![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
গ্রামিনফোনের ফ্রী ফেসবুক, হোয়াটস আপ! একটা কম্পানী যে নিজেদের ব্যাবসার আখের গোছাতে গিয়ে শেষ করে দিচ্ছে একটা জাতিকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে।
যে ছেলেটা রাত জেগে পড়তো সেও একটূ পর পর ফোন টা হাতে নিয়ে উকি দেবে ফেসবুক, হোয়াটস আপে। মাত্রার বাহিরে যাওয়া কোন কিছুতেই ঠিকনা, কিন্তু আমরা সেটাই করছি, সেই প্রলোভনই দেখানো হচ্ছে, এই সব ফ্রী এর অফার এর মাধ্যমে গ্রামিনফোন সেই কাজটা করে যাচ্ছে।
ফলাফল ? গ্রামিনফোনের ব্যাবহারকারী বাড়বে, অন্যদিকে ফেসবুকের, হোয়াটস আপের ব্যাবহারকারী বাড়বে । ধরা খাবে আমাদের স্টুডেন্ট রা। জিপি চাইলেই দেশী ওয়েবসাইট গুলো প্রমোট করতে পারতো, তা কিন্তু করেনা। পুরোটাই ব্যাবসা। একটা দেশের যুবসমাজ কে শেষ করে দেয়ার মত ভয়াবহ একটা ব্যাবসা।
এবার আবার তাই হচ্ছে, ব্যাবসা করবে গ্রামীনফোন। ভিজিটর সারাদিন পড়ে থাকবে ফেসবুকে, হোয়াটস আপে। চাপ পড়বে তাদের পড়ালেখায়, ইভেন অনলাইনে শিক্ষার হার যাবে কমে। দেশী ওয়েবসাইট গুলো মার খাবে। কারন একটাই, ভিজিটর সারাদিন ফেসবুকে, হোয়াটস আপে। আর ফেসবুকে শেয়ার করা লিঙ্কগুলোতে ক্লিক করলেও ওদের ই ব্যাবসা। (ম্যাক্সিমাম চটীরুপি অনলাইন নিউজপেপার এর লিঙ্ক) ।
ইন্ডিয়ার একটা পলিসি অনেকেই জানেন না। বর্ডার এলাকায় যারা থাকেন, তারা ভালো বুঝবেন। ইন্ডিয়ার ম্যাক্সিমাম ফেন্সিডিলের কারখানা সীমান্ত এলাকায়, যাতে নির্মিত বেশীরভাগ " ডাইল" আমাদের দেশে রপ্তানী করা হয়। ওরা বানাবে, খাবে না, খাবে আমাদের যুবসমাজ। খাবে মানে খাচ্ছে।
একটা তথ্য দেই। বেশ সহজলভ্য হবায় রংপুরের ২০-২৬ বছর বয়সী শতকরা ৬০-৭০ ভাগ ছেলে মাসে একবার হলেও ফেন্সিডিল সেবন করে। (কমবেশী হতে পারে) চিন্তা করতে পারতেছেন অবস্থা টা ???
ফেসবুক, হোয়াটস আপ এর থেকেও ভয়াবহ একটা নেশা। ফেসবুক নির্মানের পেছনে সুধু ইঞ্জিনিয়ার রাই না, কাজ করেন মনোবিজ্ঞানী রা। যাদের কাজ আপনাকে নিয়ে খেলা, কি হলে আপনি বারবার ফেরত আসবেন এখানে, পড়ে থাকবেন দিনরাত। ঘুম থেকে জেগে বিছানা ছারার আগে একবার ঢুকে দেখবেন কি অবস্থা।
লাইক আরেক টা ভাইরাসের নাম, এক ছেলে ইনবক্সে পারলে আমার পা চেপে ধরে "ভাই একটা লাইক দেন প্লিজ,প্লিজ" । আমি জাস্ট অবাক হয়ে যাই , এটা দিয়ে সে করবে কি ? ! চোখে পরে কোন স্ট্যাটাসে কমেন্ট " মামা লাইক দিয়েছি, কমেন্ট ও করলাম,আমাকেও দিও" ।
মানে কি ! কি লিখলাম, কি পোস্ট করলাম, দেখার দরকার নাই ?? কমেন্ট হলেই হলো ??? এগুলো বদ্ধ উন্মাদ ।
একটা জাতি কে পঙ্গু করে দিচ্ছে একটা কম্পানী। আমরা তাদের বাহবা দিতেছি, আহহহ ফ্রি পেলে আলকাতরা খেতাম, এখন তো সন্দেস পাইতেছি। একটা কম্পানী কোন অফার দিলে অন্য সবগুলো তার অনুসরন করে। কদিন পর হয়তো অন্য অপারেটর রাও এই লাইনে যোগ দেবে।
খা বাংগালী, ফ্রি ফেসবুক, হোয়াটস আপ খা।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯
এরশাদ বাদশা বলেছেন: খা বাংগালী, ফ্রি ফেসবুক, হোয়াটস আপ খা।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: পোষ্টে সহমত ও ভালোলাগা ভ্রাতা +
খা বাংগালী, ফ্রি ফেসবুক, হোয়াটস আপ খা।
ভালো থাকবেন সসবময় ।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭
নতুন বলেছেন: কটা জাতি কে পঙ্গু করে দিচ্ছে একটা কম্পানী। আমরা তাদের বাহবা দিতেছি, আহহহ ফ্রি পেলে আলকাতরা খেতাম, এখন তো সন্দেস পাইতেছি।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪
বংশী নদীর পাড়ে বলেছেন: অপূর্ব একটি ডায়ালগ-- "ভাত দে নইলে মানচিত্র খাবো" এখন দেখা যাচ্ছে না, অন্য কিছু খাইতে চাইনা যদি ফেইজবুক আর হোয়াটস আপ থাকে। তাই আপনার ডায়ালগটি যথার্থ " খা বাংগালী, ফ্রি ফেসবুক, হোয়াটস আপ খা।"
আমার মাথায় ধরে না এই যে ফেইজবুকে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে আমাদের ছেলেমেয়েরা এতে কি পায় তারা? সময় অপচয় আর নিজের আক্কেল বুদ্ধি যা আছে তাকে বোতা করে ফেলা। এ ছাড়া তো আর কিছুই আমি দেখতে পাইনা। এফবির কয়েকটি বিষয় একদম খামুখা- ১/ লাইক ২/ ছবি কমেন্টস ৩/ টেগিং। আর চ্যাটিং তো আছেই।
সৃজনশীলতার আলাই-বালাই এখানে নাই বললেই চলে। একটা ছবি পোস্ট দিবে। এরপর থেকে চলতে থাকবে লাইক, লাইক.. লাইক,.... এরপর ট্রাক বোঝাই লাইক। কী হবে এত লাইক দিয়ে? ইদানিং শুরু হয়েছে শিশুদের ছবি দিয়ে বানানো বিভিন্ন ধরনের ১৮+ অথবা বড়দের মতো ডায়ালগ। কোনো কোনো শিশুদের হাতে ধরিয়ে দিচ্ছে মদের বোতল অথবা জ্বলন্ত সিগারেট এরমক ছবি দিয়ে করা হচ্ছে ফটো কমেন্টস যা অত্যন্ত ক্ষতিকর যা আমরা সহজে বুঝতে পারছি না।
সুতরাং আপনি ঠিকই বলেছেন---
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ধুর মিয়া, না জাইনাই হুদাই ত্যানা পেচান।
গ্রামীন আবার ফ্রি দিবে, এইডাও বিশ্বাস করতে কন।
* চিহ্নডা দেখছেন তো
তাইলে * এর মানেটা শুনেন: যদি আপনি কোন প্যাকেজ ব্যবহার করছেন এবং তার মেয়াদ বহাল আছে শুধুমাত্র তাহলেই এই ফ্রি প্রযোজ্য, যারা কোন প্যাকেজে নাই অথবা মেয়াদউত্তীর্ণ তাদের জন্য এই অফার প্রযোজ্য নয়। আবার সেই ফ্রি কিন্তু আরেক * চিহ্নের দাগ মারা মানে হচ্ছে ফেয়ার ইউজেস পলিসি।
সো বুঝতে পারছেন নিশ্চই যে শুধুমাত্র বিজ্ঞাপণ চমক তৈরীর জন্য এই অফার, অথবা অন্য কথায় বলতে গেলে আপনার মত কিছু ব্যক্তির অহেতুক আলুচনার বিষয়বস্তু তৈরী।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৩
মোঃআনারুল ইসলাম বলেছেন: তাই হয় ??