![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
ভারতে নির্মাণ করা আমাদের মুক্তিযুদ্ধের
উপর মুভি "চিলড্রেন অফ ওয়্যার-নাইন মান্থস
টু ফ্রিডম' মুভিতে বীরঙ্গনা রাইমা সেনের
রেপ সিন দেখে নাকি ঢাকার সিনেমা হলের
কিছু দর্শক শিস
দিয়েছে হাসাহাসি করেছে...তাও সিনেপ্লেক্স
আর বলাকায়। এসব দামি হলে কারা যায়।
কি বিকৃত রুচির ভদ্রলোক। বাদ দেন
একটা ঘটনা শোনাই
একাত্তরে এপ্রিল এর মাঝামাঝি পাকিস্তান
আর্মির ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল
নিয়াজির কাছ থেকে প্রত্যেক
পাকিস্তানী সৈন্যের কাছে একটা অফিসিয়াল
নির্দেশ যায়
Rape as many Bengali women as
possible. Force them to conceive
the child. Lets breed a new Bengali
generation whose blood is half
Pakistani. I want to see Pakistani
child in every Bengali woman's
womb
৭১ এর যুদ্ধই ইতিহাসের একমাত্র যুদ্ধ
যেখানে ধর্ষণ কে অস্ত্র হিসেবে ব্যাবহার
করেছে পাকিস্তানীরা।
পাকিস্তানীরা কতটা নির্মম ছিল তার প্রমান
পাওয়া যায় এক পাকিস্তানি সৈন্যের
কথা থেকে" জুনের
মাঝামাঝি সময়ে আমরা একটা গ্রাম
ঘিরে ফেলি। আমাদের উপর নির্দেশ ছিল হিন্দু
আর কাফেরদের মারার। কিন্তু
গ্রামে পৌছে দেখি গ্রামের সব
মহিলা কোরআন তেলাওয়াত করছে। কিন্তু ওদের
ভাগ্য খারাপ ছিল।
আমরা কমাণ্ডিং আফিসারের নির্দেশে ওদের
ধর্ষণ এবং হত্যা করি।'- কনফেশন অফ আ
পাকিস্তানি সোলজার .
ওরা কোরআন তেলাওয়াত রত মা বোনদেরও
ছাড়েনি। বীরাঙ্গনাদের উপর
পাকিস্তানীরা কি অত্যাচার করত তার
বর্ননা পাওয়া যায় একাত্তরে রাজারবাগের
সুইপার রাবেয়া খাতুনের মুখ থেকে"
স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের
ধরে আনা হয়।আসা মাত্রই
সৈনিকরা উল্লাসে ফেটে পড়ে।
তারা ব্যারাকে ঢুকে প্রতিটি যুবতী,মহিলা এবং বালিকার
পরনের কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ
করে লাথি মেরে মাটিতে ফেলে ধর্ষণে লিপ্ত
হতে থাকে তাদের স্তন
ছিড়ে ফেলা হত,যোনি ও গুহ্যদ্বা্রের
মধ্যে বন্দুকের নল,বেয়নেট ও
ধারালো ছুরি ঢূকিয়ে হত্যা করা হত। "
কাদের বলছি এইসব। এ প্রজন্ম এসব শুনতে চায়
নাকি। এ প্রজন্ম বীরাঙ্গনাদের সিনেমার
পর্দায় রেপ হতে দেখে আনন্দ পায়। শিস দেয়।
এ মুভিতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয়
করতে গিয়ে রাইমা সেনকে অমানুষিক কষ্ট
করতে হয়েছে।তারপর ওরা যদি শুনে আমাদের
আমাদের মা দের ধর্ষিত হতে দেখে শিস
দিয়েছি কি মনে করবে ওরা। ব্যাপার না।
শিস দেন। বীরাঙ্গনা কে। রেপ সিন
দেখতে অনেক মজা। যৌন আনন্দ পাওয়া যায়।
দুঃখিত মা। তোমার সন্তানেরা মাদারচোদ।
তোমার ধর্ষণে ওদের হাসির বর্ষণ
হয় ...ক্ষমা কর মা।
তথ্যঃ সংগ্রহ।
২৬ শে মে, ২০১৪ রাত ১২:১১
অচেনা হিমালয় বলেছেন: ঠিক বলেছেন, ওরা মানুষ না। ধ্যনবাদ।
২| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:২৮
সুমন কর বলেছেন: ওরা মানুষ না।
২৬ শে মে, ২০১৪ রাত ১:০৫
অচেনা হিমালয় বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৬ শে মে, ২০১৪ রাত ১:০১
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: সহমত
৪| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:০৯
সামুরাই_কাতানা বলেছেন: লেখককের উদ্দেশ্যটা আমার পরিস্কার না? আপনি এখানে কোন বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছেন? আমাদের দেশের কিছু মানুষ এখনো মুক্তিযুদ্ধের সেন্সিটিভ কিছু নিয়ে মজা করছে সেটা আপনার ভাল লাগে নাই। না লাগাটাই স্বভাবিক। আপনি তাদের নিয়ে মন্তব্য করলেন কিন্তু যে সব বাংলাদেশী ভারতকে দিয়ে ছবি বানিয়ে সেটা আবার বাংলাদেশে ছেড়ে বাংলাদেশে ইন্ডিয়ান মুভি ধীরে ধীরে চালু করার চেষ্টা করছে তাদেরকে নিয়ে কিছু বললেন না? গত কয়েক মাসে বাংলাদেশের সিনেমা জগতটা দেখুন, কিভাবে ধীরে ধীরে ভারতের ছবি বাংলাদেশে ঢুকানো হচ্ছে। আমাদের দেশের কিছু ভারত প্রেমি যখন দেখলো যে এই দেশের মানুষকে স্বাভাবিক ভাবে বোকা বানানো যাবে না তা্ই তাদের নতুন কৌশল হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি বানিয়ে তাদের দেশে আগে দেখাও তার পর আস্তে আস্তে অন্য মুভি গুলো ঢুকানো যাবে।আর তার প্রমান হলো,প্রথমে
নূরজাহান, সংগ্রাম,এখন হলো চিলড্রেন অব ওয়ার, সামনে আরও আসবে শুধু অপেক্ষা করতে থাকুন। আর এই সব ছবির মাঝখানে ঢুকে যাবে যৌথভাবে প্রযোজিত মুভি নামে কিছু ছবি যেমন "আমি শুধু ছেয়েছি তোমায়" মতো ছবিগুলো, আপনি টেরও পাবেনা কখন বাংলাদেশী হল গুলোতে ইন্ডিয়ান ছবি সয়লাব হয়ে গেছে।
১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৬
অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ রাত ১০:৪৮
সত্য৭৮৬ বলেছেন: সেই ধর্ষকেরা নাকি নিজেদের মুসলিম দাবি করে!!!?? ----ওরা জানোয়ারের বাচ্চা জানোয়ার
এখানে আমন্ত্রণ- আপনি কি ইসলামের কথা বলছেন? নাকি অন্যকিছু?