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে, অতীত স্মৃতি নিয়ে লিখতে পারেন অনায়াসে।

আর আপনার হৃদি তো খুব ভাল লেখে। এই পিচ্ছি বয়সে তার বাংলা লেখা বেশ পরিণত। বিশ্ব সাহিত্য নিয়েও তার আগ্রহ আছে। তবে অভিমানে অনেক সময় ব্লগ ছেড়ে হাওয়া হয়ে যায়, এ বিষয়টি একটু দেখবেন প্লীজ। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ব্লগে কোন দুষ্টু পোলাপান নেই; মাইয়ার মগজ কেউ ধোলাই করবে না। আর আপনার মাইয়া এত পাকনা আর স্মার্ট যে এগুলো ভালই টেকল দিতে পারে!!

তবে, ব্লগে খুব ভদ্র ছেলেও আছে!! বিষয়টি বিবেচনায় রাইখেন, আন্টি!! B-)

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯

অচেনা হৃদি বলেছেন: এহ, আপনে কি মনে করছেন?
আমি এটা আমার মাকে শুনাবো ভাবছেন নাকি?
উহু, আমি আমার মাকে এই মন্তব্য একদম দেখাবো না। সিরিয়াসলি! ;)

আমি যে ভালো এটা আমার বাপ মায় জানে, জেনে শুনেও আমার সাথে ভাব ধরেন। =p~ আপনি এই বিষয়ে না বল্লেও চলবে।

আমার মা অতীত স্মৃতি নিয়ে লিখবে এইটা আশা করা ভুল। তিনি মুখে কোনদিন অতীতের কথা বলেন না। আমি তো মাঝে মধ্যে ধন্দে পড়ে যাই, সব লোকে তার অতীত নিয়ে কি সুন্দর গল্প বলে, আমার মা কোনদিন উনার অতীত নিয়ে একটা কথাও বলেন না। আমার মা কি অতীতের সব ঘটনা ভুলে গেছেন কি না কে জানে! :)
তবে, ব্লগে খুব ভদ্র ছেলেও আছে!! বিষয়টি বিবেচনায় রাইখেন, আন্টি!! জি ভাইপুত, ব্লগে তো চাঁদগাজি আর খায়রুল আহসান সাহেবের মত ভদ্র এবং চিরযুবক লোকেরা বিচরণ করতেছেন। এইটা খুব সুন্দর বিবেচনার বিষয়। (মায়ের হয়ে আমি উত্তর দিয়ে দিলাম।)
;) =p~

১০| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপু তুমি খুব দুষটু ;)
মাকে নিয়ে BLOGGING...
তোমার বাবাকে বলে দিব B-)
মা ও বেটি সারাদিন BLOG চালায় B:-)

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

অচেনা হৃদি বলেছেন: জনাব চাঁদগাছী সাহেব,
অবশেষে মডারেটর কাল্পনিক ভালবাসা আপনার নিক চেঞ্জ করে দিয়েছে, এই জন্য কাভা ভাইয়াকে ধন্যবাদ।

আপনে এখনো পিক পাল্টান নাই কেন ভাই? নামের সাথে মিল রেখে সুন্দর একটা ছবি দেন।

আপনি আমার বাবাকে চেনেন? বাবাকে বলে দেবেন আমাদের কথা? ঠিক আছে। বলে দেন, তবে তার আগে আপনার এই নিকটাকে সেফ করেন প্লিজ। আপনি তো আরও একটা নিক খুলে সেটাকে চিরদিনের জন্য আনসেফ করে রাখছেন। এইটারে সেফ করার চেশটা করেন প্লিজ। ;)

যাই হোক, অচেনা হৃদির ডায়রিতে আপনাকে স্বাগতম জানাই।

১১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: সামহোয়ারইন একটা নরওয়েজিয়ান ডাটা মাইনিং কোম্পানী যার সাবসিডিয়ারী বাংলাদেশে অবস্থিত। এর সিইও আরিল ক্লোকারহগ (এই নামই হবে), এস্পেন মিলে এখানকার ডাটা মাইনিং সাইডটা শুরু করে এবং সাথে সাইডে এই ব্লগ।এস্পেন ও আরিল দুজনেই জিপির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। খুব সম্ভবত জানা আপাও। একসময় এই সাবসিডির ছোট্ট এই ব্লগটা এত বড় মহিরুহ হবে কে ভেবেছিলো। এই ব্লগের প্রথম পোস্টটা ছিলো ইমরান ভাইয়ের। দেবরা আপার বেশ কয়েকটা পোস্টও ছিলো।

এখন তারা মনে হয় সামুতে নেই। সামুর প্লাটফর্মে অনেক ডেভেলপার কাজ করেছে যার মধ্যে লাভলুদার নাম উল্লেখ না করলেই নয়। দেখতে দেখতে ১২ বছর চলে গেলো এই ব্লগে

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

অচেনা হৃদি বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। বিশেষ করে আরিল ক্লোকারহগ নামের বাংলা উচ্চারণ লিখে দেয়ায় আপনাকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়াতে এই নামের বানান দেখে আমার দাঁত পড়ে যাচ্ছিল, কিন্তু এখন বুঝলাম সেখানে ভুল উচ্চারণ ছিল।
আপনি এস্পেন এর কথা বললেন, কিন্তু উইকিতে দেখলাম এই ব্লগের প্রতিষ্ঠাতাদের নামের মাঝে উনার নাম নেই। হয়তো আমি মিস করেছিলাম।
লাভলুদা কে তা জানিনা। দেবরা কে তাও জানি না। আরেকটু বিস্তারিত বললে জানতে পারতাম।

১২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: আরিল খুব ভালো বাংলা বলতে পারেন .... একজন নরওয়েজীয়ানের মুখে বাংলা শুনতে কেমন যেনো লাগে আমার বাট দ্যাট ওয়াজ কুল

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

অচেনা হৃদি বলেছেন: অহ আল্লাহ, তাহলে তো ভালো হল। বাংলা কথা বলতে পারা একজন লোকই বাংলা এই ব্লগের প্রতিষ্ঠাতা।
উনাকে বাংলায় একটা শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবে, ব্লগে খুব ভদ্র ছেলেও আছে!! বিষয়টি বিবেচনায় রাইখেন, আন্টি!! B-)
...........................................................................................................
তাহলে কি বিয়ের ঘটকালি ও ঘটবে এখন ???

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

অচেনা হৃদি বলেছেন: কিরে ভাই, আপনারা কি এটাকে ফেসবুক পাইছেন নাকি?
এইটা কিন্তু ব্লগ, ফেসবুক টেসবুক না।
ব্লগে কারো সম্পর্ক এবং বিয়ে হয়েছে বলে আমার জানা নাই। ;)

১৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

আখেনাটেন বলেছেন: মা ও মেয়ের একসাথে ব্লগিং। চমৎকার।

এমন উদার মানসিকতার মা'ই তো দরকার।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

অচেনা হৃদি বলেছেন: উফফ ভাইয়া, মা মেয়ে একসাথে ব্লগিং কই করলো? আমি তো বলেছি মা মাঝে মাঝে দেখেন কে কি লিখেছে। আমি উনার কথায় দুই একটা কমেন্ট দিই, এই যা। এতে কি মাও ব্লগিং করছেন বলা যায়? ব্লগিং এ মা নেই তো, খালি মেয়েই আছে।

এমন উদার মানসিকতার মা'ই তো দরকার।
:)
এই বাক্যের উত্তর আরেকদিন হবে।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একই সাথে খুশি ও দুঃখের খবর।


বিশ্বের সবচেয়ে বড় বাংলা ব্লগের ইংরেজি নাম
ঠিক ঠিক। এদের স্লোগান "আবার বাঁধ ভাঙার আওয়াজ"। আমি ব্লগ করলে স্লোগান হবে, "আমি বাংলায় গান গাই..."


কাওসার চৌধুরী
আমি নিরাপরাধ।

এই দিন দিন নয়, আরো দিন আছে।
বিচার দেব আমি জান্টু আপুদের কাছে....



পুনশ্চঃ
আন্টির জন্য ব্লগে একটা আইডি খুলে দেয়া হোক। :P

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

অচেনা হৃদি বলেছেন: আন্টির জন্য ব্লগে একটা আইডি খুলে দেয়া হোক।
আন্টিকে আইডি খুলে দিলে আপনি কি উনাকে আন্টি বলবেন? তখন তো আপনি উনাকে আপু ডাকা শুরু করে দিবেন। আপনি এই ব্লগে কাউকে আপু ছাড়া অন্য কিছু ডেকেছেন বলে তো মনে হয় না। ব্লগার করুণাধারা ম্যাডামের একটি লেখা থেকে আমি বুঝেছিলাম উনি আমার মায়ের বয়সী, আপনি উনাকেও মে বি আপু ডাকেন। এখন আমার মা ব্লগে আসলে আপনি মাকেও আপু ডাকবেন, অন্যদিকে কাওসার চৌধুরী আমার মাকে দিদি বলে ডাকবে।
মা মেয়ে দুই জনকেই আপনারা আপু ডাকা শুরু করবেন। এত ঝামেলার কি দরকার? তার চেয়ে বরং আমার মা অফলাইনেই থাকুক।

মন্তব্যের বাকি বক্তব্যের ব্যপারে কিছু বলার নেই। ধন্যবাদ।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @উদাসী স্বপ্ন


উদা ভাই, ব্লগের প্রথম আইডিটাও তার,
ইমরান হাসান: http://www.somewhereinblog.net/blog/emran

নোটিশবোর্ড কিন্তু তার পরে খোলা।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

অচেনা হৃদি বলেছেন: :)

১৭| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

বাকপ্রবাস বলেছেন: মাকে পড়ল মনে
অকাল নির্জনে
মায়ের মুখে হাসি
সত্যিই ভালবাসি।

কাটল সময় কিছু
মায়ের পিছুপিছু
আমি আর মা
অজানা এক বন
মানব ছিলনা।

ঘুরছি বনেবনে
গুণগুণ মনেমনে
বৃক্ষ, লতাপাতা
পাখী আর দূরের আকাশ
মাকে পেয়ে অন্য রকম বাতাস।

কাটল সময় বেশ
অনেক দিনের পরে
আসল আবার মা
আমার মনের ঘরে।

ভাল থেকো মা
ভাল আছো জানি
নির্জন কাটলৈ সময়
তোমায় ভাবি আমি।
--------------------------------------
মায়ের কথা মনে পড়ল তায় লিখলাম এটা, মা নেই তাই কল্পনায় আমার মাকে নিয়ে আসলাম একটা বনে, সেখানে গাছপালা আছে, পাখী আছে, আর আকাশ দেখা যায়, সেখানে আমি মাকে নিয়ে আসি আর হাঁটতে থাকি আমি আর আমার মা। মায়ের ঘ্রাণ পাচ্ছি আমি। আমরা হাঁটছি, কথা বলছি সেই বনে গুল্ম লতা ঠেলেঠেলে।
তারপর যখন সজ্ঞানে চলে আসি তার আগে মাকে বিদায় দিই।
এভাবে আমি মা'কে নিয়ে আসি যখন আমি একা.....................
বাগানে, ছাদে, জঙ্গলে, আকাশে যেখানে যখন একা থাকি মা চলে আসে।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

অচেনা হৃদি বলেছেন: :)

ভালো। একদিন কে যেন বলেছিল, মাকে বৃদ্ধাশ্রমে না রেখে বনে জঙ্গলে রেখে আসাই বেটার।
কথাটা এমনি বললাম, মনে পড়েছে তাই। অন্য কিছু ভাববেন না প্লিজ।

আপনার কবিতাটা চমৎকার হয়েছে। আশা করি সবাই নিজের মাকে নিয়ে এরকম সুন্দর করে ভাবে। এই কবিতাটা কি আমার মন্তব্যের ঘরে পড়ে থাকবে? প্লিজ এটা প্রথম পাতায় পোস্ট করুন। এটা নিঃসন্দেহে প্রথম পাতার উপযোগী কবিতা।
মন্তব্যে সুন্দর একটি কবিতা দেয়ায় আপনাকে ধন্যবাদ!

১৮| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: মা'রা সন্তান এর ভালো চান। তাদের সব রকম খোজ খব্র রাখতে হয়।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

অচেনা হৃদি বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: মা মেয়ের এমন মধুর সম্পর্কের কথা জেনে ভাল লাগলো, আসলে ছেলেমেয়ের সাথে বাবামায়ের এমন বন্ধুত্তপূর্ণ সম্পর্কই কাম্য। লাইক।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

অচেনা হৃদি বলেছেন: উক্ত মা মেয়ের সম্পর্ক অল্টাইম এরকম মধুর থাকে না।
কখনো মেঘ, কখনো রৌদ্র।
:)
সুন্দর একটি মন্তব্য এবং সেই সাথে লাইকের জন্য ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো থাকুন।

২০| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



ভাইপুত :( :( :-B B:-) !!

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

অচেনা হৃদি বলেছেন: কি ব্যপার চৌধুরী সাহেব হার্ট হইলেন নাকি?
আরে, হার্ট হবার কি আছে?
:)
যারা আপনার আন্টি আপনি তো উনাদের ভাইপুত (অথবা ভাগিনা), তাই না?
আমি মায়ের হয়ে উত্তর দিলাম, আপনি এতে স্যাড ইমো দিলেন। বুঝলাম না। ইদানিং ব্লগে অনিয়মিত হয়ে যাবার কারণে অনেক কিছু কম বুঝি।
আঘাত পাইলে মাফ করে দিয়েন, প্লিজ :(

২১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লাগলো পোস্টটি পড়ে। :) পৃথিবীর সব মা-মেয়ের সম্পর্ক এমন অটুট থাকুক।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

অচেনা হৃদি বলেছেন: :)

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

সুন্দর একটি মন্তব্য করলেন, ধন্যবাদ। মন্তব্যের শুভকামনা সত্য হোক।

২২| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সমস্যা হলো অনেকেই ব্লগ ও ব্লগিং দুটোকে খারাপ চোখে দেখে। বিষয়টি থেকে বেরিয়ে আসতে হবে ভালো ব্লগিং জে চিত্তে নিতি নিত্তে আনন্দ বিলিয়ে বেড়ায় আর ব্লগ থেকে ভালো কিছু হতে পারে সেটিও যেন সবাই উপলব্ধি করতে পারেন সে বিষয়টি জনসাধারণের মনে বুঝিয়ে দিতে পারলে আমরা স্বার্থক হবো। মিথ্যা চর্চা বর্জন করা উচিৎ।সম্মানিত ব্যক্তিদের অসম্মান করা অনুচিত।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

অচেনা হৃদি বলেছেন: চমৎকার একটি মন্তব্য করলেন ভাইয়া। আপনার প্রতিটি বাক্যের সাথে আমি একমত।
সমস্যা হলো অনেকেই ব্লগ ও ব্লগিং দুটোকে খারাপ চোখে দেখে। :) মাত্র এক বছর আগেও সাধারন মানুষ মনে করত ব্লগার শব্দের অর্থ নাস্তিক অথবা খুব খারাপ কিছু। এখন লোকজনের এধরনের ধারনার অনেক পরিবরতন হয়েছে। তবে ব্লগ বা ব্লগিং শব্দগুলোকে আমার মা কখনো খারাপ মনে করতেন না। আমার মা ব্লগ জিনিসটিকে ভালো করে চিনেছেন মালালা ইউসুফজাই এর ব্লগিং এর খবর শুনে। কাজেই মা কখনো ব্লগিংকে নেতিবাচক মনে করবেন না।
সুন্দর মন্তব্যের জন্য বিরহের কবি সেলিম ভাইয়াকে ধন্যবাদ।

২৩| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বাকপ্রবাস বলেছেন: এই কবিতাটা কি আমার মন্তব্যের ঘরে পড়ে থাকবে? প্লিজ এটা প্রথম পাতায় পোস্ট করুন।

তাৎক্ষনিক মন্তব্য দেবার জন্য লেখা, প্রথম পাতায় দেব ভাবিনি। এটা আপনার কাছেই থাক।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ!

২৪| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: আপনার মা'র কথা জেনে ভালো লাগল। পোস্টের শেষের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ।
আমিও বাসায় ব্লগিং করি, তাই কোন খারাপ বা নোংরা ছবি বা কিছু থাকলে বেশ বিব্রত হতে হয়। কারণ ঘরে ব্লগিং করার সময় সামনে অন্য মানুষ ও বাচ্চা থাকতেই পারে।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

অচেনা হৃদি বলেছেন: মায়ের সামনে যদি ব্লগে কোন বিব্রতকর পরিস্থিতিতে পড়ি তাহলে হয়তো আমার ব্লগিং বন্ধ হয়ে যাবে। :(

সিচুয়েশন বোঝার জন্য আপনাকে ধন্যবাদ! :)

২৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

সৈকত জোহা বলেছেন: বউরে রান্না শিখতে বললে বিয়ে বা সংসার কোনটাই করা হবে না

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

অচেনা হৃদি বলেছেন: হায় হায়!
এটা কি বলেন ভাইয়া?
বিয়ের পর রান্না বান্না যদি নিজেরা একদম না করেন তাহলে তো বৌসহ আপনাকে হাওয়া খেয়ে দিন কাটাতে হবে! ;)

২৬| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

সোহেল রানা খান বলেছেন: ভালো লাগলো পোস্টটি পড়ে। পৃথিবীর সব মা-মেয়ের সম্পর্ক এমন অটুট থাকুক । আজকাল তো এগুলা তেমন দেখা যায় না। আজকাল মেয়ে কি করে তাতো অনেক মা জানেই না।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

অচেনা হৃদি বলেছেন: আজকাল মেয়ে কি করে তাতো অনেক মা জানেই না।
এই বাক্য নিয়ে অনেক কিছু বলা যায়! তবে আজ এনিয়ে কিছু বলব না। :)

সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি কি এই প্রথম আমার পোস্টে মন্তব্য করলেন? তাহলে অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

২৭| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: হ্যাপি ব্লগিং ফর উ
আর হ্যাপি কমেন্টিং ফর আপনার মা :)

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

অচেনা হৃদি বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে হৃদির পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা জানাই।
ধন্যবাদ আপু।

২৮| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগ হউক সুন্দর ও নির্মল। সবাই এই খেয়াল রেখে ব্লগিং করা চাই।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

অচেনা হৃদি বলেছেন: অবশ্যই, ব্লগ হোক সুন্দর।
কিন্তু আমঝে মাঝে এখানে অসুন্দরের আস্ফালন দেখা যায়, খুবই দুঃখজনক।

২৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি ,




হৃদয় খুলে অকপট কথার ফুলঝুরি ।
নিঃসন্দেহে চমৎকার আপনার মা ।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ ভাইয়া।

নিঃসন্দেহে চমৎকার আপনার মা ।
:)
ঠিক তাই। আমার মায়ের ব্যপারে সুন্দর একটি মন্তব্য করায় আপনাকে শুভেচ্ছা।

৩০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নিক সেফ আপু B-)
সময় পেলে লিখব :-B

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা ঠিক আছে!
:)
আপনার পোস্ট পড়ার অপক্ষায় রইলাম ভাইয়া!

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই অশালীন মন্তব্য থেকে দূরে থাকুন।

আপনার মাকে সালাম জানাইয়েন।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

অচেনা হৃদি বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার সালামটুকু মায়ের কাছে পৌছে দেবো। :)

৩২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আসসালামুআলাইকুম আন্টি B-)

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

অচেনা হৃদি বলেছেন: অয়ালাইকুম সালাম, ভালো থেকো বাবা...
(মায়ের পক্ষ থেকে আমি সালামের উত্তর দিয়ে দিলাম। ;) )

৩৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

শাহাদাত নিরব বলেছেন: আপনার আম্মুর জ্ঞানের বাতি টা অনেক উজ্জ্বল নাম টা শুনেই বিষয় বস্তু বলে দিয়েছে (ইংলিশ ব্লগ হবে)
শ্রদ্ধা জানাচ্ছি ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

অচেনা হৃদি বলেছেন: আমার মায়ের পড়ালেখার বিষয় ছিল ইংরেজি। উনার আগ্রহ ইংরেজিতে একটু বেশি। তিনি চান আমিও যেন বেশি করে ইংরেজি নিয়ে থাকি।
:)
আমার মাকে শ্রদ্ধা জানানোয় ধন্যবাদ। আপনার মা বাবার প্রতিও আমার শ্রদ্ধা রইল।

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অয়ালাইকুম সালাম, ভালো থেকো বাবা...
(মায়ের পক্ষ থেকে আমি সালামের উত্তর দিয়ে দিলাম)
=p~ =p~ =p~
আন্টি আপনার মেয়ে একটা কিউট পচা :-B

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

অচেনা হৃদি বলেছেন: হি হি হি...
উনি এই মন্তব্য দেখবেন না।
;)

৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: তবে আমার সাথে মায়ের চেয়েও বাবার সাথে সখ্যতা বেশি। এ ব্যপারে হয়তো ভবিষ্যতে আরও জানবেন (২ নং প্রতিমন্তব্য) - এ নিয়ে পরে কোন পোস্ট লিখেছেন কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.