![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
নিউটনের প্রেমের গতি সূত্র---
প্রথম সূত্রঃ বাহ্যিক কোন বল প্রয়োগ
না করলে প্রেমিক- প্রেমিকার মনের সুপ্ত
প্রেম স্থির থাকবে এবং গতিশীল প্রেম সুষম
দ্রুতিতে ভালবাসার সরল পথে চলতে থাকবে।
দ্বিতীয় সূত্রঃ প্রেমিক- প্রেমিকার মনের
পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের
সমানুপাতিক এবং বল
যে দিকে ক্রিয়া করে প্রেমিক- প্রেমিকার
মনের পরিবর্তনের হারও সে দিকে ঘটে।
তৃতীয় সূত্রঃ প্রত্যেক ছ্যাঁকারই একটা সমান
ও বিপরীত ছ্যাঁকা আছে। প্রেমের
ক্ষেত্রে বলের সংজ্ঞাঃ যা কোন স্থির
প্রেমের উপর ক্রিয়া করে তাকে গতিশীল
করে বা করতে চায় অথবা কোন গতিশীল
প্রেমের উপর ক্রিয়া করে তার গতির
পরিবর্তন করে বা করতে চায় তাকে প্রেমের
বল বলে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯
খেয়া ঘাট বলেছেন: