নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

গিনেস বুক অব রেকর্ডসে জায়গা করে নেওয়া আমাদের বাংলাদেশের কিছু রেকর্ডস

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

আমাদের দেশের যে রেকর্ডসগুলো গিনেস বুক অব রেকর্ডসে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে সেগুলোর তথ্য আপনাদের জানাবো আজ। এতে আপনার হয়ত কয়েক বিন্দু গৌরব মনের মাঝে জাগবে। এটাই তো অনেক। আপনি, আমি তো বাংলাদেশী । বাংলাদেশের কীর্তি বিশ্বের বুকে স্থান করে নেয় এটা নিশ্চই গৌরবের কথাই। আসুন জেনে নেই বাংলাদেশের এই কীর্তিময় তথ্যগুলো। আর আমরাও মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করি যে, সামনের দিনগুলোতে আমরাও দেশের জন্য কিছু করব যা বিশ্বময় খ্যাতি পাবে। এতে আপনি, আমি, আপনার পরিবার এবং পুরো বাংলাদেশ গর্বে বুক ভাসাবে।

১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় 'ব' দ্বীপ
২) সবচেয়ে বড় শিলা পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।
৩) সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানববন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত।
৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী, উনার নাতি নাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫ বছর বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার নাম সুপার গ্রান্ডফাদার হিসেবে উল্লেখ করা আছে।
৫) জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!
৬) সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি। ১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দুই পরিবারের দ্বন্দ্ব মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়!
৭) প্যারেড গ্রাউন্ডস এ তৈরি হলো মানব পতাকা তৈরির বিশ্ব রেকর্ড, অংশ নিল ২৭ হাজার ১১৭জন। বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেজ বুকে নাম লেখালো বাংলাদেশ।

((কালেক্টেড))

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

খাটাস বলেছেন: বাহ দারুন তথ্য শেয়ারের জন্য কৃতজ্ঞতা ভাই।
পাবনার পাবলিকের কাজ টা মজা পেলাম বিশেষ ভাবে। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

অচেনা হিমালয় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ...

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: আমার নিকট একটা তথ্য আছে সেটা যোগ করে নিন । বিশ্বের সবচাইতে বয়সি ব্যাক্তি হল
আল্লামা মাওলানা আকবর আলী রেজভি শাহ ,তার বাড়ী নেত্রকোনা সত্রশ্রি । বয়স ১৫৪ এখনও সুস্থ । গিনেস বুকে নাম উটে ২০১৩ সালে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ...

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

কাজী রায়হান বলেছেন: মানব পতাকার রেকর্ড টা আর নেই সম্ভবত । ওটা এখন আমাদের জাত শত্রু পাকিস্থানের

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপনাকে, সেই সাথে পরিবেশ বন্ধু'কেও।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.