নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

ইন নভেম্বর!

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯


সামুতে ঢুকতে পাসওয়ার্ড দিলাম, অমা, সামু দেখি আমার পাসওয়ার্ড নেয় না।
তবে কি আমি বেশিদিন দূরে ছিলাম? যে কারণে পাস ভুলে গেছি। :(
কয়েকবার চেষ্টার পর রিয়েল পাস মনে পড়ল। তারপর লগইন করতে পারলাম।
ব্লগে পড়ে থাকতে ইচ্ছে করতো, পড়ে থাকতাম।
এখনো ইচ্ছে করে, তবে এখন বুঝতে পারছি ব্লগে বেশি পড়ে থাকা আমার জন্য উপকারি নয়। সামনে যে কত পরীক্ষা!
ডিসেম্বরে হয়তো আগের মত আবার ব্লগিং করব। আপনাদের সাথে দেখা হবে নিয়মিত।
দোয়া করবেন আমার জন্য।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে মন দিয়ে পড়ালেখা করুন। ডিসেম্বরে না হয় আবার কথা হবে ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

অচেনা হৃদি বলেছেন: :)
এই নীরব নিভৃত জায়গা হতে আমার লেখাটুকু খুজে নিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন অবিরত।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



'সামনে যে কত পরীক্ষা' পরীক্ষা জিনিসটা আমি সব সময় ভয় পাই। তবুও পরীক্ষার মধ্য দিয়ে জীবনকে প্রতিনিয়ত অতিবাহিত করতে হয়। কখনো সফলতা আসে, কখনো বা বিফল। সামনে আমার আপুটার পরীক্ষা যেন ভাল হয়, ভবিষ্যৎ জীবনের বড় বড় পরীক্ষাগুলো সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার প্রয়োজনীয় রসদ জোগাড় হয়।

ব্লগে আপনার অনুপস্থিত মিস করি। আশা করি, পরীক্ষার পর আবার নিয়মিত হবেন। শুভ কামনা রইলো।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

অচেনা হৃদি বলেছেন: এই মন্তব্যে অনেক সুন্দর শুভকামনা আছে। সবটুকু আন্তরিক শুভকামনাকে বিধাতা সত্যে পরিণত করুক- এই আমার কামনা।
পরীক্ষার পর নিয়মিত হতে পারবো কি না বলা যাচ্ছে না। ডিসেম্বর জুড়ে লম্বা শিডিউল। অনেক জায়গায় বেড়াতে যাবো। হয়তো দেশের বাইরেও যেতে হতে পারে। যেখানেই যাই না কেন, সুযোগ পেলেই এই আঙ্গিনায় উঁকি দিয়ে যাবো।
আমার লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেয়ায় আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
:)

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: দোয়া চাওয়া এবং দোয়া করার কনসেপ্টটা একটু জটিল। আমাকে যদি কেউ বলে, আমার জন্য দোয়া কইরেন, তাহলে আমি একটু মুশকিলে পড়ে যাই। এখন নামাজ পড়ে, দুহাত তুলে আমাকে বলতে হবে, আল্লাহ, উমুক লোকটার এই সমস্যা, ওনাকে সাহায্য করেন।
এখন কেউ যদি দোয়া চায়, কিন্তু আমি যদি দোয়া না করি, তাহলে আমার খুব খারাপ লাগে। এখন আমার সত্যি সত্যি তোমার পরীক্ষা যাতে ভালো হয়, এজন্য তরিকা মোতাবেক দোয়া করা লাগবে। তোমার পরীক্ষা এবার অবশ্যই ভালো হবে, জানাইয়ো পরীক্ষা কেমন হইলো।
আমার তো দেশের নেতা নেত্রীদের কল্যাণে পরীক্ষা জানুয়ারিতে :( আন্দোলন, মান্দোলন হইলে তো কথাই নাই :(
যাহৌক, ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

অচেনা হৃদি বলেছেন: বাহঃ চমৎকার তো!
কেউ দোয়া চাইলে এতো দায়িত্ব কাঁধে তুলে নেন? খারাপ না।
:)
পরীক্ষা আশা করি ভালো হবে। তবে নভেম্বর ডিসেম্বরের শীতে আমি অসুস্থ যেন না হই। যেন সদা সুস্থ থাকি এই দোয়া করুন।
=p~
আপনিও পড়া লেখা করুন। ক্যারিয়ার গড়ে তুলুন সুন্দরভাবে, এই শুভকামনা রইল।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: শুভসকাল আপু,
এখনও নামাজ পড়া হয়নাই, আজকে যেহেতু শুক্রবার, দোয়া করে দিবো নে =p~

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
আচ্ছা ঠিক আছে।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: দুয়া করা হইলো B-))

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

অচেনা হৃদি বলেছেন: থ্যাংকিউ! :)

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



:(

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

অচেনা হৃদি বলেছেন: :)
দুঃখ পাবার মত কিছু বলেছি নাকি?
স্যরি!
=p~

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমিও আবার পড়ালেখা শুরু করমু।

আন্টি কই? আন্টিইই..
এক কাপ চা খাওয়ান! হিদি মনি চা নিয়ে এসো.....!:P

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

অচেনা হৃদি বলেছেন: বেশি চা চা না করে পড়ুনগে!
;)

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯

বলেছেন: মন দিয়ে পড়ালেখা করুন ---




পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমিও আবার পড়ালেখা শুরু করমু।

আন্টি কই? আন্টিইই..
এক কাপ চা খাওয়ান! হিদি মনি চা নিয়ে এসো.....!:P

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

অচেনা হৃদি বলেছেন: :)
মন্তব্যে ধন্যবাদ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

অচেনা হৃদি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে জনাব।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

স্রাঞ্জি সে বলেছেন:
কই আপনি.....???? নতুন পোস্ট নিয়ে হাজির হোন তাড়াতাড়ি......


আশা করি ভাল আছেন..???

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

অচেনা হৃদি বলেছেন: আছি মিস্টার!
:)
নো টেনশন, নতুন পোস্ট এসে যাবে!

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

মৌরি হক দোলা বলেছেন: আপউউউউউউউউউউউউ্..............ডিসেম্বর তো এসে চলেও যাচ্ছে......তুমি এলে না????????????????

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

অচেনা হৃদি বলেছেন: দুঃখিত আপু।
এই ডিসেম্বরের অবসরে দেশেই ছিলাম না। তাই আপনাদের চেয়ে দূরে থাকতে হল।
তবে আপনাদের মিস করেছি ভীষণ, তাই তো চলে এলাম!
:)
আমাকে মনে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: সেই ডিসেম্বরও তো চলে গেলো প্রায়! :)
দোয়া চেয়েছেন, দোয়া করলাম! :)
ডিসেম্বর জুড়ে লম্বা শিডিউল। অনেক জায়গায় বেড়াতে যাবো। হয়তো দেশের বাইরেও যেতে হতে পারে (২ নং প্রতিমন্তব্য) - বেড়ানো শেষ হয়ে গেলে ফিরে এসে একটা ভ্রমণ পোস্ট দিবেন আশা করি।
আপনার পোস্ট আমার ক্রান্তিলগ্ন পড়ে একটি মন্তব্য রেখে এসেছিলাম, যেটি হয়তো আপনি এখনো দেখেন নি।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

অচেনা হৃদি বলেছেন: ডিসেম্বরে সত্যিই অনেক বেড়িয়েছি। ভ্রমণে যে মজা পেয়েছি তা অতুলনীয়। তবে দুঃখিত, ভ্রমণের কাহিনী লিখতে মোটেই ইচ্ছে করছে না আপাতত।
যদি ভবিষ্যতে মত বদলে যায় লিখতেও পারি।
:)
ইতি মধ্যে দেখেছি আপনি আমার দুটো পুরনো লেখা খুজে নিয়ে পড়লেন। আমি সত্যিই আপনার আন্তরিকতায় মুগ্ধ।
চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত থাকতে।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি। কেমন ছিলেন? ভালো তো? নববর্ষের শুভেচ্ছা নিন। আপনাকে ফিরতে দেখে ভালো লাগছে। হারিয়ে যাওয়া সবাই ফিরে আসুক। শুভকামনা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

অচেনা হৃদি বলেছেন: শুভকামনা দেখে ভালো লাগলো।
সময় পেলে আমি অবশ্যই নিয়মিত থাকব।
অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আফা আফনে কে? :-B
























































































































































































































































































শুভ নববর্ষ!
নতুন বছর ভালো কাটুক।
আশা করি পরীক্ষা ভালো হয়েছে! আমি স্পেশাল দোয়া করিয়া দানবাক্সে একটা ছিড়া দুইটাকা দিয়াছিলাম। নির্ঘাৎ ভালো হওয়ার কথা! :)
নতুন কিছু লেখো,
অবাধ নিরপেক্ষ ভোট দেখে আমার লেখার খিদা, আলসারে পরিণত হয়েছে!

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

অচেনা হৃদি বলেছেন: :)

নতুন কিছু লিখেছি। সেই লেখা পত্রিকায় প্রিন্ট হয়ে গেছে।
ব্লগের জন্য কিছু লিখতে মনে সায় পাই না।
আমার মাঝের দিনগুলো ভালো কেটেছে।
শুভকামনার জন্য ধন্যবাদ।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: সেই লেখা পত্রিকায় প্রিন্ট হয়ে গেছে। !:#P

বাহ! আমাদের সেই লেখা পড়ার সৌভাগ্য হবে না?

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

অচেনা হৃদি বলেছেন: নাহ! সেটা শিশুতোষ লেখা, প্রকাশিত হয়েছেও একটি শিশুমূলক পত্রিকায়। লেখাটা আপনাদের উপযোগী নয়!
:) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.