![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ। তার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। দেখতে দেখতে তাঁর মৃত্যুর দেড় যুগ পেরিয়ে গেলো। আজ তাঁর ১৮তম মৃত্যুবার্ষিকী... :'( :'(
আমরা এই বাঙ্গালী জাতিরা বড়ই দুর্ভাগা, খুব বেশি পরিমানের দুর্ভাগা এক জাতি। আমরা আমাদের প্রায় সর্ব ক্ষেত্রের সেরা সেরা সব শ্রেষ্ঠ মানুষদের খুব অসময়ে হারিয়েছি, যার অভাব কোন দিনও পূরণ হবার নয়। প্রিয় নায়ক সালমান শাহ তেমনি একজন, তার তুলনা তিনি নিজেই।
প্রিয় সালমান শাহ, আপনি যত দুরেই হারান না কেন, থাকবেন সবার অন্তরে চিরকাল। আপনার জন্য অনেক অনেক ভালবাসা...।
©somewhere in net ltd.