নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

খুবই হতাশ, সাইদির ফাঁসির রায় না আসায়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

খুবই হতাশ, সাইদির মত কুখ্যাত রাজাকারের ফাঁসির রায় না আসায়। বাঙ্গালী বড় দুর্ভাগা জাতি, যে মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধিন করতে গিয়ে শহিদ হয়েছেন। তারা হয়ত আজ দূর থেকে দির্ঘশ্বাস ফেলে বলছে- দেশটা স্বাধিন করে কি লাভ হলো, ওই রাজাকারদের ক্ষমতা/প্রভাবের কাছেই তো একরকম পরাজিত হতে হলো আমাদের, কি লাভ হলো ওই লক্ষ লক্ষ মানুষের আত্নত্যাগের বিনিময়ে এই দেশটা স্বাধিন করে...।

তবে শান্তনা খুজে নেয়া এই তা হলো আমেরিকা, জাতিসংঘ, পাকিস্তান, মধ্য প্রাচ্য সম্মিলিত ভাবে শেখ হাসিনাকে চাপ দিয়েও কসাই কাদেরের ফাঁসি আটকাতে পারেনি। আর আজ সাইদির আমৃত্যু কারাদণ্ড তো অন্তত দেওয়া হলো।

কষ্ট মনে থেকে যাবে চিরকাল তবুও বঙ্গবন্ধু কন্যা হাসিনার সাথেই আছি, একমাত্র শেখ হাসিনাই সব রাজাকারদের বিচারের আওতায় এনে দেখিয়েছে...

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

ফরিদ বিন হাবিব বলেছেন: খুবই হতাশ। আওয়ামী লীগ কি জামাতকে সাথে নিয়ে টিকে থাকতে চায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.