![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
এবারের বাংলা বছরটার শুরু থেকে শুধু শোকের নিউজ শুনে শুনে কাটাতে হলো।
ডেফোডিলের এক মেধাবী ছাত্র মারা গেল সড়ক দুর্ঘটনায় পহেলা বৈশাখের আগের দিন। খবরটা শুনে মনটা এমনিতেই অনেক খারাপ হয়ে ছিলো। তারপর পহেলা বৈশাখের দিনেই শুনলাম আরো শোকের ঘটনা।ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৪ ছাত্র নববর্ষ উদযাপনে নিজ উদ্যোগে কক্সবাজারের সেন্টমার্টিনে গিয়েছিলেন। সোমবার দুপুরে সাগরে নামার পর নয়জন ভেসে যায়। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হলেও দুজন হাসপাতালে মারা যান। চারজন নিখোজ ছিলো তার মধ্য ২ জনের লাশ আজ পাওয়া জায়। যে দুজন নিখোজ, তাদের একজন সাব্বির হাসান তার ফেসবুক স্টেটাসে লিখেছিলো ‘’ চলে যাচ্ছি দোস্ত ! একদম নেটওয়ার্কের বাইরে !! ‘’ ভাগ্যের কি পরিহাস। এমনটা হবে কেউ কখন ভাবেনি...
কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে বলতে গেলে বলা যায় হয়ত বাকী নিখোজ দুজনের লাশই পাওয়া হাবে! কিন্তু কেন আমন হয় কেন...।কেন যেন এই কঠিন বাস্তবতা গুলো মেনে নিতে ইচ্ছে করে না। একদমই না।
বড় অকালে, বড় অসময়ে এমন তারুন্যদিপ্ত, চঞ্চল মনের অসম্ভব মেধাবী তরুন তাজা প্রান গুলো ঝড়ে গেলো, ভাবতে গেলেই কষ্টে বুকটা জমে যায়। কেন এমন হয় কেন???
কতটা সাধনা শ্রম, আর অধ্যায়ন করে শিক্ষা জিবনের সর্বোচ্চ পর্যায়ে এসে এভাবে যে তরুন প্রান গুলো হারিয়ে গেলো, তাদের বাবা-মা-ভাই-বোন পরিবারে সদস্যদের মনের কি অবস্থা তা যখন ভাবি, তখন আর চোখের জল আটকে রাখতে পারি না।
নিয়তি এত নির্মম কেন হয়..................।
©somewhere in net ltd.