নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

৫০টি অঙ্গরাজ্যের দেশ আমেরিকা। ও সেইসব অঙ্গরাজ্যে অদ্ভুত সব আইন।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭

৫০টি অঙ্গরাজ্যের দেশ আমেরিকা। এসব

অঙ্গরাজ্যে রয়েছে অদ্ভুত সব আইন। যদিও

এসবের যথার্থ প্রয়োগে রয়েছে ঢিলেমি,

তবুও এসব আইন নিঃসন্দেহে বিস্মিত করে গোটা বিশ্বকে।





টেক্সাসঃ

"" সম্প্রতি পাস হওয়া অপরাধবিরোধী আইন

বলে, অপরাধীদের অপরাধ সংঘটনের ২৪

ঘণ্টা আগে তাদের শিকারিদের মৌখিক

বা লিখিত নোটিশ দিতে হবে এবং তাদের

অপরাধের ধরনটাও বলতে হবে।

""এনসাইক্লোপিডিয়া¬ ব্রিটানিকা টেক্সাসে নিষিদ্ধ।

কারণ, বাড়িতে বিয়ার তৈরির

পদ্ধতি রয়েছে এ বইটিতে। :|

"" দাঁড়ানো অবস্থায় একই সঙ্গে তিন

চুমুকের বেশি বিয়ার পান করা অন্যায়। :-/

""গাড়িতে জলকণা পরিষ্ককারের যন্ত্র থাকা চাই,

সেটা ব্যবহার করুন বা না-ই করুন।





নিউইয়র্কঃ

"" ভালোবাসার অভিনয় করলে জরিমানা হবে ২৫

ডলার। এ আইনে পুরুষদের

শহরের এদিক-সেদিক অযথা ঘোরা ও

নারীদের সঙ্গে ভালোবাসার ভান করা যাবে না। B-)

"" কৌতুক করে হলেও কারও মাথায় বল

ছোড়া আইনবিরোধী। :P

"" যেকোনো কাপড়েরসারিতে নতুন কাপড়

ঝোলাতে হলেও লাইসেন্স থাকা চাই।

"" দালান থেকে লাফ দেওয়ার শাস্তি মৃত্যুদন্ড। :|





কেলিফোর্নিয়াঃ

"" সবার কর্মমুক্তির প্রধান শর্ত সুর্যাস্ত হওয়া চাই।

"" স্কুল, সরাইখানা ও প্রার্থনালয়ের এক

হাজার ৫০০ ফুটের মধ্যে যেকোনো ধরনের

পশুপাখির প্রবেশ নিষেধ।

"" স্মানঘর নির্মাণ আইনবিরোধী।

"" চলন্ত যানবাহন থেকে তিমি ব্যতীত

অন্য কিছু শিকার করা যাবে না। B-) :-/





ফ্লোরিডাঃ

""সেলুনে চুল শুকাতে গিয়ে কোনো নারী ঘুমিয়ে পড়লে জরিমানার

মাফ নেই। কারণ, তাকে দেখে অন্য কেউ

ঘুমিয়ে যেতে পারে।

""শনিবারে অবিবাহিত মহিলারা প্যারাশুটে চড়তে পারবে না।

কারণ সে ক্ষেত্রে জেল-জরিমানার ঝুঁকি রয়েছে।

""কোনো পার্কি মিটারে হাতি চড়লে একই

পার্কি ফি দিতে হবে, যেমনটি হয় অন্যান্য

যানবাহনের বেলায়ও। ;)

"" পুরুষদের স্ট্রেপবিহীন গাউন

পরে লোকালয়ে বের হওয়া নিষিদ্ধ। :D

"" শজারুর সঙ্গে যৌন সম্পর্ক করা অবৈধ।

"" লাইসেন্সবিহীন স্কেটে চড়া বেআইনি।





কানসাসঃ

"" মোটরচালিত নৌকা থেকে রাবিট

প্রাণী হত্যা নিষিদ্ধ। লুসিয়ানা

"" ব্যাংক ডাকাতি করে ব্যাংকের

গণনাকারীকে পানি গুলি করা বেআইনি।





ইন্ডিয়ানাঃ

"" মদের দোকানে ঠান্ডা সাধারণ

পানি বিক্রি আইনবিরোধী।

"" মদের দোকানে দুধ বিক্রি নিষিদ্ধ।





মিশিগানঃ

"" নারী ও শিশুদের সামনে যেকোনো শপথ

গ্রহণ করা যাবে না। নেবরাসকা

"" এক কেটলি স্যুপ প্রস্তুত চাই,

নতুবা মদের দোকানে বিয়ার পানীয়

বিক্রি নিষেধ।





নর্থ ডাকোটাঃ

"" বিয়ার ও প্রিজেল একই সময়

কোনো মদের দোকানে বা রেস্টুরেন্টে বিক্রি করা যাবে না।

"" জুতা পরা অবস্থায়

শুয়ে থাকা এবং ঘুমিয়ে পড়া অন্যায়।





ওহাইওঃ

""শনিবারে তিমি শিকার বেআইনি।

"" মাছকে মদ্যপ করা বেআইনি। :D





পেনসিলভানিয়াঃ

""দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলে কোনো পুরুষ

বা নারী গভর্নর হতে পারবেন না।



:-কালেক্টেট তথ্য।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: ইন্ডিয়ানাঃ
"" মদের দোকানে ঠান্ডা সাধারণ
পানি বিক্রি আইনবিরোধী।
"" মদের দোকানে দুধ বিক্রি নিষিদ্ধ।

আমার জন্য প্রযোজ্য :D

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭

অচেনা হিমালয় বলেছেন: :)

২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮

অচেনা হিমালয় বলেছেন: :) :) :)

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২

স্বপ্নস্বাধীন বলেছেন: অনেক মজার ও আজব আইন B-) লেখাটা পড়ে অনেক ক্ষন হাঁসতে হল.....

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩

অচেনা হিমালয় বলেছেন: @স্বপ্নস্বাধীন, ধন্যবাদ

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

জমরাজ বলেছেন: মজার লেখা।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪

অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২১

বভেট বলেছেন: শজারু!! B:-)

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫

অচেনা হিমালয় বলেছেন: 8-| :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.